Old Brahmaputra River & A Local Guide

আমি লোকালগাইড Nasim M Joy. আমার জন্ম ও বেড়ে ওঠা বাংলাদেশের ময়মনসিংহ জেলায়।
আপনারা সকলেই জানেন যে ময়মনসিংহের বুক চিরে বয়ে গেছে পুরাতন ব্রহ্মপুত্র নদ। ভাগ্যক্রমে আমাদের বাড়িও ব্রহ্মপুত্র নদ থেকে খুব বেশি দূরে নয়। তাই আমার দুরন্তপনা, ও বাল্যকালের সাক্ষী এই ব্রহ্মপুত্র নদ। কত দুপুরে সাঁতার কেটেছি এই নদে, পাড়ের গর্ত থেকে খুঁজে বের করেছি পাখির ডিম, লাফালাফি করেছি পাড়ের বালুর মাঝে।

কাজের সূত্রে অন্যত্র অবস্থান করলেও যখন বাড়ি আসি, ছুঁটে আসি এই নদের পাড়ে।

আজ দুপুরে নদের পাড়ে গিয়ে এর অপরুপ সৌন্দর্য্য দেখে বিমোহিত হয়েছি, তারই কিছুটা শেয়ার করতেছি আপনাদের সাথে।

ক্রমে ক্রমে নদের অবস্থা খারাপ হচ্ছে, বর্ষাকাল ছাডা তেমন পানি থাকেনা, শুকিয়ে যায়। সকল নদ নদীকে আমাদের দূষণের হাত থেকে রক্ষা করা উচিত।

সময় নিয়ে পোস্টটি পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ।

35 Likes

@NasimJ খুবই সুন্দর লাগলো নদীর দৃশ্য দেখে।

4 Likes

আমাদের বাড়ির কাছাকাছিই সুবিশাল মেঘনা। নদীর পাড় গেলে সবসময়ই ভালো লাগে। ছবিগুলো বেশ সুন্দর @NasimJ ভাই।

5 Likes

Sundor post @NasimJ

dhonnobad share korar jonno

5 Likes

@NasimJ দুবার গিয়েছলাম আবার দাওয়াত পেলে যাব।

5 Likes

অনেক সুন্দর লেখা ও উপস্থাপনা নদী বরাবরে আমার পছন্দ নদীর পাশে সময় কাটানো নদীতে গোসল করা ধন্যবাদ ভাই অনেক ছবিসহ সুন্দর ভাবে তুলে ধরেছেন

4 Likes

খুবই সুন্দর ও ঐতিহাসিক নদী যা আমাদের সোনারগাঁও এ এসে শেষ হয়েছে।

ওখানকার পানি যথেষ্ট সুন্দর ও পরিষ্কার মনে হচ্ছে।

কখনো গেলে দেখতে পাবো আশাকরি। ধন্যবাদ @NasimJ শেয়ার করার জন্য

4 Likes

জ্বি ভাই, একদম স্বচ্ছ পানি।

আমাদের গফরগাঁও থেকে ঘুরে যাওয়ার দাওয়াত রইলো ভাই @Soykot_azam

4 Likes

আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকেও আন্তরিক ধন্যবাদ @nurealam123

3 Likes

আপনাদের সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ

@AH_Zakir

@Papel_Mahammud

@alhasanriaz

আমাদের এলাকা থেকে ঘুরে যাওয়ার রইলো।

5 Likes

@NasimJ Você me fez lembra dos tempos que era criança e meu pai me levava para tomar banho de rio em Barra Mansa - RJ - Brasil, cidade onde nasci.

Mudei de cidade e estado e o mesmo rio banha a cidade que moro agora o Rio Paraíba do Sul .

Infelizmente nossos rios daqui não navegáveis, quase não se vê embarcações neles. é uma pena pois é uma delícia sentir o vento no rosto enquanto se desliza com o barco pelas águas de um rio.

Agradeço por essa linda postagem.

2 Likes

@NasimJ নদ-নদী মানেই বিভিন্ন গল্প, আমার বাড়রি পাশ দিয়ে বয়ে গেছে করতোয়া নদী।

সুন্দর একটি লেখার জন্য ধন্যবাদ

2 Likes

অনেক নাম-ডক আছে এই নদীর, আর সৌন্দর্য তো অতুলনীয়।

আমাদের গ্রামে একটা নদী আছে কিন্তু তা কচুরিপানা দিয়ে পরিপূর্ণ।

ছবিগুলো অনেক সুন্দর হয়েছে @NasimJ ভাই।

3 Likes

@NasimJ ভাই নদীপ্রেমিক আমিও। আমার ময়মনসিংহ থাকলেও আমার বাড়ির পাশে বয়ে গেছে ছোট একটি নদী। কর্মক্ষেত্রে বাড়ির বাইরে থাকা সত্ত্বেও যখনই বাড়িতে যাই বাড়িতে গিয়ে নদীতে না গেলে আমার ভালো লাগেনা। আমাদের ছোট নদীতে মাছ ধরার নানান কৌশল আপনি জানি। খালি হাতে নেমে পড়তাম নদীর পানিতে ডুব দিয়ে দিয়ে অনেক জাতের মাছ ধরতাম। ট্যাংরা মাছ, বালিয়া মাছ, বাইম মাছ, চিংড়ি, পুঁটি মাছ, টাকি মাছ ও আরো অন্যান্য ছোট মাছ ধরতাম খালি হাতেই।

দিনে রাতে বিভিন্ন সময়ে মাছ ধরতাম নদীতে। আমাদের ছোট নদী শীতকালে নদী শুকিয়ে যায়। তখন নদীতে সরিষা, ধান, ভুট্টা ও অন্যান্য সবজি চাষ করে।

আমাদের গ্রামের বাজারের সাথেই নদী। আমাদের নদীতে আগে বাসের সাঁকো ছিল তারপর আমরা কাঠের তৈরি করি এখন বর্তমানে এটি পাকা করার জন্য কাজ চলতেছে।

আমি সদরের ব্রহ্মপুত্র নদীতে গিয়েছি কিন্তু মাছ ধরার সৌভাগ্য হয় নি।

যাই হোক আপনার পোস্ট দেখে আমার অতীতের কথা মনে পড়ে গেল।

3 Likes

@NasimJ ছবি গুলো অনেক সুন্দর হয়েছে, ধন্যবাদ।

2 Likes

The blue waters look beautiful @NasimJ :+1:

Initially, I was puzzled by how the Brahmaputra looked so tiny.

Then I realized that the Mighty Brahmaputra changes its name just because it crossed some artificial political boundaries.

Whereas the river you mentioned is a different one. Nevertheless, I am happy to read how you rush to the riverside whenever you are back home from work :blush:

3 Likes

জী ভাই, কিছু গল্প যেমন মধুর , তেমনি কিছু বেদনার।

দুই বার নদে ঢুবে গিয়েছিলাম। একবার সাঁতার কাটতে কাটতে ক্লান্ত হয়ে, আরেকবার ছোট নৌকায় ওঠায়।

আল্লাহর কৃপায় দুবারেই প্রাণে বেঁচে গেছি @Anonymous_b94cf02d9eeadbc2e4ca1e27a5054b05

1 Like

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ @KhanSayfullah

আপনারা তরুনরা মিলে একদিন উদ্যোগ নিয়ে পরিস্কার করে ফেলেন কচুরিপানা।

2 Likes

নদী নিয়ে আপনার মধুর অভিজ্ঞতার কথা শুনে খুব ভালো লাগলো।

তবে আপনি বিভিন্ন ভাবে মাছ ধরতে পারেন, তবে আমার দুভাগ্য যে আমি গ্রামের ছেলে হওয়া সত্ত্বেও মাছ ধরতে জানিনা @KhokonSharker

2 Likes

আন্তরিক ধন্যবাদ @jakiripsc

1 Like