Recap: [In-Person] Bangladesh, January 31, Jahajmara Photo Walk & Map Editing Meetup

৩১ জানুয়ারি ২০২৫, শুক্রবার অনুষ্ঠিত জাহাজমারা ফটো ওয়াক এবং ম্যাপ এডিটিং মিটআপ ছিল এক অনন্য অভিজ্ঞতা! শুক্রবার ছিল সাপ্তাহিক হাটবার, যা প্রতি সোমবার ও শুক্রবার বসে। ফলে বাজারে ছিল প্রচুর কোলাহল, ব্যস্ততা, এবং জনসমাগম। চারপাশে স্থানীয় ব্যবসায়ীদের হাঁকডাক, ক্রেতাদের দর-কষাকষি, মাছ-মাংস-সবজির স্টলগুলোর ব্যস্ততা-সব মিলিয়ে বাজারের চিত্র ছিল একেবারে প্রাণবন্ত!

আমাদের মিটআপের যাত্রা: বিকেল ৩টায় আমরা জাহাজমারা চেওয়াখালী বাজারে একত্রিত হই। শুরুতেই আমরা পুরো বাজার ঘুরে দেখি, বাজারের রাস্তা, দোকানপাট, এবং আশপাশের গুরুত্বপূর্ণ স্থানগুলোর ছবি তুলি। স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে কথা বলে গুগল ম্যাপে সঠিক তথ্য সংযোজন ও আপডেট করার কাজ করি।

এরপর আমরা বাজারের পশ্চিম পাশে অবস্থিত জাহাজমারা সরকারি প্রাইমারি স্কুল -এ যাই এবং সেখানে গ্রুপ ছবি তুলি। এখানকার পরিবেশ ছিল একদম শান্ত, বাজারের কোলাহল থেকে একদম ভিন্ন এক আবহ!

এরপর আবার আমরা বাজারে চলে আসি। বাজারের অন্যতম গুরুত্বপূর্ণ দুটি মসজিদ- আব্দুস সোবহান সাওদাগর জামে মসজিদচেওয়াখালী বাজার জামে মসজিদ ঘুরে দেখি। মসজিদগুলোর স্থাপত্য, স্থানীয় মুসল্লিদের আন্তরিকতা এবং আশপাশের পরিবেশ আমাদের মুগ্ধ করে (ভীড়ের কারনে মসজিদের ভেতরের ছবি তুলতে পারি নি)।

আমাদের অতিথিরা: এই মিটআপে লক্ষ্মীপুর জেলা থেকে গাজী সালাউদ্দীন ভাই ও রিয়াজ হোসেন ভাই এসে যোগ দেন, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় ছিল। দূর থেকে এসে তারা এই আয়োজনকে আরও সমৃদ্ধ করেছেন এবং পুরো ফটোওয়াক ও ম্যাপ এডিটিং কার্যক্রমে দারুণভাবে অংশ নিয়েছেন।

ম্যাপ এডিটিং: ফটোওয়াকের পাশাপাশি আমাদের অন্যতম প্রধান লক্ষ্য ছিল গুগল ম্যাপে নতুন তথ্য যোগ করা ও ভুল তথ্য সংশোধন করা। আমরা চেওয়াখালী বাজারের গুরুত্বপূর্ণ দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, এবং অন্যান্য স্থাপনার তথ্য আপডেট করেছি, যাতে স্থানীয় জনগণ ও ভবিষ্যৎ ভ্রমণকারীরা সঠিক তথ্য পায়।

স্মরণীয় মুহূর্ত: এই মিলনমেলায় আমরা সবাই একে অপরের সাথে পরিচিত হয়েছি, নতুন কিছু শিখেছি, দারুণ সময় কাটিয়েছি এবং অসাধারণ স্মৃতি তৈরি করেছি। বাজারের কোলাহল, নতুন স্থান আবিষ্কার, ছবি তোলা, এবং তথ্য আপডেট করার এই অভিজ্ঞতা সত্যিই ছিল উপভোগ্য!

