ShahMdSultan's post
cancel
Showing results for 
Search instead for 
Did you mean: 
  • Local Guides Connect
  • :
  • Travel
  • ঐতিহ্যের নিদর্শন চাঁপাইনবাবগঞ্জের তাহখানা ও মাজার
Level 9

ঐতিহ্যের নিদর্শন চাঁপাইনবাবগঞ্জের তাহখানা ও মাজার

তাহখানা মসজিদতাহখানা মসজিদ

প্রিয় লোকাল গাইডস,

আশা করছি, সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। গত মাসে আমি চাঁপাইনবাবগঞ্জ জেলার বেশ কয়েকটি জায়গায় ঘুরেছি আর আজকে এ জেলার তাহখানা ও মাজার সম্পর্কে আলোচনা করা হবে।

 

বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে থাকা বিভিন্ন ঐতিহাসিক স্থানগুলো আমাদের জাতীয় ঐতিহ্যের ধারক ও বাহক। নানান ঐতিহ্যের মধ্যে বিশেষ করে বাংলাদেশের ঐতিহাসিক মসজিদগুলোর স্থাপত্য শৈলী, হৃদয়কাড়া নান্দনিক কারুকাজ এবং ঐতিহাসিক পটভূমি আমাদের ঐতিহ্য ও সমৃদ্ধি পরিচায়ক। সেই ঐতিহ্যকে হৃদয়ে লালন করে আজকে আমরা জানতে চলেছি চাঁপাইনবাবগঞ্জ জেলার 'তাহখানা ও মাজার' সম্পর্কে।

 

তাহখানা পারসিয়ান শব্দ যার আভিধানিক অর্থ ঠান্ডা ভবন প্রাসাদ বা রাজবাড়ি। এটি বিশাল এক পুকুরের পশ্চিমতীরে অবস্থিত একটি সুবিশাল স্থাপনা যা তাহখানা নামে পরিচিত। কমপ্লেক্সটির উত্তর-পশ্চিম প্রান্তে আরও স্থাপনা রয়েছে। যেহেতু সবগুলো স্থাপনাই একই সময়ে নির্মিত তাই এসবকে একটি কমপ্লেক্স হিসেবেই গণ্য করা হয়। 

 

বাংলাদেশের সর্ব পশ্চিমের জেলা চাঁপাইনবাবগঞ্জ। এ জেলার অন্যতম দর্শনীয় স্থান ছোট সোনা মসজিদ থেকে ৫০০ মি. উত্তর-পশ্চিমে জাহেদুল বালা নামের দীঘির পশ্চিম পাড়ে তাহখানা কমপ্লেক্স-এর অবস্থান।ঐতিহ্যের নিদর্শন তাহখানা ও মাজারঐতিহ্যের নিদর্শন তাহখানা ও মাজার

এ ইমারতের উত্তর-পশ্চিমে একটি মসজিদ রয়েছে। যদিও কে মসজিদটি নির্মাণ করেছেন এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি কিন্তু মসজিদটির স্থাপত্যশৈলী দেখে অনুমান করা যায় যে এটি মোগল আমলের একটি মসজিদ এবং  মুঘল সুবেদার শাহ সুজার সময়ে নির্মাণ করা হয়েছিল। উত্তরে শাহ নিয়ামাত উল্লাহ (রঃ) এর মাজার অবস্থিত। 



উত্তর-পুর্ব ও দক্ষিণ-পুর্ব কোণায় দু’টি অষ্টকোণাকৃতির কক্ষসহ উপরতলায় মোট ১৭টি কক্ষ আছে। উত্তর পাশের কক্ষটি নামাজ কক্ষ এবং অন্যান্য কক্ষ গুলো দৈনন্দিন বিভিন্ন কাজে যেমন গোসল, আপ্যায়ন, ভোজনালয়, বিশ্রাম, ইত্যাদি কাজে ব্যবহার করা হতো।

 

