MojammelR's post
cancel
Showing results for 
Search instead for 
Did you mean: 
Level 8

Sylhet Central Shaheed Minar : A Symbol of Freedom

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারসিলেট কেন্দ্রীয় শহীদ মিনারহ্যালো লোকাল গাইডস,

কোভিড মহামারির এ সময়টাতে আশা করি সবাই নিজ নিজ অবস্থানে ভালো আছেন।

আজ আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি বাংলাদেশের সিলেট বিভাগের কেন্দ্রীয় শহীদ মিনারের সাথে যা ১৯৫২ সালের ভাষা শহীদদের স্মরণে তৈরী করা হয়েছে।

 

ভাষা আন্দোলনে সিলেটের অবদানভাষা আন্দোলনে সিলেটের অবদান

 

আপনারা নিশ্চয়ই জানেন, বাঙ্গালী এমন একটা জাতি যারা ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারী নিজের মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছে। পৃথিবীর ইতিহাসে যা বিরল একটি ঘটনা। তাই একে স্মরণীয় করে রাখতে ইয়োনেস্কো দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে।

৫২'র ভাষা সৈনিকদের স্মরণে বাংলাদেশে রয়েছে অসংখ্য শহীদ মিনার। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার তার মধ্যে একটি। ভাষা আন্দোলনে সিলেট খুব গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলো। '৫২ এর ২১ ফেব্রুয়ারীর প্রায় ৩৬ বছর পর ১৯৮৮ সালের ১৬  ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে প্রথম সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী নিবেদন শুরু হয়। পরবর্তীতে ২০১৩ সালের ২২ ফেব্রুয়ারী, দুস্কৃতকারীরা হামলা ও ভাংচুর করার পর ২০১৪ সালের ১০ ডিসেম্বর এটি পুনঃনির্মিত হয়।

 

শহীদ মিনারের কিছু ছবিশহীদ মিনারের কিছু ছবি

 কোভিড মহামারির সময়ে পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশও দীর্ঘদিন যাবত লক ডাউনের অধীনে থাকার পর সবকিছু স্বাভাবিক হতে শুরু করলে সিলেটের সুনামগঞ্জের হাওড়ে বেড়াতে যাবার সময় আমি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারটি দেখতে গিয়েছিলাম।

 

চাইলে যে কেউ যেকোন সময় দেখে আসতে পারেন সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারটি।

 

যেভাবে যাবেনঃ

  • সিলেট কদমতলী বাস স্ট্যান্ড কিংবা রেলওয়ে স্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার দূরে শহীদ মিনারটি অবস্থিত। আপনি চাইলে হেঁটে কিংবা রিক্সায় চড়ে খুব সহজেই সেখানে যেতে পারেন।
5 comments
Level 10

Re: Sylhet Central Shaheed Minar : A Symbol of Freedom

@MojammelR  ধন্যবাদ শেয়ার করার জন্য , আমরা ১৫০ তম মিট আপ করতে সিলেট গিয়েছিলাম জাফ্লং তখন সকালে Photowalk করার সময় এ দিকে গিয়েছিলাম , পুরো রাস্তা টাই সুন্দর সাজান গুছান 

Mahabub Hasan
Level 7

Re: Sylhet Central Shaheed Minar : A Symbol of Freedom

কবে গেলেন ভাই? ছবিগুলো দারুণ তুলেছেন ! ধন্যবাদ ভাই @MojammelR  আমাদের সাথে সিলেটের শহীদ মিনার সম্পর্কিত তথ্য শেয়ার করার জন্য

Level 10

Re: Sylhet Central Shaheed Minar : A Symbol of Freedom

@MojammelR ধন্যবাদ শেয়ার করে দেখার সুযোগ করে দেবার জন্য। ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। 

Md. Jakir Hossan

Level 4

Re: Sylhet Central Shaheed Minar : A Symbol of Freedom

Thanks for sharing.

Level 7

Re: Sylhet Central Shaheed Minar : A Symbol of Freedom

ধন্যবাদ শেয়ার করার জন্য অনেক সুন্দর শহীদ মিনার, আবার যখন সিলেট যাব তখন দেখতে যাব ইনশাআল্লাহ.