ঘুরে এলাম ঢাকার আগারগাঁওয়ে, একদম নতুন হওয়া এয়ারফোর্স বেসক্যাম্প থেকে। এখানে বাচ্চা-বুড়ো সবার জন্য অ্যাডভেঞ্চার অ্যাকটিভিটির সুযোগ রয়েছে। নানান ধরনের আন্ডারগ্রাউন্ড অবস্ট্যাকল অ্যাকটিভিটি, ট্রি টপ অ্যাকটিভিটি, জিপ লাইন, ক্লাইম্বিং ওয়াল—সবমিলিয়ে বেশ থ্রিলিং একটা অভিজ্ঞতা হলো।*
*অ্যাডভেঞ্চার অ্যাকটিভিটি ছাড়াও এখানে রেস্টুরেন্টে খাওয়া-দাওয়ার ব্যবস্থা রয়েছে। এছাড়াও, রাতে ক্যাম্পফায়ার এবং ক্যাম্পিং করার সুযোগও রয়েছে *collected
[/grid]
14 Likes
আপনাকে লোকাল গাইড কানেক্ট ফোরামে স্বাগতম @majidhossain1
কোন পোস্ট দিলে শুধু ছবি না দিয়ে সাথে বিস্তারিত লিখে দিবেন । এই স্থান সম্পর্কে থাওলে সকলের বুঝতে সুবিধা হবে । এছাড়া এই স্থানে আর কি কি এক্টিভিটিস হয় , ম্যাপ লোকেশন লিঙ্ক , প্রবেশ মূল্য ইত্যাদি লিখে দিলে যারা পোস্ট দেখবে আপনি কি বোঝাতে চাইছেন বুঝতে সুবিধা হবে।
Post এর category হবে Google Maps contribution stories এর অধীনে Attraction কারন এটি কোন সংবাদ নয় ।
কানেক্ট এক্টিভিটিস কিভাবে কি কাজ করে দেখতে পারেন এই পোস্ট থেকে : Local Guides Connect 3.0 বাংলায় হাতে খড়ি
4 Likes
Nice photos, you can share a bit more about the place for other local guides @majidhossain1
1 Like