বাংলাদেশ লোকাল গাইড আয়োজিত ২০০তম মিট আপে আমরা প্রায় ৪০-৪৫ জন লোকাল গাইড সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নে অবস্থিত বর্ষা রির্সোটে উপস্থিত হই। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ২য় দিন আমরা সকাল ৮.৩০ এর মধ্যে সকালের নাস্তা করে সবাই লঞ্চে করে কলাগাছিয়া ইকো-ট্যুরিজম
কেন্দ্রর উদ্দেশ্যে রওনা হলাম।
লঞ্চের ২য়তলায় আমরা ৪০জন লোকাল গাইড সুন্দরবনের অপরুপ সুন্দর্য উপভোগ করতে করতে প্রায় ১ঘন্টা ৩০মিনিট পর আমাদের নিধারিত গন্তব্য কলাগাছিয়া ইকো- ট্যুরিজম কেন্দ্রে পৌছিয়ে গেলাম।
ক্যাপশনঃ কলাগাছিয়া ইকো -ট্যুরিজম কেন্দ্রের সাইনবোর্ড
লঞ্চঘাট থেকে নেমেই দেখতে পেলাম অনেক বানর আসে পাশে ঘুরাঘুরি করছে এবং গাছে বশে আসে।
ক্যাপশনঃ গাছে এবং মাটিতে বানর
ফরেস্ট অফিসার কে আগে থেকে নেওয়া অনুমতি পত্র দেখিয়ে আমরা ভিতরে হাটা শুরু করলাম। একটু হাটতেই দেখতে পেলাম কলাগাছিয়া ইকো টুরিজম সেন্টারের একটি মানচিত্র দেখানে কি কি রয়েছে কোথায় তা দেখানো হয়েছে।
ক্যাপশনঃ মানচিত্র
প্রায় ১কিলোমিটারের এই ট্রেলে রয়েছে সুন্দরবনের অপরুপ সুন্দর্য। ম্যানগ্রোব এই সুন্দরবনে রয়েছে নানা ধরনের গাছ এবং গাছের সাস-মূল। হাজার হাজার পাখির ডাকাডাকি, হরিনের পায়ের চিহ্ন, ২পাশে গাছে গেরা মাঝখানে ট্রেল ধরে আমরা হাটছি এবং অপরুপ সুন্দর্য দেখতে পাচ্চি।
ক্যাপশনঃ হাটার পথ
প্রতিটি গাছের উপরে নাম লিখা রয়েছে। আমরা যখন যায় তখন ভাটা চলতেছিল তাই গাছের শ্বাস-মুল
গুলো দেখা যাচ্চিলো।
ক্যাপশনঃ শ্বাস- মুল
হাটতে হাটতে আমরা দেখতে পেলাম একটা ওয়াচ টাওয়ার, প্রায় ৪তলা পযন্ত উচু ওয়াচ টাওয়ারে উঠলে পুরো কলাগাছিয়া ইকো টুরিজম কেন্দ্র দেখা যায় এবং এক পাশে দেখতে পেলাম কুমিরের পুকুর, যেখানে ৪টি কুমিরও ছিল।
ক্যাপশনঃ ওয়াচ টাওয়ার থেকে কিছু ছবি।
ওয়াচ-টাওয়ার থেকে নেমে আর একটু হাটতেই দেখতে পেলাম ৩টি হরিণ পর্যটকের দেওয়া বিস্কুট, চিপস খাচ্চে। মুলত এই ৩টি হরিণ পালিত। তারা পর্যটকের দেওয়া বিস্কুট, চিপস মুড়ি সব খায় এবং মানুষের কাছে চলে আসে।
ক্যাপশনঃ আমি হরিণকে চিপস খাওয়াচ্চি।
প্রায় ঘন্টা আমরা সবাই এই ইকো টুরিজম কেন্দ্রে ছিলাম। এখানে ওয়াশরুমের ব্যবস্তা রয়েছে। এছাড়া ২-১টা দোকান রয়েছে হাল্কা পাতলা পানি, বিস্কুট ইত্যাদি কেনা যায়।
ক্যাপশনঃ আমি সুন্দরবন কলাগাছিয়ার একটি স্ট্যাটুর সাথে।
১ঘন্টা ঘুরে সুন্দরবনের কিছু অপরুপ সুন্দর্য উপভোগ করে আমরা আবার লঞ্চে করে আমাদের রির্সোটের উদ্দেশ্যে রওয়ানা দিলাম।
#bdlg200 #200thmeetup #localguidesbd #BDLG #bdlgmegameetup #localguidesconnect #meetup