14 helpful tips for using Connect- Bengali/বাংলা

কানেক্ট ব্যবহার করার ১৪টি সহায়ক পরামর্শ - [TraciC- গুগল প্রশাসক]

অরিজিনাল পোস্টটি দেখুন (ইংরেজী)

Caption: A GIF that shows an illustration of Connect on a browser with a blue ribbon over it.

লোকাল গাইডসদের জন্য একমাত্র অফিসিয়াল অনলাইন কমিউনিটি ফোরামে স্বাগতম: কানেক্ট। কানেক্ট হচ্ছে লোকাল গাইডস প্রোগ্রামের বিশ্বব্যাপী সকল সদস্যদের জন্য তাদের অভিজ্ঞতাসমূহ শেয়ার করার একটি স্থান এবং লোকাল গাইডসদের অন্যদের সাথে মিলিত হওয়ার একমাত্র স্থান।কানেক্টে , গুগলাররা অংশগ্রহণ করে (এখানে তাদের সাথে সাক্ষাত করুন!), অবশ্য সু্যোগ রয়েছে আমাদের কানেক্ট মডারেটরগনের মতো লোকাল গাইড সহকর্মীদেরও অথবা অন্য লোকাল গাইডসরাও আপনার যেকোনো প্রশ্নের উত্তর দিতে সক্ষম হতে পারে।

কানেক্ট এ অংশগ্রহনের জন্য মনে রাখার মত কয়েকটি পরামর্শ নীচে দেওয়া হল।

  1. একজন ভাল নাগরিক হোন। কানেক্ট একটি বিশ্বব্যাপী কমিউনিটি, তাই সব সময় এই ‘5 core values of Connect’ মনে রাখবেন।
  2. কমিউনিটি অনুসন্ধান। পোস্ট করার আগে কমিউনিটি অনুসন্ধান চমৎকার অনেক তথ্য উন্মোচিত করে দিবে। পাশাপাশি, এখানেই আপনি হয়তো আপনার একটি প্রশ্নের উত্তর খুঁজে পেতে পারেন।
  3. একটি পরিষ্কার এবং মনোমুগ্ধকর শিরোনাম লিখুন। শিরোনামই হল প্রথম ব্যাপার যার ফলে মানুষ আপনার পোস্ট সম্পর্কে পড়বে। নির্দিষ্ট এবং বর্ণনামূলক হতে হবে যাতে করে অন্যরা ক্লিক করবে এবং আরো জানতে চাইবে।
  4. এটাকে প্রাসঙ্গিক করুন। নিশ্চিত হতে হবে যে আপনি যা পোস্ট করছেন তা লোকাল গাইডস এবং আপনার পোস্টের বিষয়ের সাথে সম্পর্কীত।
  5. এই সম্পর্কে আমাদের বলুন । আপনার পোস্টে একটি বর্ণনা যুক্ত করে আমাদের বলুন কোন ব্যাপারটি এটাকে প্রাসঙ্গিক এবং আকর্ষণীয় করে তুলেছে। আপনার অভিজ্ঞতা প্রসঙ্গ যুক্ত করে তাদের আরো বাস্তব এবং উত্তেজনাপূর্ণ করে তুলুন।
  6. আপনার পছন্দমত ভাষা ব্যবহার করুন। কানেক্ট এ ৩৩টি বিভিন্ন ভাষা ব্যবহারযোগ্য। নিশ্চিন্তে আপনি আপনার পছন্দের ভাষা পরিবর্তন করতে পারেন যদি আপনি আপনার পছন্দের ভাষায় কানেক্ট না দেখে থাকেন - এবং মনে রাখবেন, আমাদের প্র্ত্যেকটি পেইজেই গুগল ট্রান্সলেট সক্রিয় আছে যাতে করে আপনারা একে অপরের পোস্ট নিজেদের পছন্দের ভাষায় পড়তে পারেন।
  7. গুগল ম্যাপস লিংক শেয়ার করুন। একটি সুন্দর শহরের একটি ছবি শেয়ার করছেন বা একটি নির্দিষ্ট রেস্টুরেন্ট সম্পর্কে কথা বলছেন? পোস্টে গুগল ম্যাপে থাকা স্থানটির লোকেশন যোগ করুন এবং/ অথবা পোস্টের গায়ে লিংক করুন।উদাহরণস্বরূপ, লন্ডন সফররত প্রত্যেক হ্যারি পটার ভক্তরা Platform 9 3/4 এ থামতে হয় !
  8. লোকেশন যোগ করুন। আপনি যদি আপনার পোস্টে একটি নির্দিষ্ট স্থান সম্পর্কে বলে থাকেন, পোস্টে লোকেশন যোগ করে এটাকে অন্যদের খুজে পেতে সহজ করে দিতে পারেন । উদাহরণস্বরূপ, যদি আপনি নিউইয়র্ক ভ্রমণের জন্য ভ্রমণের বিষয়ক পরামর্শ করে থাকেন, তাহলে “নিউ ইয়র্ক, নিউইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র” ট্যাগ করুন।
  9. একটি ছবি সংযুক্ত করুন।আপনি কি জানেন, ফটো ছাড়া পোস্টগুলো ফটোসহ পোস্টগুলোর চেয়ে 100% বেশি আকর্ষণীয় হয়? ফটো শেয়ার করার ব্যাপারে নিশ্চিত হতে হবে যে, শুধুমাত্র আপনার নিজের তোলা অথবা ফটোগ্রাফারের কাছ থেকে ব্যবহারের অনুমতি নেওয়া। যদি আপনার ফটোতে অন্য লোকজন থাকে তবে নিশ্চিত হোন যে এর সাথে তারাও দুর্দান্ত দেখাচ্ছে।
  10. শুধুই ছবি যোগ করবেন না। ছবিটি সম্পর্কে আমাদের বলুন। আপনি এটা কোথায় তুলেছিলেন? কেন আপনি এটি শেয়ার করেছেন?
  11. লোকাল গাইডস লেগোসহ - গুগল এর যেকোন লেগো ব্যবহার করবেন না । সেগুলো শুধুমাত্র অফিসিয়াল ব্যবহারের জন্য সংরক্ষিত
  12. ব্যক্তিগত তথ্য প্রচার বা শেয়ার করবেন না। লোকাল গাইডস প্রোগ্রাম গাইডলাইনসমূহ অনুযায়ী, যেকোন ধরনের প্রচারমূলক পোস্ট নিষিদ্ধ। আপনার ব্লগ লিংকগুলো মাঝেমধ্যে ঠিক আছে, কিন্তু আপনার আবিষ্কৃত বা পরিদর্শন করা একটি স্থান সম্পর্কে যদি সত্যিই উত্সাহী হন তবেই কমিউনিটিতে আপনার রিভিউ শেয়ার করতে বিবেচনা করতে পারেন। পাবলিক পোস্ট করা হলে সেই পোস্টে কখনোই আপনার ফোন নাম্বার বা ইমেইল এড্রেস শেয়ার করবেন না ।
  13. লাইক দিন। একটি লাইক দিয়ে পোস্ট লেখককে জানান দিন যে আপনি তাদের পোস্টের প্রশংসা করেছেন। এগিয়ে যান এবং এখনই এই পোস্টটি দিয়ে চেষ্টা করুন! :wink:
  14. সামাজিক হোন#LocalGuides ট্যাগ ব্যবহার করে Google+, Twitter, Facebook,Instagram এবং YouTube এ লোকাল গাইডস টিম এবং সহকর্মীদের সাথে সংযুক্ত থাকুন।

