পহেলা বৈশাখের দিন টা সিরাজগঞ্জে বেড়াতে যাই। সিরাজগঞ্জ জেলার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে বেড়ায় কিন্তু প্রতিটি দর্শনীয় স্থানে যমুনা নদীর বেরিবাদ এলাকা গিয়েই স্থানসমূহ।
সিরাজগঞ্জে দিন টি উপভোগ করার মতো ছিলো, পহেলা বৈশাখ জন্য তা বেড়ে আনন্দ টা হাজার গুণ বাড়িয়ে দিয়েছে।
আমরা ৮ জন গাজীপুর জেলার রাজেন্দ্রপুর
চৌরাস্তা হতে যাত্র শুরু করি ৬:২০ মিনিট এবং সিরাজগঞ্জ শহরে গিয়ে নামি ৯:১০ মিনিট।
সিরাজগঞ্জে নেমেই সকালে নাস্তা করি এবং আমাদের গন্তব্যে যাওয়া জন্য গাড়ি করে রওনা দেই।
আমাদের প্রথম স্থান কাজিপুর মেঘাই নৌকা ঘাট।
মেঘাই ঘাট (কাজিপুর সিরাজগঞ্জ)
মেঘাই ঘাট থেকে নৌকা ভাড়া করে যমুনা নদীর ঐপাড়ে যাই এবং চরে কিছু সময় কাটায় পরে নদীতে সাতার কাটা ও খেলাধুলা করি।
যমুনা নদীর চরে
যমুনা নদী
আমরা নদীতে গোসল করে হরিণা পিপুলবাড়ীয়া বাজারে দুপুরের খাবার খাই।
পিপুলবাড়ীয়ার বাজারে সেরা গরুর কালো ভুনা দিয়ে সাথে দই তো আছেই।
দুপুরের খাবার শেষ করে আবারও যাত্রা শুরু সিরাজগঞ্জ ত্রুসবাদ -০১
ত্রুসবাদ ১ জায়গায় দেখতে অনেক সুন্দর কিন্তু তা বর্ষা মৌসুমে, আমরা যেয়ে নদীতে চর জেগেছে।
ত্রুসবাদ ০১
আমরা এর পরে আরও বিভিন্ন জায়গায় যাই
যেমনঃ হার্ট পয়েন্ট, রাসেল পার্ক,চায়না বাদ।
সব মিলিয়ে দিনটা আনন্দের সাথে শেষ করি।
রাসেল পার্ক থেকে চায়না বাদ যাওয়া সময়