গুগল ম্যাপে রিভিও কিভাবে লিখবেন?

আমাদের মাক্সিমাম লোকাল গাইডরা রিভিও লিখার সময় না জানার কারনে অনেক ছোট ছোট রিভিও লিখি যেমনঃ Nice Place, Good Place, I visit there, It’s a good hotel, Nice to visit ইত্যাদি, যা দিয়ে আসলে ওই স্থান সমন্ধে কিছু বোঝা যায় না। তাই যারা আমার পোস্টটা পড়বেন তারা আসা করি শুধু পয়েন্ট না বাড়িয়ে কোয়ালিটি গাইডিং এর জন্য কাজ করবেন। আমি নিচে রিভিও লিখার জন্য আমার কিছু ব্যক্তিগত মতামত দিচ্ছি।

Restaurants, cafes, and bars এই ধরনের স্থান ভিজিট করলে লিখবেনঃ কি অর্ডার করেছিলেন সেটা কি ভালো নাকি বাদ দেয়া উচিত, স্টাফদের ব্যবহার কেমন, প্লেসে বসার জায়গা কেমন, ছোট বাচ্চাদের নিয়ে যাওয়া যাবে কিনা, ছোটদের খেলার জায়গা আছে কিনা, প্লেস টি শীততাপ নিয়ন্ত্রিত কিনা, হুইল চেয়ার নিয়ে যাওয়া যাবে কিনা, পার্কিং এর জায়গা আছে কিনা, এখানে কিভাবে পেমেন্ট করা যায় ক্যাশ, কার্ড, মোবাইল মানি ইত্যাদি। এই অপ্সহন গুলোর উল্লেখ করলেই ওই প্লেস সমন্ধে অন্য যে কারো ক্লিয়ার ধরনা হয়ে যাবে।

Any types of Shops (কাপড়, মুদি, জুতা, সুপারসপ) ভিজিট করলে কি লিখবেনঃ এই ধরনের স্থান ভিজিট করলে সধারন ওই প্লেসের প্রোডাক্টের প্রাইস রেঞ্জ কেমন, নিজে নিজে সিলেকশন করা যায় কিনা, ভিড় কেমন, তাদের সার্ভিস কেমন, কি ধরনের মানুষ সেখানে যায়, পেমেন্ট মেথড কি, কি কোয়ালিটির প্রোডাক্ট পাওয়া যায়, ইত্যাদি এই তথ্য গুলো দেওয়ার চেষ্টা করুন তাহলে আশা করি কোয়ালিটিফুল রিভিও লিখা হবে।

যদি সম্ভব হয় রিভিও এর সাথে ক্লিয়ার ছবি যুক্ত করুন।

রিভিও লিখার সময় অবশ্যই যা করবেন নাঃ
১। মিথ্যা কোনো তথ্য দিবেন না।
২। ইন্টারনেট থেকে ছবি ডাউনলোড করে আপলোড করবেন না।
৩। অফ টপিক কিছু লিখবেন না।
৪। মানহানিকর কোনো ভাষা ব্যবহার করবেন না।
৫। ব্যক্তিগত আক্রমনাত্তক কিছু লিখবেন না।
৬। অপ্রয়োজনীয় কিছু দিবেন না।

যদি কখনো এই বাইরে উল্টাপাল্টা কিছু দেখেন তাহলে অবশ্যই ওই প্রোফাইল বা রিভিওটি সমন্ধে রিপোর্ট করবেন।
প্রোফাইল সমন্ধে রিপোর্ট করার নিয়ম দেখতে ভিজিট করুন
রিভিও সমন্ধে রিপোর্ট করার নিয়ম দেখতে ভিজিট করুন

12 Likes

@Eng_Motiur ভাইয়া যথেষ্ট ক্লিয়ার কাট বলেছেন, নতুন কিছু জানলাম। আমাদের মধ্যে অনেকের এই তথ্য গুলো ভালো কাজে আসবে। ধন্যবাদ ভাই।

3 Likes

কি কি করলে স্পাম হয়? জানতে এই পোস্টটি অবস্যই পড়বেন কি করলে স্পাম হয়

2 Likes

Some of the items you propose as elements of reviews are also answers to the “yes/no” questions (cfr. contributions section in google maps app). I personally consider a review as the answer to the question “What would I like to know about this place myself before visiting?”. Things as “good food”, “friendly staff” are informative, but it doesn’t tell much. Why is the staff friendly? What was so good about their help/service? Suppose that I visit a shop for buying clothes and the staff helps me in finding the needed outfit and gives me a good feeling about what I bought, by helping me with relevant advise, … this is informative. Suppose that an experience isn’t my cup of tea, I tell why this is the case. Some other people would like this experience, but I don’t, so I would try to describe my experience as neutral as possible, but I would also indicate what wasn’t pleasing me and why. Try to be correct, neutral and informative. Consider yourself as the guide who’s informing others about what they can expect when visiting that place. Be aware that all this is my personal opinion.

4 Likes

অনেক সুন্দর লেখা। নতুনদের জন্য অনেক তথ্যবহুল এবং একটি গাইডলাইন

3 Likes

Great answer, @KattyGeltmeyer

All the best

Morten

PS: Others interested in creating better reviews could take a look here.

6 Likes

@Eng_Motiur ভাই দারুন হয়েছে।

হা আমাদের কোয়ালিটি রিভিউ লিখা উচিত

3 Likes

ধন্যবাদ ভাই

@rashedul-alam

2 Likes