ফুলের রাজ্যে /WELCOME IN Flower Realm

বাংলাদেশের যশোহর জেলার গদখালীতে বানিজ্যিক ভাবে ফুলের চাষ করা হয়"

ক্যাপশনঃ আপনি যতই হতাশাগ্রস্ত থাকুন অথবা দুশ্চিন্তায় থাকুন এরকম রাজ্যে তে হারিয়ে গেলে আমি শিউড় আপনার সকল হতাশা ও হারিয়ে যাবে।

এক প্রতিবেদনে বলা হয় দেশের প্রায় ৭০% ফুলের চাষ হয় এই গদখালী তে গোলাপ, গাদা,রজনী গন্ধা,অর্কিড, জিপসি সহ বিভিন্ন ফুলের চাষ হয়ে থাকে এই গদখালিতে। এবং সেই ফুলেরই ব্যাবহার হয় বিভিন্ন বিয়ে/পার্টি সামাজিক অনুষ্ঠানে। ছবি র পাশাপাশি আশেপাশে র পরিবেশ প্রকৃতিও আপনাকেও মুগ্ধ করবে আশা রাখি।

শুধু ফুল বাগানই নয় শীতের মৌসুমে ঘুরে বেড়াতে পারেন যশোহর গদখালি র আশেপাশে এলাকায় গ্রামীন ঐতিহ্য আর প্রকৃতির এক দারুন মিলনমেলা। খেতে পারবেন খাটি খেজুরের রস এবং মিঠাই।

ঢাকা থেকে যশোহর হয়ে খুব সহজেই বাস অথবা ট্রেনে খুব সহজেই গদখালি তে যেতে পারবেন। তবে মনে রাখবেন স্থানীয় জনগোষ্ঠী যেন আপনার কোন আচরণে বিরক্ত না হয় অবশ্যই তাদের সম্মান করবেন।

ক্যাপশনঃ প্রকৃতি এবং নিজের উভয় ছবি তুলতে খুব ভালোবাসি একেকটা ছবিতে নিজেকে একেকভাবে দেখতে খুব ভালোলাগে।

Red Rose/লাল গোলাপ যদিও এটা বাংলাদেশের জাতীয় ফুল নয় তবে জাতীয় ভাবে এর ব্যাবহার হয়ে থাকে প্রচুর প্রেমের প্রস্তাব থেকে শুরু করে বিয়ের আসর পর্যন্ত এর ব্যাবহার হয়ে থাকে।

মৌমাছির মধু আহোরন এ এক অপুর্ব দৃশ্য।

মাঝে মাঝে ভাবি আমার এরকম একটা রাজ্যে থাকতো বাকি জীবনটা অনায়েসে কাটিয়ে দিতাম।

ছবিতে আমার বন্ধু রিমন বলা যায় সব সময়ের ট্যুর পার্টনার সে তার চিরচায়িত ভঙ্গিতে ছবি তোলার পোজ দিয়েছে।

গাদা ফুলের চাষ একসময় বাংলাদেশের গ্রাম বাংলার বিয়ে/সুন্নতে খাৎনা সহ বিভিন্ন অনুষ্ঠানে খুব ব্যাবহার হতো এখন আর তেমন হয় নাহ।

এবং আমি… প্রতিটা ছবি নিজের তোলা এবং নিজের অভিজ্ঞতা থেকে কিছু বর্ননা দেয়ার চেষ্টা করেছি মাত্র। আশা করি প্রিয় লোকাল গাইড বন্ধুগন কিছুটা হলেও ছবিতে আমার প্রিয় বাংলাদেশ :bangladesh: কে উপলব্দি/ অনুভব করতে পারবে।

64 Likes

Beautiful garden with different kinds of flowers, thanks for sharing them here @MohammadPalash

8 Likes

Dear @Sophia_Cambodia it’s my pleasure

5 Likes

@MohammadPalash

অনেক বছর আগে গিয়েছিলাম যশোরে। দূর থেকে গাঁদা ফুলের খেতে দেখে ভেবেছিলাম সরিষা খেত! :grinning: এরপর কাছাকাছি গিয়ে যখন বুঝতে পারলাম ওটা আসলে গাঁদা ফুলের ক্ষেত তখন খুব হাসি পেয়েছিল।

ধন্যবাদ সুন্দর এই পোষ্টের মাধ্যমে আমার পুরনো স্মৃতি মনে করিয়ে দেওয়ার জন্য।

5 Likes

বাহ শুনে ভালো লাগলো ভাইয়া @Designer_Biswajit

4 Likes

Hello @MohammadPalash thanks for Sharing this post with us. As @Sophia_Cambodia already said that this is such a beautiful garden, I’m agree with that. Will you please tell us the name of these flowers?

4 Likes

This is such an amazing place @MohammadPalash vai. I wanna go there.

Thank you for this beautiful post.

@Mukul_Anand @MohammadPalash vai Mentioned flowers name in to post.

8 Likes

@MohammadPalash

আসলেই মনোমুগ্ধকর একটা জায়গা,ধন্যবাদ ভার্চুয়াল ভাবে ফুলের রাজ্য দেখানোর জন্য।

5 Likes

Thank you…flower name is gladiolus @Mukul_Anand

4 Likes

ধন্যবাদ ভাইয়া @Mdsakilmridha40

2 Likes

Thank you @NasimJ and stay with us bro

1 Like

খুব সুন্দর ফটোগ্রাফি এবং তথ্য উপস্থাপন করেছে।

অসম্ভব সুন্দর একটি জায়গা। আমি নিজেও গিয়েছিলাম এক শীতকালে।প্রকৃতির সোন্দর্য যে কত সৌন্দর্যময় তা এখানে গেলে উপলব্ধি করা য়ায়।

2 Likes

সুন্দর লেখা ও ছবির জন্য এবং আপনার লেখার মাধ্যমে সুন্দর প্রাকৃতিক আবহ তুলে ধরার জন্য ধন্যবাদ

2 Likes

ফুলে ফুলে প্রিয় বাংলাদেশ দেখতে ভালই লাগছে।

2 Likes

জ্বি ভাই @rezakawser @ পুরো এলাকা ফুল আর ফুল যেদিকে তাকাই শুধু ফুল :heart:

2 Likes

যথার্থই বলেছেন ভাই ধন্যবাদ @Riponmoral123

1 Like

পাশে থাকার জন্য ধন্যবাদ প্রিয় @Anonymous_b94cf02d9eeadbc2e4ca1e27a5054b05 ভাই

1 Like

সুন্দর করে লেখা, ছবিগুলো দারুণ।

ইনশাআল্লাহ, ফুলবাগানে বেড়াতে যাবো।

ধন্যবাদ @MohammadPalash ভাই।

2 Likes

ইন শা আল্লাহ ভাই @durbar কোন তথ্য লাগলে জানাবেন আশা করি।

2 Likes

ছবিগুলো দারুণ @MohammadPalash ভাই :heart:

2 Likes