আমাদের মাক্সিমাম লোকাল গাইডরা রিভিও লিখার সময় না জানার কারনে অনেক ছোট ছোট রিভিও লিখি যেমনঃ Nice Place, Good Place, I visit there, It’s a good hotel, Nice to visit ইত্যাদি, যা দিয়ে আসলে ওই স্থান সমন্ধে কিছু বোঝা যায় না। তাই যারা আমার পোস্টটা পড়বেন তারা আসা করি শুধু পয়েন্ট না বাড়িয়ে কোয়ালিটি গাইডিং এর জন্য কাজ করবেন। আমি নিচে রিভিও লিখার জন্য আমার কিছু ব্যক্তিগত মতামত দিচ্ছি।
Restaurants, cafes, and bars এই ধরনের স্থান ভিজিট করলে লিখবেনঃ কি অর্ডার করেছিলেন সেটা কি ভালো নাকি বাদ দেয়া উচিত, স্টাফদের ব্যবহার কেমন, প্লেসে বসার জায়গা কেমন, ছোট বাচ্চাদের নিয়ে যাওয়া যাবে কিনা, ছোটদের খেলার জায়গা আছে কিনা, প্লেস টি শীততাপ নিয়ন্ত্রিত কিনা, হুইল চেয়ার নিয়ে যাওয়া যাবে কিনা, পার্কিং এর জায়গা আছে কিনা, এখানে কিভাবে পেমেন্ট করা যায় ক্যাশ, কার্ড, মোবাইল মানি ইত্যাদি। এই অপ্সহন গুলোর উল্লেখ করলেই ওই প্লেস সমন্ধে অন্য যে কারো ক্লিয়ার ধরনা হয়ে যাবে।
Any types of Shops (কাপড়, মুদি, জুতা, সুপারসপ) ভিজিট করলে কি লিখবেনঃ এই ধরনের স্থান ভিজিট করলে সধারন ওই প্লেসের প্রোডাক্টের প্রাইস রেঞ্জ কেমন, নিজে নিজে সিলেকশন করা যায় কিনা, ভিড় কেমন, তাদের সার্ভিস কেমন, কি ধরনের মানুষ সেখানে যায়, পেমেন্ট মেথড কি, কি কোয়ালিটির প্রোডাক্ট পাওয়া যায়, ইত্যাদি এই তথ্য গুলো দেওয়ার চেষ্টা করুন তাহলে আশা করি কোয়ালিটিফুল রিভিও লিখা হবে।
যদি সম্ভব হয় রিভিও এর সাথে ক্লিয়ার ছবি যুক্ত করুন।
রিভিও লিখার সময় অবশ্যই যা করবেন নাঃ
১। মিথ্যা কোনো তথ্য দিবেন না।
২। ইন্টারনেট থেকে ছবি ডাউনলোড করে আপলোড করবেন না।
৩। অফ টপিক কিছু লিখবেন না।
৪। মানহানিকর কোনো ভাষা ব্যবহার করবেন না।
৫। ব্যক্তিগত আক্রমনাত্তক কিছু লিখবেন না।
৬। অপ্রয়োজনীয় কিছু দিবেন না।
যদি কখনো এই বাইরে উল্টাপাল্টা কিছু দেখেন তাহলে অবশ্যই ওই প্রোফাইল বা রিভিওটি সমন্ধে রিপোর্ট করবেন।
প্রোফাইল সমন্ধে রিপোর্ট করার নিয়ম দেখতে ভিজিট করুন
রিভিও সমন্ধে রিপোর্ট করার নিয়ম দেখতে ভিজিট করুন