The story of the achievement and the 200th meetup

অবেশেষে অবসান হলো প্রাণের #BDLG200 তম মিটাপের। এবারের মিটাপে অংশগ্রহণ নির্দিষ্ট কিছু শর্তের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাই মিটাপে অংশগ্রহণ টাই আমার সেরা প্রাপ্তি :heart:

ক্যাপশনঃ ২০০ তম মিটাপের সম্মানিত হোস্ট জনাব ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন ভাইয়ের কাছে থেকে সম্মাননা স্বারক গ্রহন করার মুহুর্ত ক্যামেরাবন্দী করেছে স্থানীয় গাইড পাপেল মাহমুদ পাপ্পু ভাই।

এবারের মিটাপ আয়োজন ছিলো ঢাকার বাহিরে সুন্দরবন ঘেষা সাতক্ষীরার শ্যামনগর উপজেলা মুন্সীগঞ্জ ইউনিয়নের বরসা রিসোর্টে। এরকম মেগা মিটাপে এটা আমার প্রথন অংশগ্রহণ যদিও এর আগে ১৯০ তম মেগা মিটাপে অংশগ্রহণ এর সুযোগ পেয়েছিলাম। এবারের মিটাপে ৪৭ জন স্থানীয় গাইড অংশগ্রহণ করেন এবং হোস্ট ছিলেন ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন ভাই এবং খুব দক্ষতা এবং সম্মানের সহিত আমাদের সম্মানিত করেছেন।

ক্যাপশনঃ মিটাপে প্রাপ্ত সম্মাননা এটাকে অবশ্য শুধু সম্মাননায় আবদ্ধ করে রাখলে বেমানান বরং ভালোবাসার লেনদেনের সর্বোচ্চ বহ্নিপ্রকাশ ঘটেছে :heart:

তন্মধ্যে ছিলো-- :arrow_lower_left:

১/ব্যাগপ্যাক

২/পরিবেশ বান্ধব পানির পট

৩/লেখার জন্য কলম

৪/অফিস ফাইল

৫/ প্রত্যেকের জন টি শার্ট

৬/ফ্লুইড কলম

৭/পার্মানেন্ট মার্কার

৮/স্টাপ্লার মেশিন

৯/চাবির রিং

১০/সম্মাননা ক্রেস্ট

১১/ স্থানীয় গাইড পিন

১২/স্লিপ প্যাড

১৩/ বডি স্প্রে

১৪/ টুথব্রাশ সহ অনেক কিছু এবং আয়োজক কমিটি সহ সকল স্থানীয় লোকাল গাইডদের ভালোবাসা। ছবি স্থানীয় গাইড পাপেল মাহমুদ পাপ্পু ভাই

এবারের মিটাপে প্রাপ্তি ভালোবাসা সম্মানের সর্বোচ্চ লেনদেন হয়েছে। আয়োজক কমিটি থেকে শুরু করে প্রতিটা স্থানীয় গাইড দের ভালোবাসা আন্তরিকতা বিনয়ী মনোভাবে যারাপরানই আমি মুগ্ধ আশা বাকি স্থানীয় গাইডগন ও আমার সাথে একমত পোষন করবেন। আয়োজক কমিটি এবার স্থানীয় গাইডদের জন্য এত এত গিফটের আয়োজন করেছে তাতে আমি আমরা সবাই অভিভূত। তাই মন থেকে সবার প্রতি ভালোবাসা সম্মান এবং শ্রদ্ধা।

ক্যাপশনঃ বাংলাদেশ লোকাল গাইড কমিনিউটির এডমিন এবং আমাদের সকলের প্রিয় মাহাবুব মুন্না ভাইয়ের কাছ থেকে উপহার গ্রহন।

এবারের মিটাপ থেকে প্রাপ্তি অনেক তারমধ্য অন্যতম কিছু অংশ না বললেই নয়। যেমন মিটাপের দিন Google connect Forum থেকে ২০০ তম মিটাপের জন্য Bangladesh Local guide পেইজে শুভেচ্ছা বার্তা প্রকাশ করা হয় এটা একটা দারুন অনুভূতি। এছাড়াও এবারের মিটাপে আমাদের সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ ঘুরিয়ে দেখানো এই ঘুরে বেড়ানোর একটা ফল আমি পেয়েছি তা হলো স্থানীয় লোকাল গাইডদের একে অপরের প্রতি ভ্রাতৃত্ব বন্ধন দৃঢ় হয়েছে। সেই সাথে উন্মুক্ত প্রশ্নত্তোর পর্বে ম্যাপ্স কন্ট্রিবিউশন নিয়ে জানা অজানা অনেক কিছু আমরা নিজেদের মধ্যে শেয়ার করতে পেরেছি। সাথে পেয়েছি আজিজ উল্লাহ ভাই মাহাবুব ইসলাম ভাই মেহেদী ভাই এবং অনেক সিনিয়র স্থানীয় গাইডদের দিকনির্দেশনা। এবং অভিজ্ঞতা প্রাপ্তির অনুভূতি শুনেছি ২০২২ এর গাইডিং স্টার মাহবুব ইসলাম ভাই এবং গাজী সালাউদ্দিন ভাইয়ের কাছ থেকে।

ক্যাপশনঃ ২০০ তম মিটাপের খাবারের একাংশের কিছু কোলাজ ছবি। খাবারের স্বাদ নিয়ে আসলে যতই বলি কম হয়ে যায়।

ক্যাপশনঃ বাংলাদেশ লোকাল গাইড কমিনিউটি থেকে রাঙাবতী র জন্য সম্মাননা স্বারক :heart:

ক্যাপশনঃ ২০০ তম মিটাপ থেকে প্রাপ্ত উপহারের একাংশ। ছবি পাপেল মাহমুদ পাপ্পু ভাই।

ক্যাপশনঃ ২০০ তম মিটাপের কিছু স্থিরচিত্র কত সুন্দর আয়োজন মুহুর্তে শেষ হয়ে গেলো সবাইকে খুব মিস করছি সবাইকে আশা করি খুব দ্রুত অন্য কোন মিটাপে মিলিত হবো।

শেষ অংশে কৃতজ্ঞতা জানাই আবদুস সাত্তার ভাই কে সার্বক্ষণিক সবাইকে আগলে রাখার জন্য সেই সাথে হিমু ভাই আয়ান বিশাল আমাদের রান্নার জন্য নিয়োজিত অভিজ্ঞ বাবুর্চিগন যারা আমাদের জন্য সুস্বাদু সব রান্নার আয়োজন করেছে। বিশেষ কৃতজ্ঞতা হোস্ট নাসির উদ্দিন ভাই এবং সার্বক্ষণিক সময় দেয়া এবং উনার ডিভাইস iphon 13 দিয়ে সুন্দর সুন্দর ছবি তুলে দেয়ার জন্য পাপ্পু ভাইকে।

#bdlg200 #200thmeetup #localguidesconnect #localguides #letsguide #localguidesbd #BDLG #Bangladesh #localguidesbd

73 Likes

Hello & Assalam Walaikum @MohammadPalash

I want to Just let you know, that I’ve released your post from the spam quarantine and it is now visible publicly. Some posts are being automatically marked as spam, apologies for that. You can visit this article to learn more - Why was my Connect post marked as spam?

Thank you.

9 Likes

ওয়ালাইকুমুস সালাম অশেষ ধন্যবাদ প্রিয় @KashifMisidia গতকাল ক্ষনিকের জন্য হতাশ হয়ে গিয়েছিলাম এখন খুব খুশী।

6 Likes

Congratulations brother @MohammadPalash

8 Likes

@MohammadPalash Thanks a lot for share ur emotion with us.

6 Likes

অভিনন্দন ও শুভ কামনা

5 Likes

জাজাকাল্লাহ প্রিয় ভাই @Papel_Mahammud

4 Likes

same to you dear brother @MahbubIslam

5 Likes

স্মরণীয় একটা সফর হয়েছে :heart: ধন্যবাদ সবাইকে :smiling_face_with_three_hearts:

6 Likes

আপনার অভিজ্ঞতা পড়ে ও পুরষ্কার প্রাপ্তি দেখে অনেক ভালো লাগলো @MohammadPalash

8 Likes

ধন্যবাদ ভাই @Saiyen আসলে সিনিয়র ভাইদের সোহবত দারুন ভাবে উপভোগ করেছি উপহার তো নগন্য।

3 Likes

জ্বি ভাই আমাদের নতুনদের জন্য অবশ্যই স্মরণীয় @anazizullah

4 Likes

মিটআপে অংশগ্রহণ করতে না পারলেও আপনার পোস্টটা পড়ে কিছুটা হলেও ভালো লাগলো। @MohammadPalash :heart:

4 Likes

ধন্যবাদ ভাই :heart: @NaptiRasedul

2 Likes

Its Fantastic arrangement. Really i miss the meet up badly. Thanks for arranging such a program makes us encourage to work more.

4 Likes

@MohammadPalash অনেক সুন্দর হয়েছে। মিটআপ থেকে অনেক কিছু জানতে পেরেছি। আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

4 Likes

পাশে থাকার জন্য ধন্যবাদ আপু @Nupur248

3 Likes

Thank you so much @Bashir544

3 Likes

@MohammadPalash ধন্যবাদ ভাই আপনার প্রাপ্তি অভিঞ্জতাসহ আপনার অনুভূতি আমাদের সংগে শেয়ার করার জন্য

3 Likes

ধন্যবাদ প্রিয় @Anonymous_b94cf02d9eeadbc2e4ca1e27a5054b05 ভাই আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লেগেছে :heart:

2 Likes