Madox Burger - Name from their Menu List, Price - 230৳
Reguler French Fry - Name from their Menu List,Price -100৳
ভিতরের পরিবেশ, ইন্টেরিয়র ডিজাইন খুবই সুন্দর। আগে থেকে রিজার্ভেশন এর প্রয়োজন নেই। অর্ডার + পে আগে করে একটি নাম্বার প্লেট দিয়ে দেয় তারপর তারাই টেবলে সার্ভ করে দেন। হসপিটালিটি খারাপনা তাদের।
রেস্ট্রুরেন্ট এর প্রবেশ পথ।
ভিতরের ছবি-১।
ভিতরের ছবি-২।
খাবারের ব্যপারে আসি। দাম তুলনামূলক বেশি বলব। চিলক্সের সাথে যদি তুলনা করি তাহলে এদের বার্গারের মান ভাল না। অন্যান্দের কাছে ভাল লাগতেও পারে। আমি খেয়ে মজা পাইনি চিলক্সের মতো। আমাকে কেউ যদি সাজেস্ট করতে বলে কোথায় বার্গার খাবে, তো আমি [Chillox Nasirabad](http://Chillox Nasirabad 01318-223003 https://maps.app.goo.gl/dWtjuUFMnSEVeggt8) সাজেস্ট করব।
টেবল সার্ভিস। ভিতরে বসার জায়গা অনেক বড়। ফ্যামিলি, ফ্রেন্ডস আউটিং এর জন্য ভাল।
Wheelchair Accessibility - No
Wheelchair Parking - No
Ac Facility - Yes
Toilet - Yes
Lift - Yes