Readball snakeguard (মাকাল ফল)

মাকাল ফল।
দেখতে লোভনীয় হলেও যে ফল খাওয়ার যোগ্য না তার নাম মাকাল ফল।
মানে এ ফল খাওয়া যায়না / খাওয়া সম্ভব না।

ছবি- একটি মোটামুটি পাকা এবং আরেকটি পরিপূর্ণ পাকা ফল।

বাংলাদেশের অতি পরিচিত একমাত্র খাবার অযোগ্য ফল হিসেবে পরিচিত মাকাল ফল।

বাংলাদেশি একটা প্রবাদ আছে এ ফল নিয়ে।

এই ফলের গাছ লতা আকৃতির হয়।

পিছনের বড় গাছে লতা বেয়ে সেখানে এগুলো ধরেছে, আমরা দেখার জন্য ঢিল মেরে পেরেছি।

যে কোন সময় এ ফল হতে পারে কোন সিজন / ঋতুর দরকার হয়না।
গাছ বড় হলে উপযুক্ত সময়ে প্রথমে ফুল এবং ফুল থেকে ফল হয়।
পাখিরা এটা খেতে পারে কিনা জানা নেই।
এ ফল কাঁচা অবস্থায় সবুজ রঙের হয়, পাকার আগ মূহুর্তে হলুদ এবং পরিপক্ব হওয়ার পরে একদম গাড়ো লাল রঙের হয়।
দেখতে খুব সুন্দর এবং লোভনীয় হয়।
ফলের উপরের অংশ বেশ শক্ত হয় এবং ভেতরে একদম কালো আঠালো আর বিশ্রী :sneezing_face:

ভেতরের অংশ।

এবং বীজ থকে।

ভেতরের বীজ দেখতে এমন।

ভেতরটা দেখলে ঘৃনা লাগবে।

আপনার এলাকায় এ ফলটি আছে কিনা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। :green_heart:

#bdlg #BDLG #bangladeshlocalguides

#connect #fruits

50 Likes

ফল টা দেখিনি, শুধু ছবিতেই দেখলাম

4 Likes

নাম শুনেছিননেক, তবে আগে দেখেছি বলে মনে হয় না। পোস্টের জন্য ধন্যবাদ।

3 Likes

সুযোগ হলে দেখানোর চেষ্টা করবো @Mazharul_BDLG ভাই :green_heart:

3 Likes

@KhanSayfullah আমরা বলি কুচিলা,

তবে এটা কিনা ছবি দেখে বুঝা যাচ্ছে না।

3 Likes

আপনাকেও ধন্যবাদ @sajidkarim87 ভাই।

সুযোগ হলে দেখে নিবেন, লোকমুখে বহুল আলোচিত একটি জিনিস।

1 Like

@KhanSayfullah সুন্দর একটি লেখার জন্য ধন্যবাদ

2 Likes

হতে পারে ুএটাই @MonirHB ভাই।

একেক যায়গায় একেক নামে পরিচিত।

1 Like

মাকাল ফল পাখিদের প্রিয় খাবার। অনেক ঔষধি গুণ ও আছে। শেয়ার করার জন্য ধন্যবাদ। @KhanSayfullah

2 Likes

এই ফলের কথা ছোটবেলা থেকে শুনে এসেছি। এই প্রথম দেখলাম।

2 Likes

@KhanSayfullah Fascinating post about the makal fruit! It’s intriguing to learn about such unique fruits, especially ones that are not edible but still hold a place in local culture and biodiversity. I appreciate the detailed description of its appearance and growth pattern – it’s amazing how nature can create something so visually appealing yet not suitable for consumption.

2 Likes

আপনাকেও অসংখ্য ধন্যবাদ @Anonymous_b94cf02d9eeadbc2e4ca1e27a5054b05 ভাই।

1 Like

দাড়ুন তো! ঔষধি গুন সম্পর্কে আমার জানা নেই।

মন্তব্যের জন্য ধন্যবাদ @TajkiyaNijami আপু :green_heart:

1 Like

আমার কারণে দেখতে পেলেন এটা জেনে ভালো লাগলো @alhasanriaz ভাই

ধন্যবাদ :green_heart:

Zanimljivo @KhanSayfullah

Zbog čega se to voće ne smije jesti? Je li otrovno?

Šta se radi s njim?

Zaista ne znam ništa o tom voću…

:blush: :croatia:

1 Like

Take :heart: ‍:adhesive_bandage: dear @Mo_TravelleerX .

Thanks for your opinion.

1 Like

Dear @renata1 :green_heart:

It’s surprising to know that you don’t know anything about this fruit. Naturally, this fruit is not suitable for eating. The inside of this fruit looks ugly and stinks. It looks beautiful from the outside.

Greeting from Bangladesh :bangladesh:

Take :green_heart:

@Mazharul_BDLG এখনও আছে।

আসেন দেখে যান :grin:

মাকাল ফল এটা?

1 Like

@akib3bd হ্যা ভাই এটা মাকাল।

কোন সন্দেহ হয় আপনার?

ফ্রীমাইন্ডে বলতে পারেন :green_heart:

1 Like