সবাইকে আন্তরিক ধন্যবাদ, যারা মিটআপটিতে এসে এই আয়োজনকে সফল করেছেন! ভবিষ্যতেও ইনশাআল্লাহ এমন উদ্যোগ অব্যাহত থাকবে।

#PhotoWalk #MapEditing #BDLG #BangladeshLocalGuides

44 Likes

সুন্দর হয়েছে ভাই এগিয়ে যান :heart: @ZobayerSayem

6 Likes

@ZobayerSayem আপনাদের মিটআপ টি খুব ভাল হয়েছে, ছবি দেখে বুজেছি। ইচ্ছে ছিল অংশগ্রহণ করার, ব্যাস্ততার কার হয়নি।

4 Likes

শুভ কামনা রইলো ভাই।

3 Likes

শুভকামনা রইলো আপনাদের জন্য।

2 Likes

@ZobayerSayem ভাইকে অভিনন্দন সুন্দর একটি মিটআপ শেষ করার জন্য

4 Likes

ধন্যবাদ @MohammadPalash ভাই, আশাকরি সামনেও এমন ভাবে উৎসাহ দিয়ে পাশে থাকবেন।

1 Like

@AH_Zakir ইনশা-আল্লাহ, সামনে ঢাকার মিটআপ গুলোতে অগ্রিম দাওয়াত রইল।

1 Like

অসংখ্য ধন্যবাদ @Asif-Reja-Titu ভাই

2 Likes

ধন্যবাদ @Arif.007, ভালোবাসা এবং দোয়া নিবেন।

3 Likes

অসংখ্য ধন্যবাদ প্রিয় @RazzuilbakyRozzub ভাই, এমন উৎসাহ ও ভালোবাসা পেলে সামনে আরো ভালো কিছু করতে পারবো বলে আশা করি।

2 Likes

সুন্দর একটি মিট আপ আয়োজন করার জন্যে ধন্যবাদ জানাচ্ছি @ZobayerSayem
খুবই সুন্দর হয়েছে, ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর মিট আপের ব্যবস্থা করুন. শুভ কামনা ।

3 Likes

@ZobayerSayem অসাধারণ! আমি এটা দেখে অনেক আনন্দ পেয়েছি। সেই সাথে একটু কষ্টও পেয়েছি। যদি আমিও আপনাদের সাথে থাকতে পারতাম তাহলে অনেক ভালো হতো। আপনাদের সবার জন্য শুভ কামনা রইলো।

4 Likes

দিনটি অনেক সুন্দর ছিলো। বিশেষ করে নোয়াখালী জেলায় দেখার মত বিখ্যাত অনেক স্থান আছে। তার মধ্যে জাহাজমারা এলাকা উল্লেখ করার মত।
আগামীতে আবার দেখা হবে অন্য কোন দর্শনীয় স্থানে মিটাআপ এ
@ZobayerSayem ধন্যবাদ এত সুন্দর একটি মিটআপ আয়োজন করায়।

3 Likes

ধন্যবাদ @Papel_Mahammud ভাই, ভবিষ্যতে ইনশাআল্লাহ এর থেকে ভালো মিটআপ করার চেষ্টা করবো

2 Likes

Great meet-up @ZobayerSayem . Congratulations

1 Like

Good luck, Vai. @ZobayerSayem

Sehr schöne Zusammenfassung von diesem Treffen auch mit den Bildern @ZobayerSayem :pray:

অনেক সুন্দর হয়েছে, এভাবেই এগিয়ে যাও।
:heart::heart::heart::heart::heart::heart:

@MehediHasanTanvir আপনাকে আমরা মিটআপে অতিথি হিসেবে পেলে খুবই আনন্দিত হতাম, ইনশাআল্লাহ পরবর্তী মিটআপে গুলোতে আশাকরি আপনাকে অতিথি হিসেবে আমরা পাবো।

1 Like