২০১৭ সালের নভেম্বর মাস থেকে ম্যাপে কন্ট্রিবিউট করা শুরু করি।
প্রথম দিকে দু-একটা ছবি আপলোড করতাম।
তার কিছুদিন বাদেই জায়গা সংযুক্ত করা শিখে যাই।
তখনকার কমদামি মোবাইলে, কাঁচা হাতে এই জায়গাটিই প্রথম সংযুক্ত করি।
জায়গাটি আমাদের এলাকায় বেশ জনপ্রিয় ছিল।
সংযুক্ত করার ১০ সেকেন্ডের মধ্যেই গুগল থেকে পাবলিশড এর মেইল চলে এসেছিল।
খুবই ভালো লাগা কাজ করেছিল সেদিন।
আস্তে আস্তে কেটে গেছে সাতটি বছর।
সেই জায়গার ১ লক্ষ ভিউয়ের মেইলটা সেই পুরনো দিনের ভালো লাগাটাকেই ফিরিয়ে এনেছে।