‘আহসান মঞ্জিল’ এলাকাটি পূর্বে ইসলামপুরের কুমারটুলী নামে পরিচিত ছিল। এই ভবনের দক্ষিণ দিকে বুড়িগঙ্গা নদীর অপরূপ প্রাকৃতিক দৃশ্য প্রসাদের এক মনোরম পরিবেশে বিস্তৃত ।
সেই আমলে আহসান মঞ্জিল এর ন্যায় এতো সৌন্দর্য ভবন ঢাকায় ছিলো না ।
দ্বিতল বিশিষ্ট হওয়ায় অনেক দূর থেকে এই ভবনটি সবার দৃষ্টি আকর্ষণ করতো তখনকার আমলে। ‘নওয়াব আবদুল গনি’ ১৮৫৯ সালে পূর্ণ নির্মাণ করে তার পুত্র ‘খাজা আহসানুল্লাহ-র’ নামানুসারে এর নামকরণ করেন ‘আহসান মঞ্জিল’। আহসান মঞ্জিল কয়েকবার সংস্কার করা হয়েছে। এটি পূর্বে ছিল ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ ও জমিদারীর সদর কাচারি। বর্তমানে এটি জাদুঘর হিসাবে ব্যবহৃত হচ্ছে।
আহসান মঞ্জিল কিভাবে যাব?
ঢাকার সদরঘাটগামী যে কোন বাসে উঠে জগন্নাথ ইউনিভার্সিটির কাছে ভিক্টোরিয়া পার্কের সামনে নেমে পায়ে হেঁটে কিংবা ৩০ টাকা রিকশা ভাড়ায় আহসান মঞ্জিল যেতে পারবেন অথবা ঢাকার যে কোন জায়গা থেকে গুলিস্তান পর্যন্ত এসে রিকশা অথবা সিএনজি নিয়ে সদরঘাট হয়ে আহসান মঞ্জিল দেখতে যেতে পারেন অথবা গুলিস্তানের নর্থ সাউথ রোড ধরে নয়াবাজার মোড় হয়ে বাবুবাজার ব্রিজের আগে নেমে রিক্সায় আহসান মঞ্জিল যাওয়া যাবে। এছাড়া ঢাকার যে কোন জায়গা থেকে সিএনজিতে করে সরাসরি চলে আসতে পারবেন আহসান মঞ্জিল।
আহসান মঞ্জিল প্রবেশ টিকেট মূল্য ৪০ টাকা।
আহসান মঞ্জিল সময়সূচীঃ
আহসান মঞ্জিল খোলা থাকে শনিবার থেকে বুধবার সকাল ১০:৩০ থেকে বিকেল ০৪:০০ পর্যন্ত। আর প্রতি শুক্রবার বিকেল ০৩:০০ থেকে রাত ০৬:৩০ টা পর্যন্ত।
আশেপাশে দর্শনীয় স্থানঃ
লালবাগ কেল্লা, তারা মসজিদ, ভিক্টোরিয়া পার্ক ও সদরঘাট লঞ্চঘাট। আর খাবারের জন্যে পুরান ঢাকার বিখ্যাত খাবার হোটেল গুলোতো আছেই।
Location: Ahsan Manzil Museum





