[RECAP] Local Guides Ifter Meetup at Gafargaon

আলহামদুলিল্লাহ।

গত ৮ই এপ্রিল গফরগাঁও এ ব্রহ্মপুত্র নদের পাড়ে সফলভাবে সম্পন্ন হলো বাংলাদেশ লোকাল গাইডের ২৩৩ তম মিটআপ 'Local Guides Ifter Meetup @ Gafargaon.

ইফতার মিটগুলোতে মূলত মহা আল্লাহর বিধান মেনে ওনার সন্তুষ্টি অর্জনের জন্য ভোর থেকে সন্ধা পর্যন্ত রোজা রেখে একসাথে ইফতার করা হয়, ইফতারগ্রহণের পাশাপাশি লোকালগাইডগণ তাদের ম্যাপস সম্পর্কিত ব্যাপারগুলো আলোচনা করেন, একে অন্যদের সাথে তাদের এজেন্ডাগুলো তোলে ধরেন। আমাদের ইফতার মিটআপটিও তার ব্যতিক্রম ছিলোনা।

এই মিটআপটিতে উপস্থিতি লোকালগাইডদের বেশিভাগই গাইডিং এ নতুন, যাদের সম্প্রতি গাইডিং এ হাতেখড়ি হলো, তাই তাদের ম্যাপস এ কি করা যাবে , কি করা যাবেনা, কিভাবে কন্টিবিউশন করলে মানুষের উপকার হবে এই বিষয়ে পরামর্শ দেওয়া হয়!

আমাদের ইফতার মিটআপ এর ইফতার মেন্যুতে ছিল বিভিন্ন ফল যেমন আপেল , তরমুজ , খেজুর ইত্যাদি , সাথে বিভিন্ন তৈলাক্ত ইফতার আইটেমস , ইলেক্ট্রলাইট ডিংক্সস ও পানি। সবাই নদের পাড়ের শান্ত স্নিগ্ধ পরিবেশে বসে ইফতারগ্রহণ করা হয়।

ইফতার শেষে আমাদের ব্যবহৃত ওয়ান টাইম প্লেটগুলো ছড়িয়ে ছিটিয়ে না রেখে সাথে করে নিয়ে এসে ডাস্টবিনে ফেলা হয়েছে এবং ইফতার গ্রহণের জায়গাটি পরিস্কার করে রেখে আসা হয়েছে।

মিট আপের সার সংক্ষেপ:

Meetup Name : Local Guides Iftar Meetup @ Gafargaon

BDLG Meetup No : 233

Total Attendee : 14

Date: April 08, 2024

Time: 05:00 PM - 07:00 PM

Location: Besides Brahmaputra Nod, Gafargaon

Meetup Host : @NasimJ

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা!

23 Likes

Khair Mubarak, my friend @NasimJ

So happy to see you all enjoying the Iftar meet-up…

Congratulations…233th Meet-up! Wow.

Regards with prayers to all those participated…

May Almighty bless us all…

:rose: :rose: :rose:

3 Likes

@NasimJ Good to see all of you enjoying the 233 th. Local Guides Meeting in Bangla Desh.

1 Like

@NasimJ que genial que se pudieron juntar, tienen un fondo natural magnífico.

1 Like