সুলতানপুর দরগাপাড়া শাহী মসজিদ-এ দুর দুরান্ত থেকে অনেক লোক আসে নামাজ পড়তে।
যারা মটর সাইকেল নিয়ে এখানে আসে, তাদের জন্য রয়েছে মসজিদের নিজস্ব ব্যবস্থাপনায় বিনামূল্যে পার্কিং করার সুবিধা।
এখানে আসার সাথেসাথেই মসজিদের পক্ষ থেকে ভলেন্টিয়ার পেয়ে যাবেন যারা আপনাকে বাইক পার্কিং-এ সাহায্য করবে।
লোকেশনঃ Sultanpur Dorgapara Shahi Masjid
এই মসজিদ নিয়ে @NasimJoy ভাই-এর সুন্দর একটি পোষ্টের লিংক দেয়া হলো। এর থেকে মসজিদ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এছাড়াও এখানে মসজিদ কেন্দ্রক মাদ্রাসাও রয়েছে।