গিয়েছিলাম ঢাকার কাছাকাছি মৈনট ঘাটে যা মিনি কক্সবাজার নামে পরিচিত, কিছুদিন আগে আমরা সকাল সকাল বাইকার কজন আগারগাও থেকে যাত্রা শুরু করে মোহাম্মদপুর বসিলার ভেতর দিয়ে বাইপাস হয়ে চলে গেলাম অসাধারণ, গ্রাম, নদী ও প্রকৃতির কোল ঘেঁষে মৈনট ঘাটে অর্থাৎ মিনি কক্সবাজারে, নদীর পাড়ে বসে চা খাওয়া, আড্ডা দেওয়া, ফুটবল খেলা, নদীতে গোসল করা, দুপুরে জুম্মার নামাজ শেষে নদীর পাড়েই হোটেলে খাওয়া দাওয়া শেষ করে দোহার ও নবাবগঞ্জের অসাধারণ রাস্তা রাইড করে ডে লং ট্যুরে ঢাকায় ফিরে এলাম…
মৈনট ঘাট বাংলাদেশ এর ঢাকা জেলার দোহারে অবস্থিত, অসাধারণ ভিউ এবং প্রকৃতির খুব কাছাকাছি
লোকেশনঃ ঢাকার মোহাম্মদপুর বসিলার বাইপাস হয়ে গেলে দ্রুত পোঁছা যায় (মৈনট ঘাট, দোহার)
ভাড়াঃ ঢাকার গুলিস্থান থেকে ১০০ - ২০০ টাকার মধ্যেই বাসে লোকেশনে পোঁছানো যাবে, সময় লাগবে ১-২ ঘন্টা, মটর সাইকেলে ৪০ - ৫০ মিনিট, কারে ১ ঘন্টা ২০ মিনিট
খাবার / টিকেটঃ নদীর পাড়েই ছোট ছোট নানান হোটেল আছে, খাবারের ব্যবস্থা আছে
কিভাবে যাবেনঃ ঢাকার গুলিস্থান থেকে (মাওয়া এক্সপ্রেস ওয়ে দিয়ে গিয়ে রহিতপুর দিয়ে প্রবেশ করেই নবাব গঞ্জ ক্রস করে দোহারের মৈনট ঘাট)
নবাবপুর দিয়ে সরাসরি নবাগঞ্জের রোডে হয়ে দোহার এ
মোহাম্মদপুর বসিলা বাইপাস দিয়ে সহজে কম সময়ে (গ্রামের মাঝ দিয়ে মেঠো পথে)
নদীতে ঘুরতে ট্রলার / স্পিড বোটের ভাড়া ঃ স্পিড বোট জন প্রতি ২০০ থেকে শুরু, ট্রলার সিঙ্গেল ১৫০ থেকে শুরু আর পুরো ১৫০০ থেকে শুরু
বাইক / গাড়ি পার্কিংঃ বাইক ও গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে (বাইক প্রতি ২০০/- গাড়ি ৩০০-৪০০/-)
নদী ছাড়াও প্রাকৃতিক সৌন্দর্য আছে অনেক, সময় করে প্ল্যান করে গুগল ম্যাপ দেখে আগেই রেডি করবেন কই কই যাবেন, কত সময় ব্যয় করবেন এক স্থানে, কিভাবে যাবেন সহজে, একই সাথে ডে লং ট্যুর হলে ঢাকায় ব্যাক করতে হবে, তাই সন্ধ্যা হওয়ার আগেই সে দিক থেকে বের হয়ে গেলে বাসায় পৌঁছে যেতে পারবেন সহজে…সাথে খাওয়ার পানি রাখবেন, শুকনো খাবার রাখবেন, সান গ্লাস, রেইন কোট , আর ছবির জন্য ব্যাকআপ ব্যাটারি আর আপনার প্রয়োজনীয় জিনিস গুলো…
গুগল ম্যাপ লিংক: মৈনট ঘাট
My Contribution in Google Map | Learn with Asive | Behance Profile