I’m Mahabub Hasan standing in the photo booth inside M&M’s London Chocolate Shop
চকলেট পছন্দ করেন না এমন লোক খুঁজে পাওয়া এই পৃথিবীতে বেশ কঠিন ও দুষ্কর একটি কাজ বলা চলে । চকলেটের মাঝে বিভিন্ন রকম প্রকারভেদ রয়েছে যেমন Candy ,Milk chocolate , coco ,logence , toffee lollipop , এবং Gems ।
যারা আমরা বাংলাদেশে বড় হয়েছি তারা Gems চকলেট জিনিসটা বলতে বুঝতাম Cocola Gems চকলেট তবে এই Gems চকলেট পৃথিবীতে বিখ্যাত করেছে যে কোম্পানিটি তার নাম হচ্ছে M &M’s ।
M&M’s easter candy character’s mascot PC:Mahabub Hasan
আমি লন্ডনে ভ্রমণ করার সময় এর অফিসিয়াল একটি আউটলেটে গিয়েছিলাম , যা লন্ডনের প্রাণকেন্দ্র এবং সবচেয়ে জনপ্রিয় টুরিস্ট স্পট Piccadilly Circus থেকে খুব কাছে এবং Lego অফিশিয়াল আউটলেট এর উল্টোপাশে। Google Maps Location : M&M’S London
I’m Mahabub Hasan standing inside M&M’s London Chocolate Shop
কি আছে এই আউটলেটে :
যেহেতু এটি একটি চকলেটের ব্র্যান্ড শপ তাই চকলেট তো থাকবেই এখানে বিভিন্ন রকম Gems চকলেটের পাশাপাশি আরও বিভিন্ন আইটেমের চকলেট রয়েছে । রয়েছে এই ব্র্যান্ডের লোগো সম্বলিত বিভিন্ন রকম গার্মেন্টস আইটেম যেমন টি শার্ট ব্যাগ এবং আরো অনেক কিছু ।
Some of the customized souvenirs of M&M’s chocolate brand
লন্ডন কে রিপ্রেজেন্ট করে এইরকম অনেক আইটেমের মাঝেও চকলেটের ব্যবহার করা হয়েছে যেমন : Key ring , Red Teliphone Box এরকম আইকনিক ল্যান্ডমার্ক গুলোর বিভিন্ন বক্স এবং এর ভিতরে রয়েছে বিভিন্ন সালের চকলেট ।
Pictured are different flavors of James Chocolate with price stickers
চকলেটের কোয়ালিটি ও প্রকারভেদে বিভিন্ন জায়গায় রাখা আছে বিভিন্ন রকম চকলেট যেগুলো ১০০ গ্রামের দাম হিসেবে যুক্ত করা আছে আপনি আপনার প্রয়োজনমতো প্যাকেট নিয়ে কিনতে পারেন সেখান থেকে।
পর্যটকদের কে স্মৃতি ধারণ করে রাখার জন্য রয়েছে বেশ কিছু ফটো বুথ যেখানে আপনি চাইলে ছবি তুলতে পারেন এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনি কোন কিছু না কিনলেও সেখানে ঘুরেফিরে ছবি তুলে চলে আসতে পারেন । যদি কখনো লন্ডন ভ্রমণ করতে যান এই স্থানটি ঘুরে আসতে ভুলবেন না ।
চকলেট শপ এর আরো কিছু ছবি
A wall art of the London-based M&M chocolate brand
Inside the M&M chocolate shop, customers are buying their favorite chocolates from the showcase, looking at the variety and price of chocolates.
A photo of the inside of the M&M Chocolate Shop
Gift items with their brand logo inside the M&M Chocolate Shop
Gift items with their brand logo inside the M&M Chocolate Shop pc:Mahabub Hasan
Links to some of my other posts on London travel
- A Nocturne’s View of London by Night Part :1
- British Museum Watches and Clocks Collection: Exploring London with Mahabub
- M & M’s London: Exploring London with Mahabub
- Camden Street Art: Exploring London with Mahabub
- Camden Lock: Exploring London with Mahabub
- The LEGO® Store: Exploring London with Mahabub
- Leadenhall Market: Exploring London with Mahabub
- Egyptian mummies in the British Museum: Exploring London with Mahabub