Today our destination is Nikli Haor. The Nikli Haor is located in the Kishoreganj district. This time we will go to Bhairab by train then from Bhairab Ghat to Kishoreganj by launch.
আজকে আমদের গন্তব্য নিকলী হাওর। ঢাকার নিকটবর্তী ভাটি অঞ্চল কিশোরগঞ্জ জেলার নিকলী, মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনা উপজেলার প্রায় সবটুকু এলাকাজুড়ে বিস্তৃত এ নিকলী হাওর। এক বন্ধুর আমন্ত্রণে এইবারের আমাদের যাত্রা লঞ্চে করে। ঢাকা থেকে প্রথমে ট্রেনে করে ভৈরব তারপর ভৈরব ঘাট থেকে লঞ্চে করে কিশোরগঞ্জ।
সকাল ৯টায় আমাদের লঞ্চ যাত্রা শুরু করা মাত্রই হারিয়ে যেতে হয় জলরাশির রাজ্যে। মেঘনা নদী থেকে ভৈরবের নান্দনিক সৌন্দর্যটা উপভোগ করে মতো। দুপুরে আমাদের লঞ্চ এসে ভিরলো অষ্টগ্রাম লঞ্চ ঘাটে।
ঘাট থেকে নেমে অটোরিকশা নিয়ে রওনা দিলাম ইটনা মিঠামইন ও অষ্টগ্রাম সড়কের দিয়ে। যেটা অল ওয়েদার সড়ক নামে পরিচিত। তিনটি জেলাকে এক জায়গায় মিলিত করেছে এই সড়ক। এই নিকলী নামের সাথে একটি আদি গল্প প্রচলিত আছে পূর্বে নিকলী নাম ছিল আগর সুন্দর পরবর্তীতে মোগল বাহিনী খাজা ওসমানের বিরুদ্ধে যুদ্ধ করতে এই এলাকায় শিবির গড়ে তখন স্থানীয়রা শিবিরে জড়ো হলে দলপতি সিপাহীদের বলেন উছলে নিকালো। ফার্সি শব্দ নিকালো কালের বিবর্তনে হলো নিকলী।একটুপর আমরা গ্রামের মধ্যেদিয়ে রওয়ানা দিলাম রাষ্ট্রপতি মহোদয়ের বাড়ির দিকে। কিছুক্ষণ ঘোরাঘুরি করে পাশে ছোট্ট একটা বাজার গেলাম। বিভিন্ন খাবারের হোটেল আছে এখানে হাওয়ের ফ্রেশ মাছ পাওয়া যায়।
বিকালের দিকে আবার একই পথে অষ্টগ্রাম লঞ্চ ঘাটের দিকে রওনা দিলাম। লঞ্চে এ সরালাম দুপুরের খাবার। বিকালের পড়ন্ত গূধোলী বেলায় অপার্থিব সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলতে লাগলাম ভৈরব এর উদ্দেশ্যে। পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা শেষে রাত নেমে এসেছে। সেখান থেকে ঢাকার উদেশ্য যাত্রা করব।
#Nikli #Nikli_haor_Kishoreganj #all_weather_road #bhairab_to_nikli_by_launch