বাংলাদেশ লোকাল গাইডস এর ১০০তম মিলন মেলা , কিছু সফলতা ও অনুপ্রেরণার গল্প

বাংলাদেশ লোকাল গাইডের 100তম মিলনমেলা আয়োজন করা হয়েছিলো চট্টগ্রাম শহরের বানিজ্যিক এলাকা আগ্রাবাদ এর একটি প্রসিদ্ধ রেস্টুরেন্ট #সিলভার স্পুন এ। সারা বাংলাদেশ থেকে ১৪০+ লোকাল গাইডস্ এ মিলন মেলায় উপস্থিত হয়। এই আয়োজনে বাংলাদেশ লোকাল গাইডস এর মডারেটরদের পাশাপাশি চট্টগ্রামের লোকাল গাইডস ভাইরা অনেক সাহায্য করে , এক কথায় সবার অক্লান্ত পরিশ্রমের ফসল এই সুন্দর আয়োজন ।

অনুষ্ঠানের আগের রাতে ঢাকা থেকে আমরা 65 জন লোকাল গাইডস একসাথে ট্রেনের একটা বগি রিজার্ভ করে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেই। রাতের ট্রেন ভ্রমনটা আমরা সবাই খুব উপভোগ করে কাটায়। সকাল ৬:০০ নাগাদ আমরা চট্টগ্রাম রেল স্টেশনে পৌঁছায়। সেখানে আমাদের অর্ভ্যথনা করার জন্যে উপস্থিত ছিলেন #চট্টগ্রাম লোকাল গাইডস এর ফয়সাল ভাই । সেখানে থেকে আমরা ফ্রেশ হয়ে চট্টগ্রামের চৌচালা বিচ ও ঐতিহ্যবাহী #আসগর আলী চৌধুরী জামে মসজিদ দেখে মূল অনুষ্ঠান স্থল #সিলভার স্পুন এ যায়। সেখানে আমাদের মডারেটর ও চট্টগ্রামের লোকাল গাইডস ভাইরা আমাদের স্বাগতম জানান এবং কিছু গিফট দেন ।

আমাদের অনুষ্ঠানের প্রথম সেশন সকাল ১০টায় শুরু হয় এবং শুরুতে ভিডিও কলের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হন আমাদের প্রিয় আাপু কানেক্ট মডারেটর #সোনিয়া বিনতে খোরশেদ। তিনি আমাদের সাথে ম্যাপ ও কানেক্ট সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ বিষয় ও দিকনির্দশনা মূলক বিষয় শেয়ার করেন। একই দিন বিশ্ব নারী দিবস ছিলো , তিনি আমাদের লোকাল গাইডস আপুদের স্বাগত জানান। তারপর আমাদের মডারেটরগন শুভেচ্ছা বক্তৃতা ও পরিচয় বা কে কোন জেলার সেটা শেয়ার করি ।

এরপর আমরা সবাই হালকা নাস্তা করি এবং দুপুরের আগে ফটো ওয়ার্ক সম্পকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন আমাদের মডারেটরগন । আমাদের অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয় দুপুর ২:৩০ এরপর । মূলপর্বে আমাদের মডারেটরগন আমাদের কাছে স্ট্রীট ভিউ, ম্যাপ ও লোকাল গাইডস কানেক্ট এবং অরোও অনেক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন এবং সেগুলোর গুরুত্ব সম্পর্কে আমাদের অবহিত করেন । তারা আমাদের অনেক উৎসাহিত করেন এবং অনুপ্রেরণা দেন।
এছাড়া আমরা অনেক মজা করি , হাসি, গল্পে, গানে , অড্ডায় আমরা মেতে থাকি সারাদিন যেনো আমরা একে অপরের বহুদিনের পরিচিত। আমরা য়েনো সবাই একটা অবিচ্ছেদ্দ পরিবার ।


অবশেষে আমরা রাতের খাবার খেয়ে অনুষ্ঠান স্থলথেকে বিদায় নেই। আমারা সবাই যার যার নিজ গন্তব্যের দিকে ফিরে যায় । আমরা সারাটা দিন আনেক মাজা করেছি ও সাথে অনেক কিছু শিখেছি। অনেক নতুন নতুন বিষয়ে জানতে পেরেছি। আর শেষে কিছুটা মন খারাপ ও আর নতুন একটা মিলন মেলার আশা ও অপেক্ষা নিয়ে ঘরে ফেরা । সবশেষে চমৎকার একটা দিন উপহার দেওয়ার জন্যে মডারেটর গন ও বাংলাদেশ লোকাল গাইডস এর সকল ভাই ও আপুদের অনেক অনেক ধন্যবাদ ।

22 Likes

অনেক অনেক ধন্যবাদ আপনাকে , সুন্দর করে উপস্থাপনা করার জন্য @Shuvojit323

4 Likes

@Shuvojit323 সোমবারে লিখেছেন অথচ এখনো চোখে পড়েনি ভেবে আশ্চর্য হলাম। অনেক সুন্দর বর্ননা করেছেন।

2 Likes

সুন্দর উপস্থাপন !

2 Likes

খুবই সুন্দর করে লিখেছেন @Shuvojit323 অসংখ্য ধন্যবাদ আপনার অভিজ্ঞতা আমাদের সাাথে শেয়ার করার জন্য।

5 Likes

দারুন উপস্থাপনা।

সাবলীল ভাবে সহজ সরল ভাষায় সুন্দর উপস্থাপনা, ভালো হয়েছে।

9 Likes

@Shuvojit323 ধন্যবাদ, আপনার অনুভুতি আমাদের সাথে শুন্দরভাবে শেয়ার করার জন্য

3 Likes