একনজর কানেক্ট দেখার পরে, কানেক্ট এ, লোকাল গাইডস পোগ্রামে, অথবা Idea Exchange এ একটি পরামর্শ শেয়ার করার মাধ্যমে গুগল ম্যাপস এ আপনি আর কি কি দেখতে চাইবেন তা আমাদের বলতে লজ্জা-বোধ করবেন না যেনো ।তবে অবশ্যই প্রথমে অনুসন্ধান করুন, একজন বিচক্ষণ ব্যক্তির মত।

পোস্টের অরিজিনাল লেখিকা - @TraciC (ইংরেজী)

*বাংলাভাষীদের সহজে কানেক্ট এর ব্যবহার বোঝার জন্য গুরুত্বপূর্ন এই পোস্টটি অনুবাদ করা হয়েছে।লোকাল গাইডস কানেক্ট সঠিকভাবে ব্যবহার করতে হলে এই পরামর্শগুলো অনেক কাজে আসবে বলে আমি মনে করি। আশা করি সকলের উপকার হবে এবং মাননীয়া @TraciC এটা পছন্দ করবেন।

ধন্যবাদান্তে

শফিউল বাশার!

31 Likes

Cool that you translated this @ShafiulB thanks.

4 Likes

@ShafiulB , thanks a lot for translating the post in bengali ( I am begging your pardon for writing a reply in english due to the disturbance with the key board). I hope it will be very useful and effective for all bengali people of the world. I myself is also writing posts regularly in bengali and it’s publishing in local guide connect.

2 Likes

সাহায্যকর পোষ্ট সকল বাংলাবাসির জন্য।

ধন্যবাদ @ShafiulB ভাই

13 Likes

Hello @ShafiulB

You have done a great job and many many thanks for translating this useful tips in Benagli.

1 Like

Hi @ShafiulB ,

Thank you for taking your time to make the translation! This is very nice initiative and it’s very helpful!

Have a great day!

1 Like

Hi @ShafiulB ,

Thank you for taking your time to make the translation! This is very nice initiative and it’s very helpful!

Have a great day!

1 Like

Hello @ShafiulB আপনের এই মহান কাজের জন্য আপনাকে ধন্যবাদ. আপনার এই ধরনের অনুবাদ ভবিষ্যতে আরো দেখতে চাই.

1 Like

Hello @ShafiulB , thanks for translating the helpful tips in Bengali. Actually, all the tips are very important for using connect.

1 Like

@PaulPavlinovich Thanks for your comment and feeling glad for that…

:heart_eyes:

ধন্যবাদ, বাংলায় বুঝিয়ে দেওয়ার জন্য।

1 Like