England ভ্রমণের সময় আমি দেখেছি London এর আকাশে বেশিরভাগ সময় মেঘ থাকে সূর্যের দেখা পাওয়া বেশ মুশকিল এবং দেখা পেলেও সেটা খুব স্বল্প সময়ের জন্য।
প্রথম একটু মন খারাপ থাকলেও Scotland ভ্রমণ শেষে যখন ফিরে এসে Victoria coach station নামলাম তখন মনে হল আজকের আকাশটা বেশ পরিষ্কার তাই একটু একা একা ফটো করা যাক।
যেই কথা সেই কাজ তাই Victoria coach station থেকে হেঁটে হেঁটে ফটওয়াক শুরু করলাম তো ভাবলাম একবার টেমস নদীর পারটা ঘুরে যাই,
Victoria coach station থেকে Westminster Cathedral হয়ে যখন Westminster Abbey দেশে পৌছালাম তখন সূর্য পুরোপুরি উঠে গেছে এবং আকাশ বেশ পরিষ্কার।
*Parliament Square Garden এর সামনে থেকে তোলা ছবিটি*
তাই ঝটপট ছবি তোলার জন্য চলে গেলাম Big Ben এর কাছাকাছি তারপর Westminster Bridge থেকে কিছু ঝটপট ছবি তুলে আর সেলফি নিয়ে A 3211 ধরে সোজা হাটা ধরলাম আর টেমস নদীর সৌন্দর্য আর লন্ডনের ঐতিহ্য দেখতে দেখতে চলে গেলাম Millennium Bridge পর্যন্ত যদিও তখন দেখলাম এই ঝুলন্ত সেতুটি সংস্কারের জন্য বন্ধ।
আপাতত এই পর্বে Big Ben এরিয়ার কিছু ছবি শেয়ার করলাম ভবিষ্যতে লন্ডন শহরের আরো কিছু ছবি আলাদা পোস্ট শেয়ার করব।
@Designer_Biswajit In the morning there were a few other tourists like me. I took their pictures and they took mine .
@MohammadPalash বিভিন্ন বিশেষ দিনগুলোতে এবং যখন পার্লামেন্ট চলে তখন নির্দিষ্ট অর্থের পাস নেয়া যায় তবে আমি যখন গিয়েছিলাম তখন এই ধরনের কোন সুবিধা ছিল না যারা স্থায়ী বাসিন্দা তারা এ ব্যাপারে আরো ভালো বলতে পারে ।