চিত্রা নদীর পাড়ে ঝাঁকড়া চুলের এক নিবিষ্ট মানব এঁকেই চলেছেন বাংলার গ্রামীণ জীবন, সহজ সরল কৃষক, আবহমান বাংলার ইতিহাস-ঐতিহ্য, দ্রোহ-প্রতিবাদ এবং প্রতিকূলতার মধ্যেও টিকে থাকার অনন্ত সংগ্রাম যেই সংগ্রাম তাকে অন্যদের চেয়ে আলাদা মর্যাদায় বসিয়েছে। চোখের পুরু লেন্সের চশমা হেলে পড়ছে, তবুও থামছে না হাত। সেই চোখে কী অদ্ভুত এক জ্যোতির ছাপ। সচরাচর আমরা দেখি কৃষকের রুগ্ন চেহারা, মেদহীন এক শীর্ণকায় প্রতিকৃতি, কৃশ। আর সেই পুরু লেন্সের মধ্য দিয়ে সে চোখ দেখে বলিষ্ঠ, পেশিবহুল কৃষকের ছবি। আঁকতে থাকেন বিদ্রোহ, চিরন্তন অন্নদাতার প্রকৃষ্ট ছবি সহ অসংখ্য বাস্তবধর্মি ছবি। জ্বি আজকে এমনি এক মাটি ও মানুষের শিল্পী নিয়ে আমার এই লিখা।
আর্ট গ্যালারি তে ছবি তোলা নিষেধ তাই কালজয়ী চিত্রকর্ম এর ছবি তুলতে পারিনি।
আমি মোহাম্মদ পলাশ পেশায় ব্যাবসায়ী নেশায় একজন ভ্রমন প্রিয় মানুষ । ইতিহাস এবং ঐতিহ্যের খুজে ঘুরে বেড়াই সারা বাংলাদেশ তারই ধারাবাহিকতায় গিয়েছিলাম কিংবদন্তী চিত্র শিল্পী এস সুলতান এর সমাধি এবং আর্ট গ্যালারি তে। যেখানে খুব যত্ন সহকারে প্রদশিত করা আছে তার অমর চিত্র।
Born: August 10, 1923, Narail District
Died: October 10, 1994 (age 71 years), Jessore District
Full name: Sheikh Mohammed Sultan
Education: Government College of Art and Craft (1941–1944), Victoria Collegiate School (1928–1933)
Awards: Ekushey Padak; 1982; Bangladesh Charu Shilpi Sangsad Award; 1986; Independence Day Award; 1993
Known for: Painting, drawing
কিভাবে যাবেন↙️
বাংলাদেশের যে কোন জায়গা থেকে নড়াইল সদর নামবেন এখান থেকে অটো সি এন জি এবং যে কোন লোকাল পরিবহনে যেতে পারবেন।
প্রবেশ মুল্য ছাত্র ছাত্রীদের জন্য ১০৳ এবং জনসাধারণের জন্য ২০৳
উইকিপিডিয়া তে এস এম সুলতান↙️
প্রিন্ট মিডিয়াতে এস এম সুলতান
Googl map Location
#bdlg #localguides #localguidesbd #Bangladeshlocalguide Google Maps tips & tricks #localguideconnect #letsguide #Happyguiding