Caption: Banner of planting with saplings. Pic…@Gazisalauddinbd.
“স্বপ্নগুলি হল বাস্তবতার চারা গাছ”
বাংলাদেশ লোকাল গাইড , কতৃক আয়োজিত বৃক্ষরোপণ অভিযান। প্রতিবছরের ন্যায় এই বছর 2022 সালে। লক্ষ্মীপুর জেলার, সানকিভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় অনুষ্ঠিত হয়। আমাদের এবারের প্রতিপাদ্য বিষয় ছিল। Tree plantation and get together with BDLG.
আমাদের এবারের মিটআপ টি একটু ভিন্নধর্মী ছিল। আমরা গত কয়েক বছর গাছ লাগিয়েছে। এই বছর আমরা, এই বৃক্ষরোপণ অভিযান কে আরো ব্যাপক আকারে আয়োজন করি।আমরা একটি প্রাথমিক বিদ্যালয়ের,শিক্ষক দের মাঝে চারা গাছ বিতরন করি।
**Caption:**Member of the meetup with seedlings.
caption : Shanki Bhanga Government primary school view.
Meetup Name:Tree plantation and get together with BDLG.
Date: June 23,2022
Time: 02:00 PM -04:00PM
meetup No : 189
meetup member : 9 person.
Location:Shankibhanga, Lakshmipur, Bangladesh.
আমাদের এই মিটআপে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি, বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক মন্ডলী। বাংলাদেশ লোকাল গাইড এর সদস্য হিসেবে,আমাকে সকল এর কাছে পরিচিত করিয়ে দেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক। লোকাল গাইড কি এবং কিভাবে গাইডিং করে। গুগল ম্যাপ এর কাজ কি এই সম্পর্কে শিক্ষকদের ধারণা দিয়েছি।
Caption : planting of medicinal plants in the school grounds.
★বিদ্যালয়ের মাঠে একটি নিম গাছ রোপন করি। আমার সাথে শিক্ষকগন উপস্থিত ছিলেন।
বিকাল বেলা আমরা গাছ রোপন করার পর সকলে একত্রিত হয়ে নাস্ত করি।
caption: Afternoon snack during meetup.
পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে, আমাদের মিটআপ টি আমরা শেষ করি।
ধন্যবাদ
Md.Gazi Salauddin
#BDLG