নতুনরূপে সাফিনা পার্ক (Safina Park)

চিত্রঃ সাফিনা পার্ক প্রধান গেট।

বাংলাদেশের উত্তরবঙ্গের মধ্যে যে সকল পার্ক রয়েছে তার মধ্যে সাফিনা পার্কের প্রধান গেটটি খুব আকর্ষণীয় এবং দৃষ্টিনন্দন। যার সৌন্দর্য সকলের মন কেড়ে নিতে সক্ষম। ইতিপূর্বে এ পার্কের প্রতিষ্ঠাতার পারিবারিক কলম থাকার কারণে পার্ক টি উপজেলা নির্বাহী অফিসারের অধীনে ছিল ২০২৪ সালের ১ লা জানুয়ারি পার্কের প্রতিষ্ঠাতার পারিবারিক কলম সমাধান হয় এবং পার্ক টি অনেক বিস্তৃত করেন।

চিত্রঃ এক জন কৃষক চাষ করছে।

চিত্রঃ শিশুদের খেলার জন্য দোলনা।

চিত্রঃ বিশ্রাম নেওয়ার জন্য।

কোথায় খাবেনঃ
সাফিনা পার্কে প্রবেশপথের ডান পাশে সাফিনা পাক আনোয়ার চাইনিজ হোটেল এন্ড রেস্টুরেন্ট রয়েছে সেখানে খেতে পারবেন। তাছাড়া গোদাগাড়ী অথবা রাজশাহী শহরে অনেক উন্নত মানের রেস্টুরেন্ট রয়েছে যেখানে খাওয়াসহ আবাসিক ব্যবস্থা রয়েছে।

চিত্রঃ আনোয়ার চাইনিজ হোটেল এন্ড রেস্টুরেন্টে।

চিত্রঃ হোটেলের ভেতর।

চিত্রঃ কালা ভুনা।

চিত্রঃ সবজি

চিত্রঃ রেগুলার নান।

কোথায় থাকবেনঃ-

এই শীতে রাজশাহী আসছেন? বন্ধুবান্ধব ও পরিবারের সাথে সময় গুলো সুন্দর করতে সাফিনা পার্ক আপনাদের জন্য আয়োজন করছে গ্রামীণ পরিবেশে দারুণ সব ব্যবস্থা।

শীতের ছুটি উপভোগ করতে সাফিনা পার্কের আকর্ষণীয় কটেজ গুলোতে আপনাকে নিমন্ত্রন।

বিস্তারিত জানতে বা কটেজ বুক করতে যোগাযোগ করুনঃ +8801330-002333

#SafinaPark #Local guide
#Local guide Connect

কিভাবে যাবেন ও প্রবেশ ফিঃ-
:heavy_minus_sign: :heavy_minus_sign: :heavy_minus_sign: :heavy_minus_sign: :heavy_minus_sign: :heavy_minus_sign: :heavy_minus_sign: :heavy_minus_sign: :heavy_minus_sign: :heavy_minus_sign: :heavy_minus_sign: :heavy_minus_sign:
সাফিনা পার্ক রাজশাহীর গোদাগাড়ীতে অবস্থিত একটি বিনোদন কেন্দ্র। সাফিনা পার্ক রাজশাহী শহর থেকে প্রায় ৪০ কিমি দূরে গোদাগাড়ী-আমনুরা সড়কে অবস্থিত। গোদাগাড়ীর জিরো পয়েন্ট হতে প্রায় ৯ কি.মি দূরে গোদাগাড়ী-নাচোল রোডের পাশে অবস্থিত । পার্কে প্রবেশ ফি ৫০ টাকা এবং রাইড সমূহ একেক টি ২০-৫০ টাকা । গোদাগাড়ী উপজেলা সদর ডাইংপাড়ার পূর্বদিকে ৮ কিলোমিটার দূরে গোদাগাড়ী-আমনুরা সড়কের পার্শ্বে দিগরাম খেঁজুরতলা। সাফিনা পার্কে যাওয়ার সময় রাস্তার দুই ধারের ফসলের যে সবুজের সমাহার ঘটেছে তা পর্যটক ও দর্শনার্থীদের দৃষ্টি কাড়বে।

ধন্যবাদান্তে

আসলাম হোসেন

লোকাল গাইড

22 Likes

@Aslam_hossain

So ein schönes buntes Eingangstor, ich bin beeindruckt. Ansonsten ein interessanter Beitrag zusammen mit den Bildern

4 Likes

@Aslam_hossain ধন্যবাদ আপনাকে একটি নতুন পার্কের পরিচিতি তুলে ধরার জন্যে।

2 Likes

The entrance to Safina Park is interesting and colorful.

Is the Columbus boat jut a model or does it work? @Aslam_hossain

3 Likes