পবিত্র নগরি সৌদি আরবের অন্যতমত একটি শহরের নাম “তায়েফ”। যেখানে বছর জুড়ে শীতল আবাহওয়া বিরাজ করে। যেখানে সৌদি আরবের অন্যান্য অঞ্চলের আবহাওয়া ভিন্ন। তায়েফ শহরকে গোলাপের নগরী হিসেবে পরিচিত।
তায়েফ শহরে প্রাকৃতিক আবহাওয়া খুবই সুন্দর ও মনোরম এবং কৃষি কাজের জন্য উপযুক্ত। যেটি ভূপৃষ্ট থেকে প্রায় ১৮০০ মিটার উপরে অবস্থিত।
প্রাকৃতিক চাষাবাদের জন্য উপযুক্ত ভূমি। যেখানে আঙ্গুন, ডুমুর, নাসপতি, পেয়ারা, জাম্বুরা, ডালিম, খেজুর, কলা, ষ্ট্রবেরি, গোলাপ সহ নানান জাতের ফুল।
তায়েফে প্রাকৃতিক ও চাষের মাধ্যেমে মধু উৎপাদন হয়।
স্থানীয়ভাবে উৎপাদিত ফলের ফ্রেস জুস।
তায়েফ শহরে উৎপাদিত ফল সমূহ প্রতি কেজি ১০-১০০ রিয়াল হয়ে থাকে। খেজুরের দাম ৪০-৫০০ রিয়াল হয়ে থাকে।
মক্কা শহর থেকে তায়েফ শহরে যাতায়তের জন্য বিভিন্ন বাস ও কার আছে।
তায়েফ শহরে রাত্রি যাপন করার জন্য রয়েছে নানান ধরনের হোটেল যেগুলো মানের উপর দামও নির্ভর করে। একরাত ১০০ থেকে ১০০০ রিয়াল হয়ে থাকে।