জামালপুর সদর থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরে ঝাউগড়া ইউনিয়নে অবস্থিত রৌমারী বিল।
বর্ষাকালে কানায় কানায় পূর্ণ থাকে বিলটি, ওই সময় বিলটিকে বিশাল প্রশস্ত নদী বলে ভুল করেন অনেকে। মোটরসাইকেলে করে বিলের দুই পাড়ের সৌন্দর্য উপভোগ করা বেশ রোমাঞ্চকর হয় তখন।
বর্ষা শেষ হওয়ার পর ধীরে ধীরে কমতে থাকে বিলের পানি, শুকিয়ে যায় এক সময়।
শীতকালে বিলের সৌন্দর্য কেমন হয় সেটাই বুঝতে ঘুরে এলাম রৌমারী বিল থেকে।
বর্ষাকালে বিশাল জলরাশি পরিণত হয়েছে আবাদী জমিতে। সেখানে শীতকালীন সবজির চাষ হয় যার মধ্যে সরিষা উল্লেখযোগ্য।
বর্তমানে বিলের বিস্তর দিগন্তজুড়ে শোভা পাচ্ছে হলুদের বিশাল সমারোহ। দূর থেকে দেখলে মনে হয় প্রকৃতি হলুদ গালিচা পেতে রেখেছে।
সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ সবাই! দুর দুরান্ত থেকে মানুষ বন্ধুবান্ধব ও পরিবার নিয়ে ঘুরতে আসছে। গাঢ় হলুদ বর্ণের সরিষা ফুলে মৌমাছিরা গুনগুনিয়ে মধু আহরণ করছে। হলুদে হলুদে সজ্জিত সরিষার প্রতিটি ফুলে দুলছে কৃষকের রঙিন স্বপ্ন।
সরিষা ক্ষেত ভ্রমণের সবচেয়ে ভালো সময় হলো খুব সকাল কিংবা বিকেল। আমরা বিকেলে গিয়ে সন্ধ্যা অবধি ছিলাম, উপভোগ করেছি সূর্যাস্ত।
সত্যিই অনেক ভালো সময় কেটেছে সেখানে।
আসার উপায় : ঢাকা থেকে তিস্তা/জামালপুর/যমুনা/অগ্নিবীনা/ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন কিংবা রাজিব পরিবহণে প্রথমে জামালপুর শহরে আসতে হবে। সেখান থেকে সিএনজি বা অটোরিকশায় করে হাজীপুর বাজার। তারপর অটোরিকশা বা ভ্যানগাড়িতে করে সহজেই রৌমারী বিলে আসা যায়।
Map Location: https://maps.app.goo.gl/d9jD5uYAhKstbSXo8
Review Link: https://maps.app.goo.gl/BB1b9QD4JxXWR4kj8