বাঁশের তৈরি গ্রাম বাংলার নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র

বাংলাদেশের ৭০% মানুষ গ্রামে বসবাস করে। তাদের অধিকাংশেরই জীবিকা কৃষির উপর নির্ভরশীল!

তাই এখানকার গ্রামীণ বাজারগুলোতে স্বাভাবিক ভাবেই কৃষি ও গ্রামীণ জীবনের সাথে সম্পর্কিত জিনিসগুলোর দেখা মিলে।

হাজার বছর ধরে আমাদের গ্রাম বাংলার মানুষ জন এসব জিনিসগুলো ব্যবহার করে আসছে,

এগুলা আমাদের ঐতিহ্য, আমাদের শেকড়, এগুলোকে সাথে নিয়েই আমাদের সামনে এগিয়ে যেতে হবে।

বিশেষ দ্রষ্টব্যঃ খালই ( মাছ ধরে রাখার জন্য বাঁশের তৈরি পাত্র), চাঁই ( বাঁশ দিয়ে তৈরি মাছ ধরার এক ধরনের উপকরণ), পলো ( মাছ ধরার এক ধরনের উপকরণ! এই শব্দগুলো আমাদের ময়মনসিংহ এর ভাষার, এগুলোর শুদ্ধ নাম কি আমি জানিনা! আপনাদের এলাকায় এগুলা কি নামে চিনেন বা এগুলার শুদ্ধ নাম কি কমেন্ট এ জানাতে ভুলবেন না!

আশা করি আপনারাও আপনাদের ঐতিহ্য ও সংস্কৃতি, আপনাদের জীবন যাত্রার গল্প আমাদের সাথে শেয়ার করবেন!

ধন্যবাদ লেখাটি পড়ার জন্য!

24 Likes

গ্রাম বাংলার ঐতিহ্য লোকাল গাইড কানেক্ট ফর্মে একটি সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ।

ইতি

আসলাম হোসেন সুজন

চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী হতে

2 Likes

অসাধারণ ভাই @NasimJoy । গ্রাম বাংলার প্রত্যেকটা মানুষ এই সামগ্রীর সম্পর্কে জানে এবং ব্যবহার করে। আমাদের গ্রাম্য ঐতিহ্য, যা অনেক মূল্যবানও বটে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

হ্যাপী গাইডিং!

2 Likes

গ্রাম বাংলার এই ঐতিহ্য পশ্চিমবাংলা ও বাংলাদেশ দুই দেশের অনেকটাই এক। ভালো লাগলো খুব আপনার সুন্দর লেখা পড়ে ও ছবি গুলো দেখে। ধন্যবাদ @NasimJoy দাদা শেয়ার করবার জন্য।
এভাবেই আপনার কাছ থেকে অনেক কিহুর অপেক্ষায় আছি।
ভালো থাকবেন দাদা।

@KalyanPal @BidurC

2 Likes

পল্লী বাংলার বাঁশ ও বেতের তৈরি নিত্য প্রয়োজনীয় সামগ্রী গুলি কানেক্ট ফোরামে দেখতে পেয়ে খুবই ভালো লাগলো।

ধন্যবাদ @NasimJoy দাদা ।

খুব ভালো থাকবেন দাদা।

হ্যাপি গাইডিং!

1 Like

আমাদের দিকেও খলই, ছই, কুলা, টুকরি এগুলোই বলে। অনেকটা ময়মনসিংহের ভাষার মতই।

অনেকদিন পর জিনিসগুলোকে একত্রে দেখলাম আপনার ছবিতে। আমাদের দিকে এগুলোর ব্যবহার অনেক কমে গেছে ভাই।

অনেক ধন্যবাদ আপনাকে @NasimJoy ভাই, এরকম আমাদের দেশের ঐতিহ্যবাহী বাঁশের তৈরি জিনিস নিয়ে পোস্ট করার জন্য। আরও দারুন দারুন পোস্ট পড়তে চাই।

এগুলো খুবইপ্রয়োজনীয় জিনিস, বিশেষ করে গ্রাম অঞ্চলে @NasimJoy

অনেক ধন্যবাদ

ভাই, আপনার ইনফো গুলো চমৎকার। কিন্তু এগুলা কোন এলাকার?