রাজশাহীর হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজ: জ্ঞানের আলোয় আলোকিত এক যাত্রা

রাজশাহী শহরের বুকে, বড়বনগ্রাম এলাকায় অবস্থিত হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজ। ২০২২ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি অল্প সময়েই শিক্ষার জগতে নিজস্ব পরিচয় তৈরি করেছে।

স্কুলের পরিবেশ:

বিশাল মাঠ, সুন্দর ভবন, আধুনিক সরঞ্জাম, এবং প্রশান্ত পরিবেশ - এসব মিলিয়ে হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের জন্য একটি আদর্শ শিক্ষাঙ্গন।

শিক্ষা ব্যবস্থা:

এই স্কুলে নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষাদান করা হয়। অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক-শিক্ষিকাদের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা পায় মানসম্পন্ন শিক্ষা। পাঠ্যক্রমের পাশাপাশি সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমেও শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য উৎসাহিত করা হয়। প্রতিষ্ঠানটির তাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থা রয়েছে।

বিশেষ দিক:

  • নৈতিক শিক্ষা: হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজ শুধুমাত্র জ্ঞানদানেই সীমাবদ্ধ নয়, এখানে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষাও দেওয়া হয়।
  • মানবিক মূল্যবোধ: সহনশীলতা, সহমর্মিতা, এবং মানবিক মূল্যবোধের প্রতি শিক্ষার্থীদের মনে শ্রদ্ধাবোধ জাগ্রত করা হয়।
  • ধর্মীয় শিক্ষা: সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীলতা ও সম্প্রীতি বজায় রাখার শিক্ষা দেওয়া হয়।

ছাত্র-ছাত্রীদের সাফল্য:

হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হচ্ছে।

শিক্ষক-শিক্ষিকাদের অবদান:

শিক্ষার্থীদের সাফল্যের পেছনে শিক্ষক-শিক্ষিকাদের অবদান অনস্বীকার্য। তাদের নিরলস পরিশ্রম ও আন্তরিকতার ফলে শিক্ষার্থীরা জ্ঞানের আলোয় আলোকিত হচ্ছে।

ভবিষ্যৎ পরিকল্পনা:

হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজ ভবিষ্যতে আরও উন্নত ও সমৃদ্ধ হয়ে উঠবে বলে আশা করা যায়।

লোকেশন : Holy Cross School & College, Rajshahi
01610-677974
https://maps.app.goo.gl/qw5bpJYAobT8Dwo78

20 Likes

@AtikHasan41

Ein guter Bericht über diese Schule mit schönen Bildern

3 Likes

Coincidentally there is also a school with the same name in Aurangabad where I was born and grew up.

https://maps.app.goo.gl/WADo7E58Ec6L8Utf8

I did not go there, but the Holy Cross School in Aurangabad was the most reputed and of very high academic standards.

Is the Palm tree in your photo planted there or was it always there?

3 Likes

@TusharSuradkar I don’t know exactly though. But I think it was already there. Thanks for your kind comment.

2 Likes

@Annaelisa @Thank you for your kind comments

2 Likes

ম্যাপের লোকেশন শহ পোস্ট করলে ভালো হতো।

1 Like