এক নজরে বাংলাদেশের জনপ্রিয় আম গুলো

একটি প্রদর্শনী শোকেসে বিভিন্ন প্রজাতির আম রয়েছে সাথে আমের নামের কার্ড

বাংলাদেশের ফলের রাজা বলা হয় " আম " । গ্রীষ্মের দাবদাহ যত বাড়ে আর মানুষ তত উৎসুক হয়ে বসে থাকে গ্রীষ্মকালীন ফলের স্বাদ নিতে ।

এই পোস্টে দেখাব বাংলাদেশের কিছু জনপ্রিয় ও চির চেনা আর হারিয়ে যেতে বসা কিছু আমের জাত এর ছবি সাথে নাম ।

বাণিজ্যিক চাষের জন্য আমরা হয়ত ল্যাংড়া , হারিভাঙ্গা , ফজলি ইত্যাদি আমের নাম জেনে থাকি তবে এছাড়া আর ১০০ বেশি আমের জাত আছে বাংলাদেশে তবে সেখান থেকে আজ কিছু আমের ছবি দেখাব এখানে ।

আমের নাম ঃ গুল বাহার

প্রকার ঃ হাইব্রিড [ বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্র ]

আমের নাম ঃ মিসরি ভোগ

প্রকার ঃ হাইব্রিড [ বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্র ]

আমের নাম ঃ তোতাপুরি

প্রকার ঃ হাইব্রিড [ বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্র ]

আমের নাম ঃ চিনি দানা ডান পাশে বারো মাসি

আমের নাম ঃ মধু বুলবুলি ও সুরমা

আমের নাম ঃ বারি আম ৭

আমের নাম ঃ অগ্রবতি

আমের নাম ঃ ল্যাংড়া

আমের নাম ঃ গুলমতি

আমের নাম ঃ বড় গুটি

আমের নাম ঃ কলা আম

আমের নাম ঃ মধু গুটি

আমের নাম ঃ ফজলি

আমের নাম ঃ রাংগুয়াইন

আমের নাম ঃ অম্রপালি

আমের নাম ঃ উপর থেকে যথাক্রমে লক্ষনভোগ , কালি ভোগ ,ল্যাংড়া । মাঝের সারিতে বেল ভোগ , সুবর্ণ রেখা , আনোয়ার রাতুল , নিচে মাল ভোগ , আলম শাহী ,

তথ্য ও ছবি সংগ্রহ করেছি আমি জাতীয় ফল প্রদর্শনী থেকে

87 Likes

অনেক ধরনের আম সম্পর্কে জানতে পারলাম। খুব ভালো লাগল পোষ্টটি পড়ে @MahabubMunna ভাই। অনেক ধন্যবাদ।

গতকাল বাসায় কাচা আমের এই আচার বানানো হয়েছে।

9 Likes

বেশ কিছু আম এর নাম জানতে পারলাম

5 Likes

Awesome information about Mango

4 Likes

এতো আম দেখে বাড়ি না যেতে পারার দুঃখটা আর একটু বেড়ে গেল। পাকা আম কুড়ানোর দিনগুলো মনে পড়ে গেল।

ধন্যবাদ @MahabubMunna ভাই বাংলাদেশের অনেক জনপ্রিয় আম সম্পর্কে বিস্তারিত এখানে তুলে ধরার জন্য। আমার প্রিয় ফল গুলির মধ্যে একটি হলেও এত রকমের আম সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম যা আগে জানা ছিল নাা।

6 Likes

আমের এত প্রকারভেদ! জানা ছিল না। বাজারে যে কয়টা বেশি জনপ্রিয় ওইগুলোরই নাম জানতাম শুধু। অসংখ্য ধন্যবাদ @MahabubMunna ভাই আপনাকে এত এত আমের নাম জানানোর জন্য।

6 Likes

বাহ্ সময়ের সাথে পোষ্টের দারুন সমণ্বয় হয়েছে। তথ্যবহুল পোস্ট। ধন্যবাদ বন্ধু শেয়ার করার জন্য।

4 Likes

আম বাগান পরিচর্যা করতে আমার বেশ ভালোই লাগে। @MahabubMunna ভাই আপনার পোষ্টের মাধ্যমে অনেক নতুুন নাম জানতে পারলাম।

আমার বাগানের আম খিসাপাত/হিমসাগর

5 Likes

@MahabubMunna অনেক আমের নাম জানলাম। কিন্ত এগুলো কই পাওয়া যাবে এটা বললে আরও ভাল হবে। :grimacing: :grimacing:

4 Likes

@Md_Azim_Uddin এগুল ছাদের টবে রোপন করলে কি আম হবে ???

6 Likes

Woow , I know some of them but thank you for sharing different types of mangos from different areas .

1 Like

@MahabubMunna হা ছাদের টবে রোপন করলেও হবে। তবে সেক্ষেত্র ছাদের টবে ভালো ফল পেতে হলে আমরুপালির চারা রোপন করতে হবে। আমরুপালি ছোট অবস্থাতেই আম দেই। বেশি জায়গা ও মাটির প্রয়জন হয়না।

3 Likes

Wow… such a variety of mouth-watering mangoes.

The translation of names to English also sounds amusing.

Which is your favorite @MahabubMunna ?

2 Likes

আমার প্রিয় আম আমরূপালী :heart:

2 Likes

I have come to know the name of different mangos. Thank you so much.

1 Like

আম, আমার সবচেয়ে প্রিয় ফল @MahabubMunna ভাই

অনেক ভালো লিখেছেন, ধন্যবাদ

1 Like

প্রকারের আম আছে আগে জানতাম না ।

1 Like

I cannot tell the difference about the round ones you show us, they all look the same to me. Why are there only green ones and not ripe? @MahabubMunna in Cambodia too, we have several species that I cannot even tell, but I had my post before about Cambodian mangoes.

3 Likes

@Sophia_Cambodia Thanks a lot for sharing with us your country mangoes.

All mangoes picture I taken from a national fruit exhibition it’s almost one week long program. A long time it’s impossible to display ripe mango That’s why they showcase green mango.

Maybe you think all mango are same but it’s actually not local people can understand which type of mango which one little bit body shape and smell different taste also.

Some mango sweet some mango sour some are sweet and sour mixed.

There are also few agriculture research institute developed hybrid mango also

4 Likes

I see, not much different from us though @MahabubMunna

Well, I sometimes check on YouTube and see that people at those regions of yours would cook raw green mango as food. This is the difference between us. We, never practice that but we would eat them raw as it is in the form of salad or snack with dip sauce.

2 Likes