Local Guides Connect 3.0 বাংলায় হাতে খড়ি

 

A screenshot of the Homepage of the Local Guide Connect 3.0 site without logging in

Local Guides Connect ফোরাম হচ্ছে লোকাল গাইড প্রোগ্রামের প্রাণকেন্দ্র বা মিলনস্থল,
যেখানে আপনি বিভিন্ন দেশের লোকাল গাইডদের অভিজ্ঞতা এবং সমস্যাগুলো শেয়ার করেছে দেখতে পারবেন ঠিক তেমনি google Maps সংক্রান্ত বিভিন্ন আপডেট যেগুলো গুগল অফিসার এখানে শেয়ার করে থাকে সেগুলোর মাধ্যমে নিজের জ্ঞানের গণ্ডি বৃদ্ধি করতে পারেন।

আপনি আপনার ভ্রমণ অভিজ্ঞতা, কোন খাবার নিয়ে বিস্তারিত উল্লেখ করতে পারেন এছাড়া ম্যাপে আপনার অর্জন কিংবা সমস্যাগুলো শেয়ার করতে পারেন।
কোন মিট আপে উপস্থিত হয়ে অর্জিত জ্ঞান কিংবা আয়োজন করে তার সারাংশ এখানে তুলে ধরতে পারেন।
এক কথায় একজন লোকাল গাইড এর সাথে গুগল ম্যাপ অথরিটির সেতুবন্ধন প্ল্যাটফর্ম বলা যায়

কোথায় কি আছে এবং কাজ কি

উপরের ছবি তে 1,2,3 নাম্বার লিখা আছে কোনটি কি তা নিচে বিস্তারিত লিখছি

  1. Topics - বিগত 30 দিনে যত পুলো পোস্ট / টপিক লিখা হয়েছে তার মোট সংখ্যা ।
  2. Meet -Ups - আসন্ন মোট মিট আপ সংখ্যা
  3. My Feed - আমি যাদেরকে Follow করি তাদের এক্টিভিটিস যত গুলো Unread আছে তার সংখ্যা
  4. Featured topics - Google Moderator দের লেখা বিভিন্ন গুরুত্তপুর্ন পোস্ট এখানে দেখা যাবে ।

  1. Topics - ওয়েবসাইটের ডান দিকে Topics এ সম্প্রতি Post করা Topics গুলো দেখা যাবে তবে বিস্তারিত দেখতে বাম পাশে Topics এ ক্লিক করতে হবে । সেখানে থেকে আলাদা পেইজে গিয়ে Latest , Trending , Bookmark , My topics গুলো দেখা যাবে বিস্তারিত ।
  2. Categories - মূল চার টি ক্যাটাগরি আপনি চাইলে পেইজের আইকন যুক্ত নামে ক্লিক করে প্রবেশ করতে পারেন বা বাম পাশের মেন্যু থেকেও ভিজিট করতে পারবেন । উল্লেখ্য যে , এই ক্যাটাগরির ভিতর আরো কিছু সাব ক্যাটাগরি / ট্যাগ আছে যা ব্যাবহার করে আপনি আসলে কোন বিষয়ে পোস্ট করছেন তা বোঝাতে পারবেন , যেমন : Nature , Food & Drinks , Culture ইত্যাদি

  1. Community Guidelines - আগে যেমন বিভিন্ন সময় বিভিন্ন নির্দেশনা আর সমাধান গুলো ছড়ানো ছিল খুজে খুজে নিতে হত , এবার সব এক জায়গায় করে দিয়েছে তাতে যে কোন লোকাল গাইডের এক জায়গায় সব নিয়ম নীতিমালা , প্রশ্ন উত্তর আর আপডেট গুলো পেয়ে যাবে সহজেই ।

একটি Post লিখা শুরু করবেন যেভাবে

সাইটের সবার বামে উপরে [ Desktop ] আর মোবাইলে স্ক্রিনে নিচে ডান দিকে :pen:Create এ ক্লিক করে লেখা শুরু করতে হবে । New Topic থেকে সাধারন পোস্ট আর New Meet-Up থেকে মিট আপ এপ্লাই করতে পারবেন ।

Category
একটি লেখা শুরু করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই পেজ, প্রথমে আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যে আপনি আসলে কি করতে চাচ্ছেন বাকি লিখতে চাচ্ছেন।

