ইংরেজি সনের ফেব্রুয়ারি মাস আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মাস হিসেবে গণনা করা হয়। বাংলা ভাষাকে মাতৃভাষা হিসেবে প্রতিষ্ঠিত করতে ১৯৫২ সালে আমাদের এই দেশের জনগণ নিজেদের জীবন উৎসর্গ করে। ১৯৯৯ খ্রিষ্টাব্দের ১৭ নভেম্বর জাতিসংঘ ২১ শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। ফলে ২১ শে ফেব্রুয়ারিতে বিশ্বব্যাপী এ দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারিতে শহীদের ত্যাগ স্মরণ করে রাখতে প্রতি বছর ফেব্রুয়ারি মাসের ২১ তারিখ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও বাংলাদেশের শহীদ দিবস পালন করা হয়।
বাংলাদেশে প্রতি বছর ফেব্রুয়ারি মাসের ১ তারিখ থেকে বাংলা একাডেমি প্রাঙ্গন এবং শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে বাংলা একাডেমির উদ্যোগে “অমর একুশে বইমেলা” আয়োজন করে থাকে, যার প্রেক্ষিতে এই বছরেও “অমর একুশে বইমেলা ২০২৪” পালিত হচ্ছে। প্রতি বছর মেলা চলে ফেব্রুয়ারি মাসের ১ তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের শেষ তারিখ পর্যন্ত কিন্তু এই বছর মার্চ মাসের ২ তারিখ পর্যন্ত মেলার চলবে। মেলায় বিভিন্ন প্রকাশনীর স্টল বসে এবং তাদের বই বিক্রি করে। বইপ্রেমীদের জন্য বইমেলা একটি আদর্শ জায়গা। আর এই বইমেলাকে কেন্দ্র করে জমে ওঠে এক বৃহৎ মিলন মেলা, যেখানে লেখক-পাঠক, মুদ্রণ প্রকাশনী, দেশি বিদেশি বুদ্ধিজীবী সহ নানা পেশার লোকজন একত্রিত হয়।
বাংলাদেশ লোকাল গাইডস কমিউনিটি গত সাত বছর ধরে “অমর একুশে বইমেলায়” মিটআপ আয়োজন করে আসছে। তারই ধারাবাহিকতায় এবছর ২৯ শে ফেব্রুয়ারি একটি স্পেশাল তারিখে বাংলাদেশ লোকাল গাইড কমিউনিটির ২২৯তম মিটআপ আয়োজন করা হয়। লোকাল গাইডসদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে মিটআপ সম্পন্ন হয়।
“অমর একুশে বইমেলা মিটআপ ২০২৩” এর সারসংক্ষেপ:
মিটআপ নাম: অমর একুশে বইমেলা মিটআপ ২০২৪
মিটআপ নং: ২২৯
মিটআপ তারিখ: ২৯ ফেব্রুয়ারি ২০২৪
মিটআপের সময়: বিকেল ০৬:০০ - সন্ধ্যা ০৭:৩০
উপস্থিত লোকাল গাইড সংখ্যা: ১৪
মিটআপ হোস্ট: জোবায়েরুল ইসলাম
লোকাল গাইড সদসদের তোলা মিটআপের কিছু ছবি নিচে যুক্ত করা হলো:
মিটআপে উপস্থিত সবাই স্টলে থাকা বাংলাদেশ লোকাল গাইডের এক সদস্যের সাথে সাক্ষাৎ এবং কুশল বিনিময় করেন।
স্টলে লেখক ও পাঠকদের সমাগম। পাঠকরা তাদের পছন্দের লেখকের সাথে সাক্ষাৎ পেলে তখন সেই লেখকের স্বাক্ষর যুক্ত বই এবং লেখকের সাথে একটি ছবি তুলতে ভুলে যান না।
মিটআপের শুরুতে বাকি লোকাল গাইড সদস্যদের জন্য অপেক্ষায় থাকা অবস্থায় লোকাল গাইডের সদস্যদের একাংশ।
“অমর একুশে বই মেলা ২০২৪” মিটআপ শুরু হয় বাংলা একাডেমির মূল প্রাঙ্গন থেকে। সকল লোকাল গাইডের সদস্যরা বাংলা একাডেমির মূল প্রকট এ উপস্থিত হয়।
বাংলাদেশের পুরানো ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরতে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর অধিনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় ছাপাইনবাবগঞ্জ এর সোনা মসজিদ এর অনুকৃতি স্টল তৈরি করেন এবং বাংলাদেশের পুরানো ঐতিহ্য নিয়ে বই প্রকাশ করেন।
বই মেলায় শিশুদের জন্য “বাংলাদেশ শিশু একাডেমি” এর পক্ষ থেকে স্টল বসানো হয়। এই স্টলে শিশুদের জন্য বিভিন্ন রকমের গল্পের বই পাওয়া যায়।
লেখকের স্বাক্ষর নেওয়ার জন্য স্টলের বাহিরে ভীর করছে দর্শনার্থীরা সাথে লোকাল গাইডের এক সদস্যও ছিলেন।
সাংবাদিকরা ক্রেতাদের স্বাক্ষাতকার নিচ্ছেন এবং বইমেলার সরাসরি আপডেট টিভি চ্যানেলে দেখানো হচ্ছে।
বইমেলার বিভিন্ন প্রকাশনীর স্টল এবং পাঠকরা তাদের পছন্দের বই গুলো দেখছেন।
বই দেখছে একজন লোকাল গাইড। [ছবি তুলেছে লোকাল গাইড জাহিদ]
লেখক ও লোকাল গাইডের এক সদস্য লেখকের স্বাক্ষর যুক্ত বই হাতে ছবি তুলছেন।
বইটির নাম : “তোমার জন্য দাঁড়িয়ে ছিলাম বলে”
বইটির লেখক : সাদাত হোসাইন।
২৯ ফেব্রুয়ারি একটি স্পেশাল দিন ও শুক্রবার ছুটির দিন হওয়ায় মেলায় দর্শনার্থীর ভীর ছিলো অনেক।
মিটআপের গুরুত্বপূর্ন বিষয় ছিলো কানেক্ট পোস্ট কিভাবে করা উচিৎ, কিভাবে ম্যাপে কন্ট্রিবিউশন করতে হবে এবং ম্যাপ সম্পর্কে বিভিন্ন প্রশ্ন ও প্রশ্নের উত্তর পর্ব।
মিটআপ শেষে হাল্কা নাস্তা পরিবেশন করা হয়।
বই মেলা থেকে বের হয়ে টিএসসিতে মাশরুম এর তৈরি পিঠা খাওয়া হয়।
মিট আপের আলোচ্য বিষয় সমুহ ছিল
০১. বইমেলা ঘুরে দেখা
০২. ফটোওয়াক
০৩. গুগল ম্যাপস নিয়ে সংক্ষিপ্ত আলোচনা
০৪. লোকাল গাইডস কানেক্ট নিয়ে আলোচনা
০৫. প্রশ্ন উত্তর পর্ব
হোস্ট এর পরিচিতি**:**
সদস্য: বাংলাদেশ লোকাল গাইড
লেভেল: ৮
মিটআপ হোস্ট করা হয়েছে: ১টি
জন্মস্থান: নোয়াখালী, বাংলাদেশ।
#bdlg
#BangladeshLocalGuides
#MeetUp
#Boimela