কসবা মসজিদ, গৌরনদী, বরিশাল।

কসবা মসজিদ বরিশাল জেলার গৌরনদী উপজেলার কসবা গ্রামে অবস্থিত। বরিশালের প্রাচীন মসজিদগুলোর মধ্যে আয়তনে সবচেয়ে বড় এই মসজিদটি স্থানীয়ভাবে “আল্লাহর মসজিদ” নামে পরিচিত।

মসজিদটি বাগেরহাট জেলার নয় গম্বুজ মসজিদ ও খুলনা জেলার মসজিদকুড় মসজিদের অনুরূপ। বর্গাকারে মসজিদ টির দৈর্ঘ্য ও প্রস্থ ১১.৬৮ মিটার এবং দেয়ালগুলো ২.১৮ মিটার চওড়া। মসজিদের চার কোণায় চারটি গোলাকার টারেট রয়েছে যা মসজিদের ছাদ পর্যন্ত প্রলম্বিত।মসজিদের উত্তর, দক্ষিণ ও পূর্ব দিকে তিনটি খিলানযুক্ত প্রবেশ পথ রয়েছে। পশ্চিম দিকে রয়েছে তিনটি মেহরাব কুলুঙ্গি।

মসজিদের স্থাপত্যশৈলী ও নির্মাণ কৌশল দেখে অনুমান করা যায় যে, মসজিদটি পঞ্চাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে খান জাহান আলী (রঃ) এর সময়ে নির্মিত। নয় গম্বুজ বিশিষ্ট এই মসজিদে কোনো শিলালিপি পাওয়া যায় নি। তবে জনশ্রুতি আছে, সম্রাট জাহাঙ্গীর এর আমলে এই জঙ্গলকে চাষাবাদের উপযোগী করার জন্য এক দল লোক জঙ্গল কেটে পরিষ্কার করার সময় এ মসজিদটির সন্ধান পান। মসজিদের কোনো প্রতিষ্ঠাতা বা নির্মাণকারীর সন্ধান না পেয়ে তখন ওই এলাকার মুসলমানরা এর নাম রাখেন ‘আল্লাহর মসজিদ’।

অসাধারণ অনুভূতি দিবে এখানে আপনার পুরো সময়টুকু। একটি গভীর নলকূপ রয়েছে এখানে। যেখানে ঠাণ্ডা পানি প্রাণ ছুঁয়ে যাবে। এখানে স্থাপত্যশৈলীর বেশকিছু অসাধারণ নমুনা পাওয়া যায়।




গুগল ম্যাপে মসজিদের লোকেশন:

17 Likes

বন্ধুদের সাথে কয়েকবার প্লান করেও ওখানে যাওয়া হয়নি :pensive_face:
আপনাকে অসংখ্য ধন্যবাদ মসজিদের ইতিহাস ও চমৎকার কিছু ফটো আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

1 Like

@ahmadnayemkhan ভাইকে ধন্যবাদ ঐতিহাসিক স্থাপনার সংগে পরিচয় করানোর জন্য

1 Like

@KamalHossenR ভাই কৃতজ্ঞতা :heart:

@RazzuilbakyRozzub কৃতজ্ঞতা ভাইজান। আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে পেরে খুশি হলাম। :heart: