Photos Album থেকে ছবি নিয়ে কানেক্টে ছবি আপলোড / শেয়ার করার পদ্ধতি

আমরা অনেকে হয়ত জানি না আমাদের Local Guides Connect এ Photos Upload Limit 1000 এর বেশি আমরা করতে পারব না । যে ক্ষেত্রে কি আমরা ছবি আপলোড করা বন্ধ করে দিব ??? না অবশ্যই না ।

আমি আজ আপনাদের দেখাব আপনি কি ভাবে Google Photos Album থেকে ছবি শেয়ার করবেন কানেক্ট পোস্টে

ধাপ গুলো নিম্নে দেয়া হল

ধাপ ১:

প্রথমে আপনি https://photos.google.com/ এই ওয়েবে যেয়ে আপনার Gmail দিয়ে login করুন ।

এবার Upload এ ক্লিক করে আপনার ছবি গুলো আপলোড করুন ।

আপলোড হয়ে গেলে আপনি একটি এ্যালবাম তৈরি করতে পারেন , আমি যেমন একটি শেয়ার এ্যালবাম তৈরি করে রেখেছি ওখানেই সব আপ দেই । ধাপ ২ এ দেখান হবে আপনি কিভাবে এ্যালবাম শেয়ার এ্যালবাম বানাবেন

ছবিতে লাল দাগ দিয়ে দেখিয়ে দেয়া হয়েছে

ধাপ ২ :

এ্যালবাম শেয়ারড এ্যালবাম তৈরি করতে সাইটের উপরে তিনটি … আছে শেয়ারের আইকনের পর ক্লিক করুন এর পর Option থেকে সব গুলো পারমিশন On করে দিন হয়ে গেল আপনার শেয়ারড এ্যালবাম ।

Menu Icon

Option

ধাপ ৩:

এ ধাপে আমি আপনাদের দেখাব কিভাবে আপনি এই ফাইলের ছবি গুলো আপনি কানেক্ট পোস্টে অ্যাড করে দিবেন

i. প্রথমে আমরা লগইন করব https://www.localguidesconnect.com/

ii. start a port থেকে নতুন পোস্ট লিখা শুরু করলাম , ক্যাটেগরি সিলেক্ট করে নিলাম এবার ছবি যোগ করতে আমাদের HTML Code এর সাহায্য নিতে হবে । খুব কঠিন কিছু নয় ।

iii. আমাদের লিখা শেষ এ যেখানে আমরা ছবি দিব অইকাহ্নের জন্য আমরা পোস্ট এ RICH TEXT থেকে HTML এ ক্লিক করে জাব । এবার এখানে এই কোড বসাব

 

 

// এই লাইন দেয়া হয় ছবির পর নিচে এক স্পেস দেয়ার জন্য

ধাপ ৪:

ছবির লিঙ্ক দেয়ার জন্য Photos এর ছবির উপর এক ক্লিক করব এতে ছবি বর হবে তার পর right button এ click করব Crome ব্রাউজার হলে " Copy Image address " এ ক্লিক করব Firefox ব্রাউজার হলে " Copy image Location" এতে ছবির address কপি হবে তা আমরা ঐ HTML Code এর “” মাঝে বসিয়ে দিব ।

আমি এবার আপনাদের এই পোস্টের ই HTML Code এবং Image View দেখাব এখানে

HTML কোডের মাঝে ইমেজ লিঙ্ক দেয়া হয়েছে

ইমেজ লিঙ্ক দেয়ার পর পোস্টের মাঝে দেখা যাচ্ছে আপনার photos album এর ছবি যা কানেক্টে 1000 ছবির মাঝে কাউন্ট করা হয় না । বা ১০০০ পূর্ণ হয়ে গেলে এই পদ্ধতি ব্যাবহার করতে পারেন

35 Likes

আমরা অনেকে হয়ত জানি না আমাদের Local Guides Connect এ Photos Upload Limit 1000 এর বেশি আমরা করতে পারব না । যে ক্ষেত্রে কি আমরা ছবি আপলোড করা বন্ধ করে দিব ??? না অবশ্যই না ।

আমি আজ আপনাদের দেখাব আপনি কি ভাবে Google Photos Album থেকে ছবি শেয়ার করবেন কানেক্ট পোস্টে

ধাপ গুলো নিম্নে দেয়া হল

ধাপ ১:

প্রথমে আপনি https://photos.google.com/ এই ওয়েবে যেয়ে আপনার Gmail দিয়ে login করুন ।

এবার Upload এ ক্লিক করে আপনার ছবি গুলো আপলোড করুন ।

আপলোড হয়ে গেলে আপনি একটি এ্যালবাম তৈরি করতে পারেন , আমি যেমন একটি শেয়ার এ্যালবাম তৈরি করে রেখেছি ওখানেই সব আপ দেই । ধাপ ২ এ দেখান হবে আপনি কিভাবে এ্যালবাম শেয়ার এ্যালবাম বানাবেন

ছবিতে লাল দাগ দিয়ে দেখিয়ে দেয়া হয়েছে

ধাপ ২ :

এ্যালবাম শেয়ারড এ্যালবাম তৈরি করতে সাইটের উপরে তিনটি … আছে শেয়ারের আইকনের পর ক্লিক করুন এর পর Option থেকে সব গুলো পারমিশন On করে দিন হয়ে গেল আপনার শেয়ারড এ্যালবাম ।

Menu Icon

Option

ধাপ ৩:

এ ধাপে আমি আপনাদের দেখাব কিভাবে আপনি এই ফাইলের ছবি গুলো আপনি কানেক্ট পোস্টে অ্যাড করে দিবেন

i. প্রথমে আমরা লগইন করব https://www.localguidesconnect.com/

ii. start a port থেকে নতুন পোস্ট লিখা শুরু করলাম , ক্যাটেগরি সিলেক্ট করে নিলাম এবার ছবি যোগ করতে আমাদের HTML Code এর সাহায্য নিতে হবে । খুব কঠিন কিছু নয় ।

iii. আমাদের লিখা শেষ এ যেখানে আমরা ছবি দিব অইকাহ্নের জন্য আমরা পোস্ট এ RICH TEXT থেকে HTML এ ক্লিক করে জাব । এবার এখানে এই কোড বসাব

 

 

// এই লাইন দেয়া হয় ছবির পর নিচে এক স্পেস দেয়ার জন্য

ধাপ ৪:

ছবির লিঙ্ক দেয়ার জন্য Photos এর ছবির উপর এক ক্লিক করব এতে ছবি বর হবে তার পর right button এ click করব Crome ব্রাউজার হলে " Copy Image address " এ ক্লিক করব Firefox ব্রাউজার হলে " Copy image Location" এতে ছবির address কপি হবে তা আমরা ঐ HTML Code এর “” মাঝে বসিয়ে দিব ।

আমি এবার আপনাদের এই পোস্টের ই HTML Code এবং Image View দেখাব এখানে

HTML কোডের মাঝে ইমেজ লিঙ্ক দেয়া হয়েছে

ইমেজ লিঙ্ক দেয়ার পর পোস্টের মাঝে দেখা যাচ্ছে আপনার photos album এর ছবি যা কানেক্টে 1000 ছবির মাঝে কাউন্ট করা হয় না । বা ১০০০ পূর্ণ হয়ে গেলে এই পদ্ধতি ব্যাবহার করতে পারেন

6 Likes

গ্রেট! :heart_eyes:

তাহলে ছবি’র সাইজ নিয়ে যেই ঝামেলা সেটাও তো এভাবে মিটানো যায় ! কুল :heart:

4 Likes

Hey @MahabubMunna ,

Thanks for translating this for the community!

Keep up the good contribution.

4 Likes

Hello @MahabubMunna

Thank you for your wonderful post, your post helps me a lot.

বাহ! ভালোই হয়েছে। ছবির সাইজ ছোট করতে বেশ ঝামেলা লাগে। এই ঝামেলা আর পোহাতে হবে না। অনেক অনেক ধন্যবাদ @MahabubMunna ভাইয়া

4 Likes

@LyricMitra আমার ছবির লিমিট শেষ অনেক আগে প্রথম ছবি আপ দেই আবকি সব কোড ব্যাবহার করে ইউজ করি

3 Likes

@MahabubMunna অনেক ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি বিষয় শেয়ার করার জন্য।

10 Likes

@MahabubMunna ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমি আপনার এই পোস্ট থেকে বিষয়টি নতুন ভাবেে শিখতে পারলাম।

1 Like

Hi @MahabubMunna it is important post for all LGs.

4 Likes