যদি মনে করেন আপনি কোন একটা রেকর্ড সংখ্যক ভিউ হয়েছে ছবি কিংবা রিভিউতে, লেভেল আপ হয়েছে কিংবা কোন গিফট পেয়েছেন সেটা শেয়ার করতে যাচ্ছেন তাহলে আপনাকে সিলেক্ট করতে হবে connections and celebrations, আর আপনি যদি কোন ভ্রমণ, উৎসব কিংবা খাদ্য অথবা অন্য কিছু বিষয় নিয়ে লেখতে চান তবে আপনাকে সিলেক্ট করতে হবে Google Maps contribution stories.
ম্যাপ সংক্রান্ত কোনো সমস্যা কিংবা কোন টিপস দিয়ে চান তবে আপনাকে লিখতে হবে Google Maps tips & tricks এই ক্যাটাগরিতে।
প্রতিটা ক্যাটাগরির আরো কিছু সাব ক্যাটাগরি আছে যা আপনার লেখার সাথে মিলিয়ে সিলেক্ট করে নিবেন।

Location :
এরপরে কাজ হচ্ছে লোকেশন সিলেক্ট করা আপনি যেই বিষয়টা লিখছেন সেটা কোন জায়গা কেন্দ্রিক বাংলাদেশ নাকি অন্য কোন দেশ সেই দেশটি নির্বাচিত করবেন।

Title :
পাঠকদের দৃষ্টি আকর্ষণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে টাইটেল একটি টাইটেল যত সুন্দর হবে এবং আপনার পোষ্টের সারমর্ম তুলে ধরবে তত বেশি দর্শকের কাছে আকৃষ্ট হবে পোস্টটি পড়ার জন্য। তাই বলে কোন সাহিত্যিক বা কাব্যিক কিছু লেখা মোটে উচিত হবে না।

Details :
এখানে আপনি যেই টপিকের উপর লিখতে চান যতটা বিস্তারিত সম্ভব লিখুন, সম্ভব হলে ম্যাপ লোকেশন যুক্ত করে দিন এবং ছবিগুলো ব্যবহার করুন।
তবে ছবি শেয়ার করার ক্ষেত্রে অবশ্যই গুগলের অফিসিয়াল লোগো কিংবা শিশুর ছবি আছে এমন ছবি বাদ দেওয়া প্রতি জরুরী।

সম্পূর্ণ টিউটোরিয়াল আসছে শীঘ্রই [ Full tutorial coming soon ]

পূর্বের টিউটোরিয়াল সমূহ

  1. কানেক্ট থেকে জানি কানেক্টের ব্যাবহার Local Guides Connect A -Z**

  2. Local Guides Connect 2.0 বাংলায় হাতে খড়ি

  3. Upload unlimited Photos in a connect post using HTML image tag

Writer : Mahabub Hasan

Mahabub Hasan is a software engineer from Old Dhaka, Bangladesh, and his startup is Coders Hub. He loves to travel. His hobbies include photography and volunteering in community activities. He also writes on social media about the places he travels to in his spare time. He updates the information of the places he visits on Google Maps and writes about his experience in the Local Connect forum.

47 Likes

নতুন ডিজাইন আমার বেশ পছন্দ হয়েছে। এখন মনে হচ্ছে কানেক্ট একটু জাতে উঠলো। ইন্টারফেস ভালো হয়েছে। তবে পুরোনো কিছু ডাটা চলে গেছে। এটা একটা সমস্যা। এর আগেও ম্যাপ মেকার অফ করার সময় আমার অনেক পয়েন্ট গায়েব হয়ে গিয়েছিলো।

5 Likes

@rashedul-alam এই ঘটয়ান প্রতি বার ই হয় যেমন Connect 2.0 রিলিজ হবার পর Version 1.0 এর সব লোক করে দিছিল আর এখন দেখি ডিলিট করে দিছে ।

5 Likes

অপেক্ষায় রইলাম। @MahabubMunna

4 Likes

@MahabubMunna ভাইয়া অনেক অনেক ধন্যবাদ। প্রথম অবস্থাতে ভালোই লাগছে। দেখা যাক পরবর্তীতে কি হয়৷ তবে আপনার থেকে শেখার অপেক্ষায় থাকলাম ভাইয়া :heart:

2 Likes

আপনার হাতেখড়ি ২.০ খুব কাজে লেগেছিলো।
আশাকরি এইবার ও তেমন উপকারী জিনিস পাবো। অপেক্ষায় রইলাম।

3 Likes

শুকরিয়া জনাব

2 Likes

সিগনেচারগুলো এলোমেলো হয়ে গেছে দেখছি। এটা কিভাবে ঠিক করা যেতে পারে?

2 Likes

সব কিছু বুঝে উঠতে পারি নাই ওই গুলাই দেখার চেষ্টা করতেছি নাড়াচারা করে , তুমিও কর যদি সমাধান পাও শেয়ার কইর আমার সাথে @SadmanRafid

4 Likes

ধন্যবাদ। :bangladesh::innocent:

1 Like