#Support_Local_Business : Breakfast at Hemanta Dada's Restaurant

বাংলাদেশের মাগুরা জেলায় আমার বাড়ি। এ শহরের প্রাণকেন্দ্রে হেমন্ত দাদার রেস্তোঁরা “জলযোগ হোটেল এন্ড রেস্টুরেন্ট” অবস্থিত। হেমন্ত দাদা খুবই সাদাসিধে, পরিশ্রমী ও সংগ্রামী মানুষ। জীবনে অনেক ঘাত-প্রতিঘাত পেরিয়ে আজ এই পর্যন্ত এসেছেন। মাগুরা গেলেই তার রেস্তোঁরায় আমি প্রাতঃরাশ করবই। তাঁর রেস্তোঁরায় সবসময় ভীর লেগেই থাকে। তো আজ সকালে গেলাম “জলযোগ হোটেল এন্ড রেস্টুরেন্ট” এ প্রাতঃরাশ করতে এবং যথারীতি ভীর! একটা চেয়ারে বসলাম। ওয়েটাররা সবাই আমার পরিচিত। আমি বসা মাত্রই একজন এসে বলল যে দাদা কী খাবেন। আমি নিম্নের আইটেমগুলো অর্ডার করলাম সঙ্গে এক বোতল মিনারেল জল।

তেলে ভাজা মুচমুচে পরোটা। এর বিশেষত্ব হলো ডুবো তেলে ভাজা হলেও খাওয়ার সময় তেল বোঝা যাবে না।

বিভিন্ন রকমের সবজি ও আলু দিয়ে রান্না পাঁচমিশালি সবজি নিরামিষ।

ডাল, মূলতঃ ছোলার ডাল। খেতে খুবই সুস্বাদু। অনেকেই সবজির সাথে ডাল মিশিয়ে খায়; যাকে রেস্তোঁরার ভাষায় ডাল-ভাজি বলা হয়।

সাধারণতঃ আমি মিষ্টি খাই না। কিন্তু “জলযোগ হোটেল এন্ড রেস্টুরেন্ট” এর রসগোল্লা-র আলাদা স্বাদ আছে। আর সবচেয়ে বড় কথা এটি খাঁটি দুধের ছানা থেকে তৈরী।

ডিম ভাজা-র কথা আর নাই বললাম!

সব খেয়ে যখন দাম পরিশোধ করলাম, জানেন কত? বাংলাদেশী টাকায় মাত্র ৯০/= টাকা!!!

ডুবো তেলে ভাজা হচ্ছে পরোটা।

হেমন্ত দাদার সাথে আমি।

Kids friendly

Vegan option

Quick bite

No wheelchair parking facility

No wheelchair accessible entrance

Inexpensive

Table service

Dine in

Take away

Deliver

Only cash

No toilet

Google Maps location:

জলযোগ হোটেল
https://maps.app.goo.gl/wFmefNdwpgmeiCey5

35 Likes

বা কি চমৎকার খাবার সাথে কথা গুলো যেন‌ জিভে জল এসে যায়

2 Likes

@SanjayBDLG

দাদা, ডুবো তেলে ভাজা পরোটার সাথে পাঁচফোড়ন দেওয়া সবজি এবং ডাল! আহ্… অসাধারণ কম্বিনেশন! ওদিকে কখনো গেলে মিস করবো না আশা করি। ধন্যবাদ শেয়ার করার জন্য।

2 Likes

@Designer_Biswajit দাদা

আমি প্রতি মাসে একবার যাই।.আর মাগুরার কাত্যায়নী পূজা খুবই বিখ্যাত। দুর্গাপূজার এক মাস পরে হয়। এবার চলেন আমার সাথে।

সংগে @Bishnu_Modhu দাদা।

2 Likes

@Shubhajitdatta দাদা

চলেন মাগুরা যাই।.আর ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

দাদা মাগুরায় আমার মার মামা বাড়ি বেশ কয়েক বার গেছি মাগুরার কার্তায়ী আমার খুব ভালো লাগে

1 Like

@Shubhajitdatta তাহলে এবার আসেন।

আপনিও আমাদের এখানে আসেন‌ বেড়াতে আমাদের এখানে অনেক দর্শনীয় স্থান আছে

2 Likes

@Shubhajitdatta দাদা

আসব কপোতাক্ষ নদ আমার খুবই প্রিয়।

ডুবো তেলে ভাজা পরোটা আমার প্রিয়।

বরিশাল বিভাগের অনেক জেলাতেই পাওয়া যায়।

মাগুরা গেলে এইটা ট্রাই করবো। ধন্যবাদ @SanjayBDLG দাদা।

1 Like

@Soykot_azam ভাই

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। অবশ্যই আর রিভিউ দিতে ভুলবেন না :laughing:

1 Like

Thanks @SanjayBDLG Dada,

I will try my best.

Regards

1 Like

@Designer_Biswajit ধন্যবাদ দাদা

1 Like

@SanjayBDLG অসাধারণ লিখেছেন। দেখেতো মনে হচ্ছে এখনই গিয়ে খেয়ে আসি। ধন্যবাদ, আমাদের সাথে শেয়ার করার জন্য।

2 Likes

@jakiripsc ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। চলেন ভাই।

1 Like

Hello @SanjayBDLG ,

I would like to inform you that since the content you shared is related to the Food & Drink topic label, I relabeled your post in order to keep Connect organized.