Banner for the Road Mapper Introduces session at Connect Live 19
Connect live’19 এর শেষ দিন এ আমাদের কিছু মনোনীত লোকাল গাইডদের কে একটি এক্সক্লুসিভ সেশনে নিয়ে যাওয়া হয় যা ছিল মূলত " Road Mapper " এর সাথে পরিচিতি সেশন ও পাশাপাশি এক্সেস দিয়েছিল বেটা টেস্টিং এর । আর সেই তারিখ হচ্ছে আজ November 14 ওই হিসেবে আজ Road mapper এর বয়স 5 বছর পূর্ণ হল যদিও পাবলিক এক্সেস এসেছিল আরো অনেক পড়ে ।
সেশনে দেখানো হচ্ছে নির্দেশনা মূলক একটি সাইড এর ছবি
উক্ত সেশনে আমাদেরকে রোড ম্যাপ এর উপর একটি হ্যান্ডস অন ট্রেনিং টাইপের ক্লাস নেয়া হয়েছিল বলা যায় , সেখানে মোবাইল ব্যবহার করে রাস্তা যুক্ত করা এবং রোড মাপার প্ল্যাটফর্ম ব্যবহার করে নির্দিষ্ট দেশের রাস্তা যুক্ত করা পদ্ধতি গুলো দেখানো হয়েছিল এবং অন্যান্য নির্দেশনা দেখা হইছিল রাস্তা যুক্ত করার জন্য কি কি সতর্কতার সাথে যুক্ত করতে হবে
Wow, it’s a huge number, congratulations! You are inspiration to the LG community. I got access to the Roadmapper tool one year back and added 24,000+ km.
অসংখ্য অভিজ্ঞতা এবং স্মৃতির সমন্বয়। দোয়া করি আগামীতে আপনার জীবনে উজ্জ্বল সাফল্য আসুক এবং একটা সম্মানজনক অবস্থানে পৌঁছান। পরিশ্রম কখনো বৃথা যায় না ভাই…
Congratulations, @MahabubMunna, and great job. I miss the old Road Mapper board, so I was excited to see your post come up. I think @tony_b’s streak this year might rival yours! That’s a solid run of making daily contributions.
Thanks for mentioning my name JustJake. Unfortunately, my long streak ended at 178 days. When I went to enter my info on the chart for October 28th, I got this sinking feeling when I realized there was nothing entered for the 27th. I don’t know how it happened, but it means another fresh start. Not sure I will try so hard again though.