কাউ ফল। বাংলাদেশের বিলুপ্তপ্রায় জনপ্রিয় ফল।

কাউ এক ধরনের টক স্বাদের ফল।
একেক জেলায় এগুলো একেক নামে পরিচিত যেমন
কাউ,কেও,কাগলিচু ইত্যাদি নানে ডাকা হয়।
আমাদের এলাকায় কাউ নামেই পরিচিত।

চিত্র: থালিতে অর্ধেক খোসা ছাড়ানো কাউ।

চিত্র: পাকা কাউ ফল।

মাঝারি আকৃতির চিরসবুজ এ গাছ কিছুটা কালো বর্ণের হয়। নিচের দিকে ডালপালা কম থাকলেও উপরটা ঝুপড়িতে ঘেরা।

চিত্র: কাউ গাছ।

চিত্র: কাউ গাছের পাতা।

গাছে ফুল ধরে ডিসেম্বর-জানুয়ারি মাসে। আর ফল পাকে জুন-জুলাই মাসে। ফল গোলাকার। কাঁচা অবস্থায় ফলের রং সবুজ হয়ে থাকে এবং পরিপক্ব হলে হলুদ/কমলা রং ধারণ করে।

ফলের ভিতরে চার-পাঁচটি দানা থাকে। ফল পাকার পর এই দানা চুষে খেতে হয়। বীজযুক্ত এসব দানা রসালো ও মুখরোচক।

চিত্র: কাউয়ের বিচি।

পরিপক্ব কাউফল শুকনা মরিচ লবন দিয়ে মেখে খেতে অসাধারণ স্বাদ লাগে এ স্বাদ অতুলনীয়।

চিত্র: শুকনা মরিচ লবন দিয়ে কাউ মাখা :yum:

কখনো না খেয়ে থাকলে একবার খেয়ে দেখবেন।

আমাদের গ্রামে আগে অনেক গাছ ছিলো বর্তমানে পুরো গ্রামে মাত্র দুইটি গাছ আছে তাও আমাদের নিজস্ব নয়।

পুষ্টিগুণে ভরা এ ফল সর্দিজ্বর ও ঠাণ্ডা প্রশমনে বিশেষ কার্যকর। এ ছাড়া এটি অরুচি দূর করে।
উপকারী এই ফলের ইংরেজি নাম Cowa আর বৈজ্ঞানিক নাম Garcinia cowa। সারাদেশে অল্পবিস্তর কাউফলের দেখা মেলে।

অনেক গৃহস্থ বাড়ির লোকজন শখ করেও দুই একটি গাছ লাগায়। ফলে উপকূলীয় অঞ্চলে নার্সারীতে কাউফলের চারা উৎপাদনও করা হয়। তবে এর বাণিজ্যিক আবাদ নেই। কাউফলের বেশ চাহিদা রয়েছে বাজারে। পাকা কাউফল কেজি প্রতি ৭০-৮০ টাকা দরে বিক্রি হয়।

আমরা গ্রামে যারা আছি তাদের উচিত এ গাছ রোপন করে বিলুপ্তির হাত থেকে বাচিয়ে রাখা।

#bdlg #BDLG #localguidesconnect

#bangladesh #food

70 Likes

@KhanSayfullah ভাই সুন্দর একটি দেশী ফলের জন্য ধন্যবাদ

4 Likes

বিগত বেশ কয়েক বছর হবে আমি এই কাউ ফল দেখি নাই, তবে অনেক আগে খেয়েছিলাম অনেক টক। @KhanSayfullah ধন্যবাদ পুরনো একটা ফল আমাদের সাথে আবার পরিচিত করে দেওয়ার জন্যে।

4 Likes

আপনাকেও অসংখ্য ধন্যবাদ @Anonymous_b94cf02d9eeadbc2e4ca1e27a5054b05 ভাই :heart:

4 Likes

@KhanSayfullah ভাই ফলটা দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু,আমাদের এলাকাতে এই ফল কখনো দেখেনি,আপনার মাধ্যমে বিলুপ্ত হতে যাওয়া নতুন এক ফল দেখলাম,ধন্যবাদ

4 Likes

আপনাকেও অসংখ্য ধন্যবাদ @MonirHB ভাই।

আমাদের গ্রামে আগে অনেক গাছ ছিলো বর্তমানে পুরো গ্রামে মাত্র একটা গাছ আছে।

4 Likes

ধন্যবাদ @Mdsakilmridha40 ভাই।

4 Likes

আহা, কত মজার একটি ফল

অনেক দূর্লভ একটি ফল। এখন তো হারিয়ে যাচ্ছে। বিশেষ করে, গরম এর সময় এই ফলের পোড়া মরিচ মাখানী অনেক মজা,

ধন্যবাদ

@KhanSayfullah

5 Likes

ছোটবেলায় অনেকবার খেয়েছি। আজ মনে পড়ে গেল। ধন্যবাদ @KhanSayfullah ভাই

4 Likes

কখনো খাওয়ার সৌভাগ্য হয়নি। আমাদের জন্য নিয়ে আসেন ভাই।

4 Likes

@KhanSayfullah আপনার লিখা এই আর্টিকেল পড়েই জিভে জল চলে এসেছে। যদিওবা এই ফলের সাথে আমি পরিচিত নই তবে সুযোগ পেলে অবশ্যই এর স্বাদ আস্বাদন করব।

আর আপনাকে ধন্যবাদ, দেশী বিলুপ্তপ্রায় ফল নিয়ে আমাদেরকে জানানোর জন্য।

4 Likes

কাউ ফল খেতে ভালোই লাগে, কিছুদিন আগে গুলিস্তান এলাকা থেকে কিনে খেয়েছি। ধন্যবাদ @KhanSayfullah

3 Likes

এই প্রথম দেখলাম আর খাওয়া ত দুরের কথা। ধন্যবাদ এমন তথ্য শেয়ার করার জন্য।

3 Likes

Its look delicious fruits @KhanSayfullah . Thanks you for introduce this fruits.

3 Likes

হ্যা ভাই @GaziSalauddinbd

দুই বৎসর পরে এবার পেলাম।

2 Likes

আপনাকেও অসংখ্য ধন্যবাদ @NaptiRasedul ভাই :heart:

2 Likes

ইনশাআল্লাহ @JakariaSultan ভাই।

এই সিজনে যদি আগামীতে কোন মিটআপ হয় তাহলে চেষ্টা করবো।

ধন্যবাদ :heart:

1 Like

আপনাকেও অসংখ্য ধন্যবাদ @KapilDD দাদা। গুলিস্তান, কাওরান বাজার এরিয়ায় সিজনের সময় পাওয়া যায়। সুযোগ পেলে টেষ্ট করে দেখবেন।

1 Like

আপনাকেও অসংখ্য ধন্যবাদ @Papel_Mahammud ভাই :green_heart:

1 Like

ছোট বেলায় অনেক খেয়েছি। তবে দাঁত এ হলুদ আবরন পড়ে দেখে এখন পছন্দ করিনা। আপনার পোষ্ট দেখে খাওয়ার ইচ্ছে জেগেছে আবার। ধন্যবাদ চমৎকার পোষ্টের জন্য।

2 Likes