লোকাল গাইড আব্দুস সাত্তার ইনডোর প্লান্ট এর ছবি তুলছে একটি নার্সারির স্টল থেকে ছবি : MahabubMunna
বৃক্ষমেলায় এক বিকেল অতিবাহিত করলো বাংলাদেশ লোকাল গাইড এর সদস্যবৃন্দ । প্রতি বছর জুন মাসে বাংলাদেশ বর্ষাকাল কে কেন্দ্র করে আয়োজন করা হয় জাতীয় বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষ মেলা। বাংলাদেশ বর্ষাকাল যেহেতু বৃক্ষ লাগানোর উপযুক্ত সময় তাই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় সরকারী এবং বেসরকারী ভাবে আয়োজন করা হয় বৃক্ষ মেলা। এতে বিভিন্ন দেশি-বিদেশি নার্সারি অংশগ্রহণ করে বিভিন্ন ধরনের বৃক্ষ নিয়ে।
বৃক্ষ মেলার প্রবেশ যেখানে কিছুটা সবুজ আবহ আনার চেষ্টা করা হয়েছে ,ছবিতে প্রবেশ পথে অনেক দর্শনার্থীর সমাগম দেখা যাচ্ছে
বাংলাদেশ লোকাল গাইড কমিউনিটি প্রতিবছর একটি ফটোওয়াক আয়োজন করে থাকে, যদিও গত দুই বছর করোনা মহামারীর কারণে আয়োজন হয়নি ।
এক নজরে মিট-আপ এর সারসংক্ষেপ
Meetup Name: BDLG 188th Meetup @ Tree Fair
BDLG Meetup No: 188
Total Attendee: 10
Location: National Tree Fair, Agargaon
ফটো ওয়াকের মাঝে হালকা নাস্তা গ্রহণকালে লোকাল গাইড এর একাংশ গ্রুপ ছবি
মিট আপের প্রথমে ছিল আমাদের পরিচিতি পর্ব কারণ এখানে বেশ কিছু সদস্য নতুন অংশগ্রহণ করেছিল এরপরে আমরা ঘুরে ঘুরে বিভিন্ন নার্সারি ফলজ বনজ এবং ঔষধি গাছ দেখেছি এবং ছবি তুলেছিলাম। তার কিছু ছবি নিছে দেয়া হল
স্টল পরিদর্শন করছে কমিউনিটির টি শার্ট পরিহিত কয়েকজন লোকাল গাইড সদস্য
71 Likes
মিটয়াপে সরাসরি উপস্থিত থাকতে পারলে অনেক কিছু দেখার ও শেখার সুযোগ হতো। মিটয়াপ সমন্ধে পোস্ট করার জন্য ধন্যবাদ ভাই। অসাধারণ উপস্থাপন 
3 Likes
খুব ভালো একটা মিটাপ ছিলো।
2 Likes
সুন্দর মিটআপ । অসংখ্য ধন্যবাদ
2 Likes
@MahabubMunna
First of all congrats for 188 th meet up. My best wishes very soon you will reach 251 do tag me because it’s lucky no.
Happy to read you all did awesome work photo walk at tree fair. Keep doing such good work.
1 Like
Thanks @RosyKohli for your comment. Bangladesh Local Guides every year arrange 25 Meetup so this year December may be held the 200th meetup. 251 meetup maybe 2025 if that time this program available
2 Likes
@MahabubMunna
Don’t worry you don’t know you may go beyond 25 . Meet up with God blessing u will complete this year only…
I have to learn from u lot. I hardly did few meet up.
That’s great. Hoping I’ll be able to join in the upcoming meet-up.
Good to see the meetup pictures and the fair pictures as well. I miss going to the Brikkhomela a lot. It used to be very close to our house. My father actually dragged me there for the first time when I was really reluctant to go. But after visiting the fair first time I actually loved it so I continued going there for a few more years, till I moved here. I’m sure your meetup members liked being there as well. Did you buy some trees from there? Can’t believe Bangladesh Local Guide will have their 200th meetup this year! Thank you for sharing the meetup details and the photos, @MahabubMunna