কলসকাঠী: একটি প্রাচীন জনপদ এবং ১৭০০ সালের তের জমিদারের ইতিহাস

কলসকাঠী, বাকেরগঞ্জ (উপজেলা), বরিশাল (জেলা)।

কলসকাঠী একটি প্রাচীন জনপদ। এখানে তের জমিদারের বসবাস ছিলো। বস্তুত পক্ষে কলসকাঠীর ইতিহাস জমিদারীর ইতিহাস।

১৭০০ সালের গোড়ার দিকে জমিদার জানকি বল্লভ রায় চৌধুরী কলসকাঠীর গোড়াপত্তন করেন। আগে এর নাম ছিল কলুসকাঠী; কলুসকাঠী অপভ্রষ্ট কলসকাঠী।

জানকী বল্লভ রায় চৌধুরী ছিলেন গারুড়িয়ার জমিদার রামাকান্তের পুত্র। জানকী বল্লভ রায় চৌধুরীরা ছিলেন দুই ভাই। বড় ভাই রাম বল্লভ। জানকী বল্লভকে হত্যার চক্রান্ত করে রাম বল্লভ। জানকী বল্লভ তার বৌদির মাধ্যমে হত্যার বিষয়টি জানতে পেরে রাতের আধারে গারুড়িয়া ত্যাগ করে মুর্শিদাবাদ চলে যান। সেখানে তিনি নবাবের কাছে সমস্ত ঘটনা খুলে বলেন এবং নবাব তাকে অরংপুর পরগনার জমিদার হিসেবে নিয়োগ করেন। যতদূর পর্যন্ত ভাটা তত দূর পর্যন্ত জানকী বল্লভের পাট্টা ছিল। জমিদারী পেয়ে তিনি কলসকাঠীতে এসে বসতি স্থাপন করে। কলসকাঠীর তের জমিদার মূলত জানকী বল্লভের পরবর্তী বংশধর।

প্রায় তিনশ বছরের বেশি সময় ধরে কালের সাক্ষি হয়ে টিকে আছে এই জমিদার বাড়িগুলো। এই জমিদার বাড়ি এখনও শক্ত কাঠামো ভিত হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু এখন নিঃসন্দেহে সংস্কারের দাবি রাখে।

আসলে কলসকাঠীকে একটি পৃথক জমিদার বাড়ি না বলে, বলা যায় পূর্ণাঙ্গ একটি প্রাচীন শহর। অনেকটা সোনারগাঁওয়ের পানাম নগরের মতো। এখানে জমিদার বাড়িগুলো বিক্ষিপ্তভাবে ছড়িয়ে আছে। এখানে বেশির ভাগই হিন্দুদের বসবাস।

এখানে প্রতি বছরের নভেম্বর-ডিসেম্বর মাসে উৎযাপিত হয় ঐতিহ্যবাহী জগদ্বাত্রী পূজা। এ পূজাকে ঘিরে কলসকাঠী পরিণত হয় লাখো মানুষের মিলনমেলায়। দূর দুরান্তের গ্রাম-গঞ্জ থেকে এই পূজায় অংশ নিতে মানুষজন ছুটে আসে।

অযত্ন আর আবহেলার কারনে কালের সাক্ষি হয়ে টিকে থাকা সব পুরনো জমিদার বাড়িগুলো আজ বিলুপ্তির পথে।কিন্তু খুব সহজেই সংরক্ষণ করলে কলসকাঠী হতে পারত একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র, যেখানে মানুষ স্বাদ পেত শতাধিক প্রাচীন এক পরিবেশের।

প্রাচীন জনপদের প্রচীন বাজার। শনিবার, মঙ্গলবার হচ্ছে বাজারের দিন।

এখানে আরো আছে কুমোর পাড়া।মাটির তৈরি বিভিন্ন প্রকারের জিনিসপএের জন্যও বিখ্যাত কলসকাঠী।

কুমোর পাড়ার মানুষগুলো ব্যস্ত সময় পার করছে মাটির জিনিসপত্র গুলো ছাঁচে ফেলে তৈরি, রোদে শুকানো আর আগুনে পুরিয়ে বাড়ির পাশে বেঁধে রাখা টলার ভর্তি করে বিভিন্ন স্থানে সরবারহ করার জন্য।

12 Likes

Dear @Rajawan

Welcome to Connect.

I did not know that there is such an ancient palace in Barishal Kalsakathi, thank you very much for sharing it with us. This is your first post, but I hope you have written this post in a very nice way. I hope you will post more beautiful posts in the future.

I noticed that you are new here, So I want to share with you some articles to make your experience will be better in this worldwide Local Guides Community.

Please check out:

Please introduction about yourself. You can follow this example.

1. Name

2. Location

3. What you love about being a Local Guide

4. Your favorite thing to explore

5. Fun fact about you

Tell us more about you by writing in Connect monthly feature Introduce Yourself January 2021, where new and old members get to know each other.

1 Like

@KamalHossenR Thank you so much. Your compliments inspired me. If you have enough time i request you to visit this place. This is a beautiful place but day by day it destroy because lack of care.

I understand my fault and check your suggestions. It’s helps me to improve myself.

Again Thank you so much.

1 Like

@Rajawan bro now where are you living? I am living in Barishal Sadar.

1 Like

@KamalHossenR bhai ami Dumki ta taki, toba amader aikhan ar patabunia bazar dia toler jay bola amra sohoj a koloskathi jate pari… Apni bakargonj asa oikan take koloskathi khaya gat asa nodi per hoya o koloskathi jate parben.

1 Like

ইস দারুন একটা মিস হয়ে গেল। আমি গতকাল বরিশাল ছিলাম। রাতে ফিরেছি। আপনার পোষ্টটা আগে দেখলে অবশ্যই কলসকাঠী দেখতে যেতাম @Rajawan ভাই। কালকে না গেলেও আজকে @KamalHossenR ভাইকে নিয়ে অবশ্যই আজকে যেতাম। লেখাটা অনেক সুন্দর হয়েছে। ছবিও অনেক সুন্দর হয়েছে। সুন্দর পোষ্টের জন্য অনেক ধন্যবাদ।

2 Likes

@MukulR Thank You so much bhaiya … abar kokono somoy kora asben… Ai jayga tar songrokon o dorkar. Tahola ata khub tourist attractive place hota pare … Again Thank You Bhaiya.

1 Like

@Rajawan আপনি কি মাছুয়াখালী চেনেন আমি ওখানে একবার গিয়েছিলাম।

1 Like

@KamalHossenR Bhaiya নাম শুনেছি কিন্তু কখনও যাওয়া হয় নি। কলসকাঠি তে স্বাগতম, কখনও সময় হলে চলে আসবেন। ধন্যবাদ