"টম টম গাড়ি " বাংলাদেশর গ্রামীণ মেলার এক অন্যতম অনুসঙ্গ। গ্রামীণ লোক সংস্কৃতির অংশ এই টম টম খেলনা গাড়ি। বাশ, পোড়া মাটির বাটি দিয়ে তৈরি হয় এই গাড়ি। যাহা এই সময়ের দামী খেলনাকেও হার মানায়। এই গাড়ি চলার সময় টম টম করে এক মোহনিয় শব্দ তৈরি করে। বিভিন্ন ধরনের এমন ঐতিহ্যবাহী কিছু খেলনা রয়েছে।আপনার দেশে কি রয়েছে সেটি জানাতে কমেন্টে,অবশ্যই সেটা জানাতে ভুলবেন না
@Javedhossain7 ধন্যবাদ আপনাকে বাংলাদেশের একটি অতি প্রাচীন খেলনার ছবি শেয়ার করার জন্য, প্লাস্টিকের খেলনার দখল এখনো এটা দেখাই যায় না।
২০১৬ সালে যখন লোকাল গাইড টিমকে বাংলাদেশের তরফ থেকে উপহার পাঠিয়েছিলাম ,তখন বাংলাদেশের সংস্কৃতির পরিচিতি হিসেবে একতারা এবং টমটমের গাড়ি দিয়েছিলাম লোকাল গাইড টিমকে।
ছবিতে বাংলাদেশের পতাকা হাতে দাঁড়িয়ে আছে লোকাল গাইডের প্রাক্তন তিনজন কমিটি ম্যানেজার কোরি ডেভিডসন, ট্রেসি চ্যাপিলো, ক্রিস্টিনা
আমাদের গ্রামীণ ঐতিহ্য এর অংশ এই টম টম গাড়ি। আমাদের উচিত এটাকে সামনে নিয়ে আসা। ধন্যবাদ ভাই
@Javedhossain7 ভাই ছোট বেলার কথা মনে করে দেয়ার জন্য ধন্যবাদ
এমন কন বাংলাদেশী খুজে পাওয়া যাবে না যার বয়স ২০ বছর আর এই খেলনা চিনে না।
পুরানোর দিনের কথা মনে পরে গেলো @Javedhossain7
@Javedhossain7 thanks for sharing this information…
@Javedhossain7 ছোটবেলার কথা মনে পড়ে গেলো
ধন্যবাদ শৈশবের স্মৃতি মনে করানোর জন্য
শেষ কত সালে দেখেছি ঐ টা মনে নাই।
অসাধারণ মুহূর্ত ছিলো, যা আজ শুধুই অতীত। ধন্যবাদ পুরনো অতীত মনে করিয়ে দেওয়া জন্য।