Three Rivers Adjustment area - Chandpur Boro station

চাঁদপুরের দর্শনীয় একটি স্থান হচ্ছে চাঁদপুর বড় স্টেশন মোলহেড ৷ এটি চাঁদপুর জেলার অন্যতম প্রধান একটি দর্শনীয় স্থান ৷ এখানে রয়েছে তিন নদীর মোহনা ৷ আর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ৷ যা দর্শানার্থীদের আকর্ষণ করে এক নিমিশেই ৷

প্রকৃতির অপরূপ দৃশ্যের দেশ আমাদের বাংলাদেশ। এখানে রয়েছে হাজারো প্রাকৃতিক নিদর্শন। যার মাঝে অন্যতম চাঁদপুরের তিন নদীর মোহনার মনোরম দৃশ্য। মেঘনা বাংলাদেশের সবচেয়ে বড় নদীর মধ্যে অন্যতম। এর পাশ দিয়েই বয়ে গেছে ডাকাতিয়া, পাশে রয়েছে পদ্মা।

এমন মনোরম দৃশ্য উপভোগ করার জন্য ভোর বেলা থেকে শুরু করে রাত পর্যন্ত প্রতিদিনই শত শত দর্শনার্থীরা ঘুরতে আসেন ৷ তবে সকালের চেয়ে বিকেলের সময়টায় ভিড় থাকে বেশি। এর মধ্যে স্থানীয় দর্শনার্থীদের সংখ্যা অনেক বেশি ৷ তবে দূর দূরান্ত থেকেও দর্শনার্থীরা ঘুরতে চলে আসেন চাঁদপুর বড় স্টেশন ৷

নদীর পাড় ঘেঁসে তৈরি করা হয়েছে বসার জায়গা ৷ সেখানে বসে দেখা যায় পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলনমেলা ৷ আর উপভোগ করা যায় সূর্যোদয় ও সূর্যাস্ত ৷ সেই সাথে দেখা যায় জেলেদের মাছ ধরার মনোরম দৃশ্য আর নৌযান চলাচলের দৃশ্য ৷

বড় স্টেশনের পাশেই রয়েছে রুপালি ইলিশের বিশাল আড়ৎ ৷ চাইলে সেই আড়ৎটিও ঘুরে দেখতে পারেন ৷ আর যাওয়ার সময় নিয়ে যেতে পারেন চাঁদপুরের তাজা রুপালি ইলিশ মাছ ৷ বড় স্টেশনের এক পাশে রয়েছে স্টিমারঘাট , অন্য পাশে লঞ্চঘাট আর মাঝখানে রয়েছে রেলস্টেশন ৷


চাঁদপুর শহরে প্রবেশের মুখেই রয়েছে রুপালি ইলিশের ভাস্কর্য ৷ যেহেতু চাঁদপুর জেলা রুপালি ইলিশের জন্য প্রসিদ্ধ তাই চাঁদপুর জেলাকে বলা হয় ‘ ইলিশের বাড়ি চাঁদপুর ‘ ৷ তাই শহরের আইকন হিসেবে স্থাপন করা হয় ‘ইলিশের ভাস্কর্য’ ৷ যাতে এক দেখায় বলা যায় ইলিশের বাড়ি চাঁদপুর জেলা ৷

চাঁদপুরের মেঘনা, ডাকাতিয়া, আর পদ্মাকে ঘিরে রয়েছে শহরের বড় স্টেশন মোলহেড এলাকা। এর পাশেই আছে রক্তধারা ভাস্কর্য ৷ যেখানে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানী হানাদার কতৃক পরিচালিত টর্চার সেলে অসংখ্য মুক্তিযোদ্ধাদের নির্মমভাবে হত্যা করা হয় ৷ সেই শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির উদ্দেশ্যে উক্ত ভাস্কর্যটি নির্মাণ করা হয় ৷


চাঁদপুর বড় স্টেশন যাবেন যেভাবেঃ
আপনি যেকোন স্থান থেকে চাঁদপুরে চলে আসতে পারেন বড় স্টেশন বা তিন নদীর মহোনায় ৷ ঢাকা থেকে লঞ্চে করে চলে আসতে পারেন চাঁদপুর লঞ্চঘাট ৷ তারপর লঞ্চঘাট থেকে অটো রিক্সায় করে চলে আসবেন চাঁদপুর বড় স্টেশন ৷ এটি হলো চাঁদপুরের সবচেয়ে উল্লেখযোগ্য দর্শনীয় স্থান ৷

24 Likes

@SunMoon

ভাই লেখা ও ছবির মাধ্যমে আপনার এলাকার ঐতিহ্যবাহী ও সুন্দর ভ্রমন বিবরণী উপস্থাপনের জন্য ধন্যবাদ

2 Likes

Wonderful post @SunMoon

Pictures are also very beautiful. Thanks for sharing this with us.

6 Likes

A very impressive place @SunMoon

The Hilsa fish icon looks amazing :+1:

1 Like