Recap : 5th Connect Day Experience Share [ Virtual ] Meetup

Bangladesh Local Guides প্রতিবছর Connect Day উপলক্ষে ভিন্ন ভিন্ন ধরনের মিট আপ আয়োজন করে থাকে।
5ম বছর উপলক্ষে এবারের আয়োজন ছিল পুরনো এবং নতুনদের নিয়ে স্মৃতিচারণ, সমস্যা গুলো তুলে ধরা এবং আইডিয়া উপস্থাপন।
প্রথমে আমরা 90 মিনিট মিটারের সময় নির্ধারণ করলেও সেটি 130 মিনিটব্যাপী দীর্ঘ আলোচনা হয়েছে।

মিট আপ সংক্ষিপ্ত তথ্য
Meetup Name: 5th Connect Day Experience Share [ Virtual ] Meetup

BDLG Meetup No: 163

Number of Attendees: 42

Meetup Type: Online

তিনটি বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করেছি

স্মৃতিচারণ:
মিট আপে উপস্থিত সদস্যদের মাঝে অন্যতম পুরাতন সদস্য @anazizullah শেয়ার করে আমাদের সাথে তার শুরু থেকেই কানেক্ট ফোরামে থাকার গল্প। তার ভাষ্যমতে
" আমরাই ফোরামকে যত বেশি ব্যবহার করব এবং ইউজার ফিডব্যাক দিব ততবেশি এটি ব্যবহারের সহজতর হবে অন্য সামাজিক মাধ্যম গুলোর মত যেমন ফেসবুক টুইটার"
সেজন্য আমাদের পোস্ট করার পাশাপাশি আইডিয়া গুলো শেয়ার করতে হবে আইডিয়া শেয়ার সেকশনে।

বাংলাদেশ লোকাল গাইড থেকে থাকা আরও লোকাল গাইড @SShuvo তুলে ধরে কানেক্ট ফোরামে গুণাবলী বলতে এখানে কন্ট্রিবিউশন করার ফলে মানুষের লেখার স্কিল এবং এর কারণে কোনো কিছু ইন্টারনেট থেকে খুঁজে বার লেখার শৈল্পিকতা বৃদ্ধি পায়।

নতুন অনেক লোকাল গাইড তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন তার মধ্য থেকে ২ জনের টা লিখা হল নিম্নে

@MehadeHasan বলেন " Connect forum থেকে আমি বিভিন্ন লোকাল গাইডের প্রোফাইল থেকে কন্ট্রিবিউশন দেখে নিজেকে ঝালাই করে নেই আরো ভাল ভাবে কন্ট্রিবিউশন করার জন্য যা বেশ উপকারি , নিজের যে সকল গ্যাপ রয়েছে তা পুরন করতে পারছি , অভিজ্ঞতা শেয়ার করা কিংবা আরেকজন এর টা পড়ে অনেক কিছু জানতে পারছি যা শুধু স্বেচ্ছাশ্রম নয় বাক্তিগত কাজের সাহায্য করছে "

সকলের কাছে Connect Forum এর যা ভালো লেগেছে

  1. নতুন দেশ , সংস্কৃতি , খাদ্য অভ্যাস সম্পর্কে জানা যায় ।
  2. অন্য দেশের মানুষের সাথে বন্ধুত্ব
  3. কানেক্ট ফোরামে লিখার জন্য নিজের প্রচুর প্র্যাকটিস করতে হয় আর জানাশোনা হয় একটি নির্দিষ্ট ব্যাপারে ।
  4. নানা দেশের লোকাল গাইড দের বিভিন্ন বিষয়ে হাইলাইট করে তা থেকে ভাল কন্ট্রিবিউশন শেখা যায় ।
  5. কানেক্ট এ লিখার কারনে আর্টিকেল লেখার উপর দক্ষতা বাড়ে ।
  6. নানাবিধ ক্যাম্পিং এ যোগ দিয়ে বাক্তিগত ভাবে নানা বিষয়ে তথ্য জানা যায় যা স্কিল ডেভ্লপমেন্ট হিসেবে ধরা যেতে পারে ।
  7. দ্রুত maps এর সমস্যা সমাধান হওয়ার একটি মাধ্যম ।

সকলের কাছে Connect Forum এর যা থাকা প্রয়োজন মনে করে

  1. Post Delete করার Option .
  2. Photo Resixe করে পোস্ট দেয়া 3rd party কোন কিছুর সহায়তা ছাড়া
  3. conenct site বাংলাদেশে প্রচুর slow আরো ফাস্ট করা যায় কিনা
  4. বেশিরভাগ লোকাল গাইড মোবাইল থেকে কানেক্ট সাইটে প্রবেশ করে ইহা এখন ও মোবাইল এ ব্যাবহার করা কষ্টকর বিকল্প কিছু করা গেলে ভাল হত
  5. Push Notifical system যুক্ত করা ।

Connect Day উপলক্ষে Bangladesh Local Guides থেকে বানানো শুভেচ্ছা ব্যানার ও ভিডিও ম্যাসেজ

বাংলায় লিখা কানেক্ট ডে শুভেচ্ছা বার্তা তৈরি করেছেন লোকাল গাইড বিষ্ণু মধু

Reference :

Connect Day Celebration 2021: Happy 5th Connect Day wishes From Bangladesh

Connect day celebration 2020: Local Guides Connect Day: Let’s celebrate this day together

Connect day celebration 2018: Happy 2nd Local Guides Connect Day

37 Likes

কানেক্টের ৫ম জন্মদিন সেলিব্রেশন মিটআপে অংশগ্রহণ করতে পারে আমি আনন্দিত।

@MahabubMunna ভাই,

প্রাণবন্ত এই মিটআপ আয়োজন ও রিক্যাপ শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ :sparkling_heart:

5 Likes

Great recap & 5th Connect day experience sharing virtual meet up was great. 42 local guides of Bangladesh participation in this virtual meet up.

@MahabubMunna thanks for arranging such an helpful & experience sharing meet up.

5 Likes

পঞ্চম কানেক্ট Day সম্পর্কে অনেক সুন্দর লিখেছেন @MahabubMunna ভাই।

সমস্ত সমস্যাগুলো তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

আশা রাখি সমস্যাগুলো সমাধান হয়ে যাবে।

Connect day সুন্দর উপভোগ করলাম।

4 Likes

thanks for sharing. Here it is that limitation of the connect foram is very much true. They should take considaretion of those point.

2 Likes

মিট আপ এ অংশগ্রহণ করার জন্য এবং আমার প্রকাশ করা সমস্যার কথাটি আপনার পোস্টে স্থান পাওয়ার জন্য আম খুবই আনন্দিত!

ধন্যবাদ @MahabubMunna ভাই!

2 Likes

Virtually Connect 5th Birthday celebration Meet-up was great. Meetups became lively with the participation of new & old local guides.

@MahabubMunna Thank you so much for sharing with us an Amazing recap.

2 Likes

@NasimJoy চেস্টা করি সবার সব কিছু তুলে ধরতে

2 Likes

@MahabubMunna ধন্যবাদ আপনাকে, সকলের সাথে শেয়ার করার জন্য। আমরা যারা জয়েন করতে পারিনি তাদের জন্য পুরো মিটআপ টা জানা হয়ে গেলো :heart: :heart: