I would like to share a phenomenal story of tea shop in Barishal, Bangladesh. If you ever come to Barishal, I would suggest you to have a taste of it. That would be really a great experience for you. If you are a tea lover, never miss the chance of getting taste of it. Mostly its renowned as a “Dulal Bhai er Magic Tea” Barishal.
You can order this unique item with tea. (Taste is satisfactory).
আমাদের দেশে যারা বরিশাল আসেননি তারা যদি এদিকে ট্রাভেলে আসেন তবে এই ছয় মাইলের দুলাল ভাইয়ের ম্যাজিক চা টেস্ট করে যাবেন। আশা করি ভালো লাগবে। এটা এই অঞ্চলে সবথেকে জনপ্রিয়। যারা চা লাভার আছেন তাদের জন্য এটা অসাধারণ অভিজ্ঞতা হবে আশা রাখছি।
যেভাবে আসবেন:
বরিশাল শহরের নিকটবর্তী গড়িয়ারপাড় বাস ষ্ট্যান্ড থেকে জায়গাটা খুবই কাছে। বরিশাল Nathullabad-নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস ষ্ট্যান্ড থেকে গড়িয়ারপাড় নেমে বাস অথবা মাহেন্দ্র করে ছয় মাইলের “দুলাল ভাইয়ের ম্যাজিক চায়ের দোকানে” ভেঙ্গে ভেঙ্গেও যাওয়া যায়। অথবা সরাসরি নথুল্লাবাদ থেকে গন্তব্যের উদ্দেশ্যে যাওয়া যাবে। খুব বেশি দূরত্ব নয়।বিকেলে যাওয়া সুন্দর সময় যারা এই পথে নতুন তাদের জন্য কিন্তু এটা রাতেই বেশি জমজমাট পরিবেশে থাকে।
@ahmadnayemkhan বাংলাদেশের মানুষের বেশিরভাগই চা পছন্দের তালিকায়। আমিও চা পছন্দ করি এবং প্রতিদিনই চা চলে। বরিশালে যদিও যাওয়া হয়নি, বরিশাল যাওয়া জন্য নিমন্ত্রণ এসেছিল কিন্তু যাওয়া হয়ে উঠেনি।
যদি বরিশাল যাওয়া হয় অবশ্য চেষ্টা করব ম্যাজিক চায়ের স্বাদ নিতে।
When I first saw your photo I thought it was a someone playing drums and really into it @ahmadnayemkhan but of course on a closer look I can see that it’s not. I’m curious to ask, when you say or use the word “tea” are you referring to the drink or also the food? Thank you for sharing the story and photos of this POI .
ভাই মিনিমাম দুই দিনের মত একটি সময় নিয়ে আসবেন। কুয়াকাটাতে একদিন আর অন্যদিন বরিশাল শহর এবং এর কাছাকাছি জায়গা গুলো ঘুরবেন। তখন এই চায়ের টেস্ট টাও করে যাবেন। আশাকরি সুন্দর একটি সময় কাটাবেন। এখন বরিশাল আগের থেকে অনেক সহজ, সুন্দর, গুছানো।
I would like to share my appreciation for your comments . Yeah, this is very special type of drink in our country. Tea with the mixing of cow milk is very popular in our country . Specially some specific tea shops are exceptionally phenomenal for the taste of tea . This is one of them which is situated in Barishal District, Bangladesh. Please pay a visit to our country and discover new things, new culture, new people
খুবই সন্দর ও তথ্যবহুল বর্ণনা। যারা ভ্রমন পিয়াসী আছেন অবশ্যই এই চা খাবে। আর যদি কখনো যাওয়া হয় বরিশালে অবশ্যই আমি এর স্বাদ নিবো। তাছাড়া এধরনের একটু হেবি চা খেতে ভালোই লাগে। ধন্যবাদ @ahmadnayemkhan খুবই দারুন একটা পোস্ট করেছেন।
এখানে চা সত্যিই অসাধারণ তার সাথে এক্সপেরিয়েন্সটা করেছি আরো ভালো পরিবেশটা জমজমাট, এখানে চাল ভাজা বাদাম দিয়ে থাকে এই বিষয়টি অন্যসব চায়ের দোকান থেকে ইউনিক।
@ahmadnayemkhan
আপনি ওখানকার কোন চা ট্রাই করেছিলেন ওইখানে তো বিভিন্ন দামের চা রয়েছে?
ভাই আমি বেশ কয়েকবার বন্ধুদের সাথে গিয়েছি। স্পেশাল মালাই চা এবং নাট কালিজিরা এমনই নাম ছিলো যতদুর মনে পড়ছে। ৬০ টাকার আশেপাশে দাম ছিলো। কয়েক মাস আগে লাস্ট গিয়েছিলাম।