গোপালগঞ্জের পদ্ম বিল - এক দিনে ঘুরে আসার পারফেক্ট স্থান

পদ্মবিল

পদ্মবিল তথা ফুটন্ত পদ্মফুলের বিল বাংলাদেশে কম নয়, তবে গেল কিছুদিন যাবত গোপালগঞ্জ পদ্মবিলের নাম বেশ শোনা যাচ্ছে। চলুন এটা সম্পর্কে জেনে নেই…

পদ্মবিল টি গোপালগঞ্জ শহরের খুব নিকটে গোপালগঞ্জ জেলার কড়পাড়া ইউনিয়নের বলাকইড় নামক গ্রামে অবস্থিত। যাতায়াত ব্যাবস্থা ভালো হওয়ায় মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে। পদ্মাব্রিজের বদৌলতে ঢাকা থেকে মাত্র ২.৫ ঘন্টায় ই চলে যেতে পারবেন গোপালগঞ্জ। পদ্মবিলে যাওয়ার জন্য সকাল বেলা ই পার্ফেক্ট সময়। নৌকাযোগে এখানে ঘুরতে পারবেন। সকাল বেলা ঠান্ডা আবহাওয়া তে ফুটন্ত পদ্ম আর লাল শাপলা আপ্নার মন কে অভিভূত করতে বাধ্য।

যাতায়াত ব্যাবস্থা-
:beginner: ঢাকা থেকে - গুলিস্থান ফুলবাড়িয়ার বাস কাউন্টার/ সায়দাবাদ থেকে গোপালগঞ্জের অনেক বাস আছে যারা সকাল ৫ টা থেকে ট্রিপ শুরু করে। প্রত্যেক ১০ মিনিট অন্তর অন্তর বাস পেয়ে যাবেন। টুংগীপাড়া এক্সপ্রেস, ইমাদ, দোলা, ফাল্গুনি জনপ্রিয় বাস।
ভাড়া - ৳৫০০ জন প্রতি

:beginner: নামতে হবে গোপালগঞ্জ পুলিশলাইন অথবা বেতগ্রাম বাস স্টান্ডে। সেখানে থেকে অটো তে বলাকইড় পদ্মবিল বললে ই হবে।
ভাড়া - ৩০-৪০ টাকা জনপ্রতি

:beginner: রাস্তার পাশে ই নৌকার ঘাট পেয়ে যাবেন। এখানে ২ জিন থেকে ১০/১২ জিনের নৌকা পাবেন। নৌকা সিরিয়াল অনুযায়ী চলে, ক্যাপাসিটি ও নৌকার সাইজ অনুযায়ী ভাড়া - ৪০০-৮০০ টাকা(দামাদামি করতে পারলে ভালো)

:round_pushpin: গুগল ম্যাপ লিংক - পদ্মবিল
https://maps.app.goo.gl/YCHJFWRZ3RaFcHjF7?g_st=ic
আবার সেম ওয়ে তে ব্যাক করতে হবে তবে পদ্মবিল ঘুরতে পুরা দিন লাগবে না তাই গোপালগঞ্জে ই আরো কিছু প্লেস ঘুরে আসতে পারবেন এক ই দিনের মধ্যে।
:red_circle: কি খাবেন - গোপালগঞ্জ শহরের মধ্যে লঞ্চঘাটে অনেক হোটেল পেয়ে যাবেন খাবার মোটামুটি ভালো, এছাড়া হাইওয়ে তে ও কিছু হোটেল রয়েছে।
তবে আসতে বিকাল হলে অবশ্যই গোপালগঞ্জ কোর্টের সামনে অবস্থিত দত্ত মিষ্টান্ন ভান্ডারের রসগোল্লা খেয়ে/নিয়ে আসবেন।
পিস - ৳১০
গোপালগঞ্জে আরো কিছু দর্শনীয় স্থান -
:white_check_mark: উলপুর জমিদার বাড়ি
গুগল ম্যাপ লিংক - https://maps.app.goo.gl/zUoXw6qQU4iQ47c59?g_st=ic
:white_check_mark: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীসৌধ, টুংগীপাড়া
গুগল ম্যাপ লিংক - https://maps.app.goo.gl/4JZL5PbxMZ6QhjvW9?g_st=ic
:white_check_mark: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
গুগল ম্যাপ লিংক - https://maps.app.goo.gl/zEnpMxwUJQDFnbVR6?g_st=ic

বিদ্র:- যেখানে ই যান সেইখানকার পরিবেশ পরিচ্ছন্ন রাখা আর লোকাল মানুষের সাথে ভদ্র আচরন করতে চেষ্টা করবেন। দেশ টা আমাদের তাই পরিচ্ছন ও শান্তিপূর্ণ রাখা আমাদের দায়িত্ব।

17 Likes

ধন্যবাদ, ভ্রমনের জন্য বিস্তারী তথ্য সমৃদ্ধ লেখা ামিওিদ েসংগে শেয়ার করার জন্য

1 Like

@SakiburRahman অনেক সুন্দর একটা জায়গা আপনি তুলে ধরেছেন। দেখেইতো মনে হচ্ছে একবার ঘুরে আসি। ধন্যবাদ, আমাদের সাথে শেয়ার করার জন্য।

1 Like

ধন্যবাদ @SakiburRahman সুন্দর একটি জায়গা সম্পর্কে আমাদের জানানোর জন্য। আমি গোপালগঞ্জ গেলে অবশ্যই এই জায়গা থেকে ঘুরে আসবো।

1 Like

ফুলগুলো অনেক সন্দর @SakiburRahman

2 Likes

সোস্যাল মিডিয়াতে পদ্মাবিলের অনেক ফিচার দেখেছি একদিন যাবো ইন শা আল্লাহ @SakiburRahman

2 Likes

@SakiburRahman নৌকায় কতক্ষণ লাগে?

1 Like

@MohammadPalash চলেন একদিন যাই। ভোর ৫ টায় রওনা হব।

1 Like

নৌকায় ছুটির দিনে ১-১.৫ ঘন্টা ঘুরতে পারবেন। উইক ডে তে ২ ঘন্টা ও ঘুরা যায় কথা বলে

1 Like

@SakiburRahman ধন্যবাদ সময় জানানোর জন্য

1 Like