গোদাগাড়ী উপজেলার দ্বিগ্রাম খেজুরতলায় প্রায় ৪০ বিঘা জায়গার উপর ২০১২ সালে ফজলুর রহমান ও সাইফুল ইসলাম নামক দুই সহোদর নিজ উদ্যোগে গড়ে তোলেন সাফিনা পার্ক।
বিনোদন কেন্দ্রটি মালিকানা নিয়ে দ্বন্দ্বের কারণে প্রায় ২ বছর বন্ধ থাকার পর ২০১৮ সালে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে পুনরায় চালু করা হয়। নতুন বিনোদনআয়োজনে সাজানো সাফিনা পার্কটি সব বয়সী দর্শনার্থীদের কাছে চিত্তবিনোদন ও পিকনিক স্পট হিসেবে বর্তমানে বেশ জনপ্রিয়তা অর্জনকরেছে।
নানারকম ফুল ফলের গাছ দিয়ে ঘেরা পার্কের ভিতরে রয়েছে দৃষ্টিনন্দন ফোয়ারা ও কৃত্রিম উপায়ে তৈরিকৃত বিভিন্ন পশু পাখিরআকর্ষণীয় ভাস্কর্য।
শিশুদের বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা, দোলনা, ট্রেন, থ্রিডি সিনেমা এবং কিডস স্পোর্টস জোন।
দর্শনার্থীরাইচ্ছে করলে পার্কের ভিতরে বিদ্যমান দুইটি লেকে নৌকায় ঘুরে বেড়াতে পারেন। অনুমতি সাপেক্ষে লেকে মাছ ধরার সুযোগ রয়েছে। যেকোন অনুষ্ঠানের আয়োজনের জন্য সাফিনা পার্কে ২ টি পিকনিক স্পট, কনফারেন্স রুম এবং মঞ্চের ব্যবস্থা আছে। এছাড়া আগত দর্শনার্থীদেরকেনাকাটার সুবিধার্থে পার্কের অভ্যন্তরে একটি মার্কেট আছে। সবকিছু মিলেই সাফিনা পার্কের মনোরম পরিবেশ পর্যটক এবং দর্শনার্থীদের বিনোদনের পিপাসা মেটায়।
পার্কে প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত জনপ্রতি ২০ টাকার টিকিট কেটে প্রবেশ করা যায়।
যেভাবে যাবেন>>>>
গোদাগাড়ী উপজেলার সদর ডাইংপাড়ার পূর্বদিকে ৮ কিলোমিটার দূরে গোদাগাড়ী-আমনুরা সড়কের পার্শ্বে দ্বিগ্রাম খেজুরতলায় পার্কটি অবস্থিত। অটোরিকশা, ভ্যান, সিএনজি, স্থানীয় যানবাহন ইত্যাদির মাধ্যমে যেতে পারবেন।
#বিঃদ্রঃকরোনা ভাইরাসের প্রাদুর্ভাব এর কারণে বর্তমানে পার্কটি বন্ধ আছে।
30 Likes
সুন্দর পার্ক @Md_Azim_Uddin ভাই।
পরিস্থিতি স্বাভাবিক হলে একদিন ঘুরে আসা যাবে। ধন্যবাদ।
5 Likes
সুন্দর করে গুছিয়ে পার্কের বিস্তারিত বর্ণনা খুব ভালো লেগেছে। আপনার পোস্ট পড়ে জানলাম পার্কটি আয়োতনে অনেক বড় এবং অনেক পুরনো। ছবি দেখি বুঝলাম পার্কের সৌন্দর্য।
আপনার পোষ্টের শেষের ছবিটি অনেক গুরুত্বপূর্ণ মনে হয়েছে।
@Md_Azim_Uddin সুন্দর একটি পার্কের বিস্তারিত আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
8 Likes
ধন্যবাদ শেয়ার করার জন্য @Md_Azim_Uddin , আপনার এই পোস্টের মাধ্যমে নতুন একটা পার্ক সম্পর্কে জানলাম।
আপনার পোস্টে পার্কটির সম্পূর্ন ঠিকানা এবং ম্যাপস লিংক যুক্ত করে দিলে আমাদের জন্য স্থানটি ম্যাপে বের করতে সহজ হতো। তাছাড়া পোস্টের লোকেশন ফিচারটি ব্যবহার করলেও সকলের সেই স্থান সম্পর্কে বুঝতে সহজ হবে।
3 Likes
সাফিনা পার্ক সম্পর্কে তথ্যবহুল পোস্ট এখানে আমাদের সাথে উপস্থাপন করার জন্যে অসংখ্য ধন্যবাদ @Md_Azim_Uddin ভাই।
পার্কটির আয়তন, যাতায়াত ব্যবস্থা, দর্শনার্থীরা কি কি উপভোগ করবেন?
বিস্তারিতভাবে সেগুলো জানিয়েছে।
আর সাথে ছবিগুলো সুন্দর তুলেছেন।
4 Likes
আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ
@AbdusSattar
5 Likes
একটু একটু করে এই ভাবে যেন তুলে ধরতে পারি আপনাদের কাছে।
লোকেশন টি আমি দিতে চেয়েছিলাম তবে কিছু সমস্যার জন্য দিতে পারিনি। @ShafiulB ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যের জন্য।
5 Likes
একটু চেষ্টা করেছি মাত্র, আপনাদের ভালোবাসা পেলে এভাবেই এগিয়ে যেতে চাই। @durbar ধন্যবাদ আপনাকে
5 Likes
Nice place for vacation time spent. @Md_Azim_Uddin thanks for sharing this post.
5 Likes
গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারইলাম @Md_Azim_Uddin ধন্যবাদ ।
3 Likes
আপনাকেও ধন্যবাদ মন্তব্যের জন্য। @Shihab3
4 Likes
পার্ক টার নাম বার বার শুনেছি। এর পাশ দিয়ে বাসায় গেছি অনেকবার। কিন্তু কখনো পার্ক এ যাওয়া হয়নি। ধন্যবাদ সুন্দর সুন্দর ছবি শেয়ার করার জন্য।
1 Like