গুগল লোকাল গাইড এর ১০ বছর এবং গুগল ম্যাপসের ২০ বছর পূর্তির অনুষ্ঠানে গর্বিত অংশীদার হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত, তার সাথে অনেক আনন্দিত দীর্ঘদিনের লোকাল গাইটিং পথ চলা পথিকৃৎদের সাথে দেখা করতে পারায়। আশা করছি বাংলাদেশ লোকাল গাইড নতুন নতুন তরুণ লোকাল গাইডদের হাত ধরে এগিয়ে যাবে আরো সুদীর্ঘ পথ।
12 Likes