Inspired by @Ewaade_3A
Post name : A different kind of Apple
ক্যাপশন : একটি পাত্রে আটটি পাকা রেশমি লালজামরুল রাখা photo by Local Guide @KamalHossenR
জামরুল/Java Apple/Rose Apple আমাদের কাছে অত্যন্ত সুপরিচিত একটি ফল। বাংলাদেশের প্রায় সব জায়গায় এই ফল পাওয়া যায়। জামরুল হালকা মিষ্টি স্বাদযুক্ত একটি রসালো গ্রীষ্মকালীন ফল।
ক্যাপশন : একসাথে অনেকগুলো জামরুল রাখাphoto by Local Guide @KamalHossenR
ক্যাপশন : বাড়ির আঙ্গিনায় একটি ছোট জামরুল গাছ photo by Local Guide @KamalHossenR
ক্যাপশন : বাড়ির পাশে বড় একটি জামরুল গাছ photo by Local Guide @KamalHossenR
Introduction of tree :
আমাদের এলাকায় অনেকের বাড়ির আঙিনার আশপাশে ঘন পাতার সন্নিবেশে চিরসবুজ গাছটি চোখে পরে।
বাংলাদেশের কোথায় কোথায় জামরুলের বাগান রয়েছে তা নিয়ে আমার সুনির্দিষ্ট ধারণা নেই তবে আমাদের বরিশাল অঞ্চলে বিভিন্ন গ্রাম-গঞ্জ থেকে পাইকাররা গাছ সহ কিনে নেয় সেখান থেকে বিভিন্ন বাজারে সরবরাহ করে। এক একটি গাছ থেকে
20-30 কেজি জামরুল এবং গাছ একটু বড় হলে 1 মোণের বেশি জামরুল সংগ্রহ করতে পারে।
ক্যাপশন : একটি দেশি জামরুল গাছে ভরপুর ফলন হয়েছে photo by Local Guide @KamalHossenR
Season :
গ্রীষ্মের মৌসুমি ফলের মধ্যে জামরুলই বাজারে আসে প্রথম। প্রতিবছর মাঘ-চৈত্র (March-April) মাসে জামরুলগাছে ফুল আসতে থাকে আর বৈশাখ-জ্যৈষ্ঠ (May-June) মাসে পাকা ফলগুলো সংগ্রহ করা এবং বর্ষার মাঝামাঝি পর্যন্ত জামরুল বাজারে পাওয়া যায়।
ক্যাপশন : অনেকগুলো ফুল ফুটেছে জামরুল হবার পূর্ব সময়ের একটি ফটো photo by Local Guide @KamalHossenR
ক্যাপশন : ফুল থেকে ফল হওয়ার পর্যন্ত বিভিন্ন সময়ের একটি Collage photo by Local Guide @KamalHossenR
বৈশাখ শেষ হয়েছে জৈষ্ঠ মাস শুরু হয়েছে চলতি পথে হরহামেশাই এখন চোখে পড়ে জামরুল, শহরের বিভিন্ন স্থানে এবং ফুটপাতে ডালাভরা ও ভ্যানে করে জামরুল সাজিয়ে বসেছেন বিক্রেতারা।
ক্যাপশন : ডালাভরা ও ভ্যানে করে জামরুল সাজিয়ে বসেছেন বিক্রেতারা photo by Local Guide @KamalHossenR
Price :
সিজনের শুরুর দিকে জামরুলের দাম 80 থেকে 100 টাকা (Approximately 1$ something) কেজি দরে বিক্রি হয়। দেশের বিভিন্ন স্থান থেকে জামরুলের আমদানি বৃদ্ধির সাথে সাথে দামও কিছুটা কমে আসে তখন 40 থেকে 50 টাকা (Approximately 0.5$ something) কেজি দরে বিক্রি হয়।
ক্যাপশন : গাছে ঝুলন্ত অবস্থায় আছে কিছু রেশমি গোলাপি জামরুল photo by Local Guide @KamalHossenR
Types :
আমাদের দেশে বিভিন্ন ধরনের জামরুল পাওয়া যায় তার মধ্যে যে জামরুল গুলো সবচাইতে জনপ্রিয় সেগুলোর নাম উল্লেখ করা হলো :
- দেশি সাদা
- চায়না লাল
- চায়না সবুজ
- রেশমি লাল
- রেশমি গোলাপি
- দুধ মালাই
এগুলো আমাদের স্থানীয় ভাষায় পরিচিত। এখনো অনেক জাতের জামরুল আছে যেগুলোর নাম আমি জানিনা, আপনাদের এলাকাতে যদি আরো কোন প্রজাতের জামরুল থাকে তাহলে অবশ্যই আমাকে জানাতে পারেন।
ক্যাপশন : বিভিন্ন জাতের জামরুলের গাছ ও ফল সহ একটি Collage photo by Local Guide @KamalHossenR
সময় নিয়ে পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের এলাকাতে কি কি জাতের জামরুল পাওয়া যায় এই নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন ।
#FruitsofBangladesh