ঘুরে এলাম বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘর সোনারগাঁও।

Caption :জয়নুল আবেদীন স্মৃতি জাদুঘর।

বাংলা তথা বাংলাদেশ এর ইতিহাস, ঐতিহ্য ও লোক শিল্প নিয়ে এমন একটি জাদুঘর আছে,

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন।

এখানে ১০০০ বছর এর ইতিহাস ও ঐতিহ্যগত জিনিসপত্র সংরক্ষিত আছে। গ্রাম বাংলার ব্যবরিত জিনিসপত্র ও সংরক্ষিত আছে।

Caption : গোপীনাথ সাহার সরদার বাড়ী,

লোকশিল্প জাদুঘর টি এখন মানুষ এর পর্যটক এর স্থান হিসেবে বিবেচিত। এখানে প্রতিদিন হাজার হাজার পর্যটক ঘুরতে আছে। দেশি ও বিদেশি লোকজন, স্কুল কলেজ এর ছাত্র -ছাত্রীরা ঘুরতে আসে।

Caption: বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন এর প্রবেশ পথ।

১৫৭৫ সালে ১২ মার্চ, শিল্পচার্য জয়নুল আবেদীন সোনারগাঁওয়ের পানাম নগরীর একটি পুরনো বাড়িতে, বাংলাদেশ লোক- কারুশিল্প ফাউন্ডেশন (Bangladesh Folk Art and Craft Foundation)

প্রতিষ্ঠা করেন।

পানাম নগরীর ঠাকুর বাড়ী ভবন ও ঈশা খাঁর তোরন, এই দুই স্থাপনাকে একত্রে নিয়ে ১৬ হেক্টর জায়গা জুড়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশন বিস্তৃত। জাদুঘর এর সীমানার মধ্যে আছে**, গোপীনাথ সাহার সরদার বাড়ী, জয়নুল আবেদীন ঐতিহাসিক সংগ্রাম** ভাস্কর্য, জয়নুল আবেদীন ভাস্কর্য, জয়নুল আবেদীন স্মৃতি জাদুঘর,

সবুজে মোড়া সুবিশাল উদ্যান।

**Caption:**জয়নুল আবেদীন ঐতিহাসিক সংগ্রাম ভাস্কর্য।

প্রায় ৪৫০০-৫০০০ হাজার এর অধিক প্রাচীন নিদর্শন স্থান পেয়েছে, জয়নুল আবেদীন স্মৃতি জাদুঘরে। জাদুঘর এর গ্যালারিগুলোতে দেখা মিলবে কাটে খোদাই করা, কারুশিল্প, পট চিত্র, মুখোশ, আদিম জীব ভিত্তিক নিদর্শন, লোকজ বাদ্যযন্ত্র, পোড়া মাটির ফলক, লোহা - তামা- কাসা–পিতলের তৈজসপত্র, লোকজ অলংকার, বৈচিত্রপূর্ন অনেক প্রাচীন নিদর্শন।

হুইলচেয়ার নিয়ে প্রবেশ পথ আছে লোকশিল্প জাদুঘর এর মধ্যে।

Caption : হুইলচেয়ার নিয়ে প্রবেশ পথ, জয়নুল আবেদীন স্মৃতি জাদুঘর।

Caption: জাদুঘর এর ভিতরে ছবি।

Caption: কাঠের তৈরি আসবারপত্র। দরজা, বড় কাঠের বাক্স, বেড়া সহকারে দরজা।

সময়সূচী ও প্রবেশ ফি:

লোকশিল্প জাদুঘর সপ্তাহে দুই দিন বন্ধ থাকে (বৃহস্পতিবার পূর্ণ দিবস ও বুধবার অর্ধদিবস)

এছাড়া সপ্তাহে বাকী ৫ দিন জাদুঘর খোলা থাকে। সকাল ০৯ টা থেকে বিকাল ০৫ টা পর্যন্ত।

বাংলাদেশী দের জন্য প্রবেশ ফি ৫০/ টাকা

বিদেশী দের জন্য প্রবেশ ফি ১০০/ টাকা

ছাত্র - ছাত্রী দের জন্য প্রবেশ ফি ৩০ / টাকা।

কিভাবে যাবো:

দেশের যে কোন স্থান থেকে নারায়নগঞ্জে আসা যায়। বিশেষ করে, নারায়ণগঞ্জ মোগরাপাড়া বাস স্ট্যান্ডে নেমে তারপর পানাম নগর এর জন্য CNG বা অটোরিকশা দিয়ে যাতায়ত করা যায়। আমরা দুই জন হওয়াতে অটোরিকশা নিয়ে যাই ভাড়া ৩০ টাকা। অনেক সময় ৪০/-৫০ / টাকায় ভাড়া হয়।

Caption: দুপুর বেলার খাবার

খাবার হোটেলঃ

লোকশিল্প জাদুঘর ও পানাম নগর এর সামনে অনেক ভালো মানের খারার হোটেল, মিনি চাইনিজ রেস্টুরেন্টে, ফাস্ট ফুট হোটেল আছে। খাবার মূল্য সহনীয় পর্যায়ে আছে।

66 Likes

কবে এসেছেন জানিনা, দেখা হলে ভালো লাগতো।

খুব সুন্দর বিস্তারিত তথ্যবহুল পোস্টের জন্য ধন্যবাদ

5 Likes

গুরুত্বপূর্ণ তথ্য সহ অভিজ্ঞতা শেয়ার করার জন্য ধন্যবাদ @GaziSalauddinbd

4 Likes

I visited this historical place last year. Amazing place, I learned lots of things to visit this place. Thank You @GaziSalauddinbd vai for your nicely describe of this place.

2 Likes

সল্প সময়ের জন্য ঘুরতে গিয়েছিলাম। তাই আপনাদের সাথে যোগাযোগ করতে পারি নাই। আগামীতে পরিবার নিয়ে যাবো। নারায়নগঞ্জে বহু ঐতিহাসিক স্থান আছে।

ধন্যবাদ @Soykot_azam ভাই

2 Likes

আপনাকে ও ধন্যবাদ @MohammadPalash

1 Like

This place is really beautiful. I like to visit historical places. Let me know if there are any historical places in your area.

Thank

@NasimJ

2 Likes

Thank you @GaziSalauddinbd for show interest in my hometown’s historical places.

You will be glad to know that Mymensing is rich in history and culture. If you visit here, you will see:-

  1. Sashi Lodge
  2. Alexander Castle
  3. Mymensingh Museum
  4. Shilpacharja Joynul Abedin Sangrahasala
  5. Bangladesh Agriculture University.

Those places are located in the main town. If you want to go outside of the city, You will see a lot of historic places.

You are always Welcome in Mymensingh.

3 Likes

ধন্যবাদ @GaziSalauddinbd ভাই সুন্দর করে তুলে ধরার জন্য।

2 Likes

@GaziSalauddinbd অনেক সুন্দর লিখেছেন। জায়গাটা অনেক সুন্দর। একবার গিয়েছিলাম, আবার যাবো ইনশাআল্লাহ।

1 Like

Hi,

@NasimJ

I went to Mymensingh Agricultural University, a very large and beautiful university. Especially the botanical Gaden.

সুন্দর পোস্ট। অনেক তথ্য আছে। ধন্যবাদ।

1 Like

আপনাকেও ধন্যবাদ @jakiripsc ভাই, সত্যিই জায়গাটা খুব সুন্দর।

@ImranHossain_BDLGs আপনাকেও ধন্যবাদ, আপনার প্রিয় স্থান ফেনী শহর এ যাওয়ার পরিকল্পনা আছে খুব তাড়াতাড়ি।