হাম্মাদিয়ার মসজিদ || কুমিরা , সীতাকুণ্ড

হাম্মাদিয়ার মসজিদ

সুলতানী আমলে নির্মিত বাংলাদেশের চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার কুমিরায় অবস্থিত একটি প্রাচীন মসজিদ।এটাকে চট্টগ্রাম জেলার এখনও বর্তমান মসজিদগুলোর মাঝে দ্বিতীয় প্রাচীন মসজিদ হিসেবে চিহ্নিত করা হয়।

নির্মাণকাল ১৫৩৩ - ১৫৩৮ খৃস্টাব্দের মাঝামাঝি কোন সময়।

7 Likes

খুব ই মনোমুগ্ধকর
Keep contributing রেখা আপু :heart:

@TsRekha ঐতিহাসিক স্থানের সুন্দর উপস্থাপনা।