ডেউয়া ফলের উপকারিতা

ডেউয়া (ইংরেজি : Artocarpus lacucha) (‘ঢেউয়া’, ‘ডেলোমাদার’, ‘ডেউফল’ বা ‘ঢেউফল’) গ্রামাঞ্চলে এটি অত্যন্ত পরিচিত একটি ফল হলেও শহরাঞ্চলে এটি একটি অপ্রচলিত ফল। দিন দিন দেশে অপ্রচলিত ফলের চাহিদা বেড়েই চলেছে। কারণ মানুষ বুঝতে পেরেছে এসব ফলের পুষ্টি ও ভেষজ গুণের কথা। বিদেশেও এসব ফল রফতানি হচ্ছে।মার্চ মাসে ডেউয়ার প্রায় পাতাহীন ডালপালায় ফুল আসে আর আগস্ট মাসে ফল পাকে।ডেউয়া ফলে কাঁঠালের মতো ছোট ছোট কোষ থাকে। পাকা ফলের কোষের রং হয় লালচে হলুদ বা লালচে কালো। এই ফল পুরোপুরি গোলাকার হয় না। ফলটির গা উঁচু-নিচু হয়। কাঁচা টক টক স্বাদ। কিন্তু পাকলে সেটা তখন অন্য স্বাদ।

ডেউয়ার পুষ্টিগুণ:

খনিজ- ০.৮ গ্রাম, খাদ্যশক্তি- ৬৬ কিলোক্যালরি, আমিষ- ০.৭ গ্রাম, শর্করা- ১৩.৩ গ্রাম, ক্যালসিয়াম- ৫০ মিলিগ্রাম, লৌহ- ০.৫ মিলিগ্রাম, ভিটামিন বি১- ০.০২ মিলিগ্রাম, ভিটামিন বি২- ০.১৫ মিলিগ্রাম, ভিটামিন সি- ১৩৫ মিলিগ্রাম, পটাশিয়াম- ৩৪৮.৩৩ মিলিগ্রাম।

ডেউয়া ফলের উপকারিতা ও ভেষজ গুণাবলী:

স্ট্রোকের ঝুঁকি কমায়: ডেউয়াতে বিদ্যমান পটাশিয়াম রক্ত চলাচলে সহায়তা করে, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমায়।

কোষ্ঠকাঠিন্য দূর করে:কোষ্ঠকাঠিন্য ও গ্যাসের কারণে পেটব্যথা কমাতে সহায়তা করে ফলটি। এছাড়া যকৃতের নানা অসুখ নিরাময়ে সাহায্য করে ডেউয়া।

মেদ কমানো: মেদভুঁড়ি কমাতে ডেউয়া ফলের রস এক থেকে দেড় চামচ ঠাণ্ডা পানিতে মিশিয়ে রোজ একবার করে এক মাস খেলে উপকার পাবেন।

মুখে রুচি আনতে:দু-তিন চামচ ডেউয়ার রস ও সঙ্গে একটু লবণ ও গোলমরিচের গুঁড়া মিশিয়ে দুপুরবেলা ভাত খাওয়ার আগে খেলেই মুখে রুচি আসবে।

ত্বকের রুক্ষতা দূর করে:ত্বকের রুক্ষতা দূর করতে ডেউয়া গাছের ছালের গুঁড়ো ত্বকের রুক্ষতা দূর করে এবং ব্রণের দুষিত পুঁজ বের করে দেয়।

বমি বমি ভাব দূর করতে: বমি বমি ভাব দূর করতে দূর করতে ডেউয়া খান অচিরেই বমি বমি ভাব দূর হবে।

পেটে বায়ু জমলে: পেটে বায়ু জমলে পাকা ডেউয়ার রস দেড় চামচ আধা কাপ পানিতে মিশিয়ে অল্প চিনি দিয়ে প্রতিদিন একবার এক সপ্তাহ খেলে সমস্যা পুরোপুরি দূর হবে।

ডেউয়ার ভিটামিন সি ত্বক, চুল, নখ, দাঁত ও মাঢ়ির নানা রোগ প্রতিরোধে সহায়তা করে। এতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যা দাঁত ও হাড়ের ক্ষয়রোগ প্রতিরোধ করে।

সোর্সঃ agami24.com

29 Likes

ধন্যবাদ @bdmafuz ভাই, ডেউয়া ফল নিয়ে কানেক্ট এ লেখার জন্য। আমার পছন্দের একটি ফল এটি। আমাদের গ্রামের বাড়িতে এই ফলের একটি গাছও আছ। তবে গাছ পাকা ফল খেতে অনেকবেশী সুস্বাদু।

3 Likes

Thank you @bdmafuz vai for your nice post. This is very rare fruits in Bangladesh.

1 Like

Thanks @Designer_Biswajit @Mak5

2 Likes

This appears t be an unusual but interesting fruit.

Thanks for sharing a photo @bdmafuz

~Greetings from New Delhi

আমার এটার ভর্তা অনেক ভালো লাগে ভাই। :heart_eyes: :heart_eyes:

1 Like

Where can I buy this fruit?