দক্ষিণ পাশে গম্বুজ আকৃতির হাম্মামখানা অবস্থিত। দক্ষিণ-পুর্ব কোণায় অবস্থিত ১টি সিঁড়ি পুকুর পর্যন্ত ধাবমান রয়েছে। হাম্মামখানা ও প্রসাধনাগারে মাটির পাইপের সাহায্যে ঠান্ডা এবং গরম পানি সরবরাহের ব্যবস্থা ছিল। চুন-সুরকির সাহায্যে ছোট আকৃতির ইট দ্বারা নির্মিত এ ইমারতের ভিতরের দেয়ালপাত্রে কুলঙ্গিসহ অন্যান্য নকশা রয়েছে।

 

তাহখানা ও মাজার এ লোকাল গাইড - @ShahMdSultanতাহখানা ও মাজার এ লোকাল গাইড - @ShahMdSultan

 

ইমারতটির ব্যবহার সম্পর্কে দু’টি মত প্রচলিত আছে-

  1. আধ্যাত্মিক গুরু শাহ নিয়ামাত উল্লাহ (রঃ) এর বসবাসের নিমিত্তে শাহ সুজা খ্রিঃ ১৬৫৫ সালে এটি নির্মাণ করেন। 
  2. শাহ সুজা অবকাশ যাপন, এলাকা পরিদর্শন এবং তাঁর আধ্যাত্মিক গুরু শাহ নিয়ামত উল্লাহ (রঃ) এর সাথে সাক্ষাতের জন্য এসে এখানে অবস্থান ও রাত্রিযাপন করতেন।

বর্তমানে এই ইমারতগুলো প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক সংরক্ষিত পুরাকীর্তি।

 

 

 
কিভাবে যাওয়া যায়:
চাঁপাইনবাবগঞ্জ সদর থেকে প্রায় ৩৫ কি.মি.। বাস অথবা সিএনজি-তে যাওয়া যায়। প্রায় ৪৫ মি. থেকে ১ ঘন্টা সময় লাগে। এ জেলার সেরা দর্শনীয় স্থান ছোট সোনা মসজিদ এর খুব কাছেই এর অবস্থান।

 

ধৈর্য ধরে পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ।

I ❤️ Bangladesh | Meet-Ups | Achievements | Instagram | My Website
Chapai Nawabganj, Bangladesh
4 comments
Connect Moderator

Re: ঐতিহ্যের নিদর্শন চাঁপাইনবাবগঞ্জের তাহখানা ও মাজার

@ShahMdSultan অসাধারণ,  অনেক বিস্তারিতভাবে তথ্য আছে এখানে।  ভিডিওটি আরো সুন্দর হয়েছেন। 

বাংলাদেশকে তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ।

হ্যাপী গাইডিং! 

Level 7

Re: ঐতিহ্যের নিদর্শন চাঁপাইনবাবগঞ্জের তাহখানা ও মাজার

আমি এই সফরটা মিস করেছি, পরীক্ষার জন্য যেতে পারি নি। আপনার পোস্টটি পড়ে ও ভিডিওটি দেখে আমি সুন্দর উপভোগ করলাম এবং জ্ঞ্ন আহরণ করলাম। ধন্যবাদ @ShahMdSultan  ভাই সুন্দর এই পোস্টটি করার জন্য

Level 7

Re: ঐতিহ্যের নিদর্শন চাঁপাইনবাবগঞ্জের তাহখানা ও মাজার

অসাধারণ! বাংলাদেশকে সুন্দরভাবে তুলে ধরার জন্য ধন্যবাদ ভাইয়া! 🥰

Level 7

Re: ঐতিহ্যের নিদর্শন চাঁপাইনবাবগঞ্জের তাহখানা ও মাজার

খুব সুন্দর লিখেছেন @ShahMdSultan  ভাই।

সময় করে যাবো কোন এক সময় ❤️ ❤️ ❤️ 

Md Azijul Hakim, Greetings from Sherpur-Bangladesh.

Instagram || Twitter || Facebook || YouTube || Likedin  || Pinterest  || Website
You can check out my recent post  & other's